Loading...
News

Campus Updates

Chittagong University of Engineering & Technology
news

চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীরা মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের দিলেন ২৭ লাখ টাকা শিক্ষাবৃত্তি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ১৫৭ শিক্ষার্থীর মধ্যে ২৭ লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম এবং সভাপতিত্ব করেন চুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি খান আতাউর রহমান সান্টু।


prothom alo
  • 16 October 2023
Notre Dame University Bangladesh
event

নটর ডেম বিশ্ববিদ্যালয়ে সিএসই ফেস্ট অনুষ্ঠিত

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের আয়োজনে ১২ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘এনডিইউবি সিএসই ফেস্ট’। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এক বিশেষ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজনের পর্দা নামে।

ঢাকা ব্যাংক লিমিটেডের সৌজন্যে এ ফেস্টে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করা হয়েছিল প্রোগ্রামিং প্রতিযোগিতা, স্টেম অলিম্পিয়াড, ভিডিওগ্রাফিক প্রতিযোগিতা, প্রজেক্ট শো, আইডিয়াথন প্রতিযোগিতা। বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এ আয়োজনকে সার্থক করে তোলে। আয়োজনের শেষ দিন ছিল টেক টক এবং এর বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নোভা আহমেদ।

 

এ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছিলেন প্রথম আলোর যুব কর্মসূচির প্রধান মুনির হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি শিক্ষালয়ের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন; সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর। বক্তারা বলেন, ক্লাসরুমের পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এমন আয়োজন প্রশংসনীয়। এ সুন্দর আয়োজনের সমাপ্তি ঘটে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। বিজ্ঞপ্তি
prothom alo


prothom alo
  • 15 October 2023
Jahangirnagar University
education

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির শুরুতেই সেশনজটে শিক্ষার্থীরা, অভিযোগ গাফিলতির

চলতি বছর উচ্চমাধ্যমিক পাস করেছেন আল আমিন ও সুমন হোসাইন। আল আমিন ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে। আর সুমন হোসাইন ভর্তি হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে। আল আমিন এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস-পরীক্ষা দিচ্ছেন, সহপাঠীদের সঙ্গে ব্যস্ত সময় পার করছেন। আর সুমন হোসাইনের অলস সময় কাটছে গ্রামের বাড়িতে। কারণ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখনো ক্লাস শুরু হয়নি। আসলে ক্লাস শুরুর তারিখও নির্ধারণ হয়নি। সুমন জানেনও না কবে ক্লাস শুরু হবে। এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনও ক্লাস শুরুর বিষয়ে নির্দিষ্ট করে জানাতে পারেনি। এ কারণে ভর্তির শুরুতেই সেশনজটে পড়তে যাচ্ছেন শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়েছে গত ১৬ আগস্ট। রাজশাহী, চট্টগ্রাম, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়ে গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখনো ক্লাস শুরুর তারিখ ঘোষণাই করতে পারেনি।

বিশ্ববিদ্যালয়টির সহ–উপাচার্য (শিক্ষা) মোহাম্মদ মোস্তফা ফিরোজ প্রথম আলোকে বলেন, আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষার্থীদের আসন বরাদ্দ না দিয়ে হলে ওঠানো যাচ্ছে না। ফলে ক্লাস শুরুর ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। তিনি আরও বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম একটু দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়ে থাকে। এটাও একটা অন্যতম কারণ। আমরা চেষ্টা করব, আগামী শিক্ষাবর্ষ থেকে এ সমস্যা সমাধান করে আরেকটু আগে ক্লাস শুরু করার।’

শিক্ষার্থী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শুধু চলতি শিক্ষাবর্ষে নয়, প্রতিবছরই বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে ক্লাস শুরু হয় অপেক্ষাকৃত দেরিতে। প্রতিবছর অন্য বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার তিন থেকে পাঁচ মাস পর ক্লাস শুরু করে কর্তৃপক্ষ। তবে হলে আসন বরাদ্দের যে কথা বলে শিক্ষার্থীদের দেরিতে ক্লাস শুরু হয়, কোনো বছরই সবার আসন দিতে পারেনি তারা। নতুন শিক্ষার্থীদের উঠতে হয়েছে গণরুমে। দেরিতে ক্লাস শুরু হওয়ায় তৈরি হয়েছে সেশনজট।

অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করলেও জাহাঙ্গীরনগরের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বের হন আরও পরে।

ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক অমর্ত্য রায় প্রথম আলো বলেন, ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে সেশনজট দীর্ঘতর হচ্ছে। এখনো প্রথম বর্ষের ক্লাস শুরু করতে না পারা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জার। জনগণের টাকায় চলা বিশ্ববিদ্যালয় যদি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের যথোপযুক্ত ভবিষ্যৎ তৈরি করতে না পারে, নতুন জ্ঞানের পথ মসৃণ না করতে পারে, তখন তা আর বিশ্ববিদ্যালয় থাকে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ক্লাস শুরু হয় ২০১৬ সালের ডিসেম্বর মাসে। যাঁদের মধ্যে চারুকলা বিভাগ বাদে সব বিভাগেরই স্নাতকোত্তর শেষ হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও একই শিক্ষাবর্ষে ৮০ শতাংশ বিভাগের স্নাতকোত্তর শেষ। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই শিক্ষাবর্ষে ক্লাস শুরু হয় ২০১৭ সালের ৯ মার্চ। এর মধ্যে সাংবাদিকতা ও আইন বিভাগ ছাড়া অন্য কোনো বিভাগে এখনো স্নাতকোত্তর পরীক্ষা শুরু করতে পারেনি। ২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয় গত বছরের ৭ সেপ্টেম্বর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওই একই শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয় ৫ মাস পর চলতি বছরের ৩১ জানুয়ারি।

এর আগে ২০২০-২১ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয় ২০২২ সালের ১ জানুয়ারি। ওই একই শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস শুরু হয় ২০২২ সালের ৯ মার্চ। অনলাইনে ক্লাস শুরুর বিষয়ে প্রশাসন কারণ হিসেবে দেখিয়েছিল নির্মাণাধীন হল উদ্বোধন করে আস বরাদ্দ দিয়ে সশরীর ক্লাস শুরু হবে। যদিও অনলাইনে দুই মাস ক্লাস করার পর ওই ব্যাচের সশরীর ক্লাস শুরু হয়; তখনো তাঁদের ঠাঁই মেলে গণরুমে। তাঁদের মধ্যে এখনো অনেকেই গণরুমে থাকেন।

জাহাঙ্গীরনগরের শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতিতে প্রতিবছর দেরিতে ক্লাস শুরু হয়। এটা একধরনের ‘অপসংস্কৃতিতে’ পরিণত হয়েছে। এতে অন্য বিশ্ববিদ্যালয় থেকে পিছিয়ে পড়ছেন তাঁরা। তৈরি হচ্ছে সেশনজট।

বিশ্ববিদ্যালয় শিক্ষক মঞ্চের আহ্বায়ক দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আমরা যেখানে চেষ্টা করছি সেশনজট কমানোর, সেখানে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীরা শুরুতেই পিছিয়ে পড়ছে। ভর্তি পরীক্ষার পর ক্লাস দেরিতে শুরু করার কোনো কারণ দেখি না। এটা শুধুই প্রশাসনের গাফিলতি ছাড়া কিছু না।’

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নূরুল আলমের কার্যালয়ে গত রবি ও সোমবার সশরীর যোগাযোগ করা হলে তিনি শিক্ষক পদোন্নতি বোর্ডের সভায় আছেন বলে জানান তাঁর ব্যক্তিগত সহকারী। পরে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
prothom alo




prothom alo
  • 13 October 2023
University of Liberal Arts Bangladesh
event

ইউল্যাবে মার্কেটিং কেস প্রতিযোগিতা ‘আইডিয়া হান্টার্স’ ২৬ অক্টোবর

ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কেটিং কেস প্রতিযোগিতা 'আইডিয়া হান্টার্স ৩.০'।  ইউল্যাব ডিজিটাল মার্কেটিং ক্লাব এ প্রতিযোগিতার আয়োজন করেছে।  প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য অনলাইন নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া ইউল্যাবের ক্যাম্পাসে আইডিয়া হান্টার্সের বুথে সরাসরি নিবন্ধন করা যাচ্ছে।

এ প্রতিযোগিতার আহ্বায়ক ও ইউল্যাব ডিজিটাল মার্কেটিং ক্লাবের প্রেসিডেন্ট মুনতাসির কাদির জানান, বাংলাদেশের যেকোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইডিয়া হান্টার্স ৩.০ এ অংশগ্রহণের সুযোগ পাবে। মার্কেটিং কেস প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বাস্তব জীবনের মার্কেটিং কেস সমাধান বিষয়ক গুরুত্বপূর্ণ ধারণা পাবেন অংশগ্রহণকারীরা। 

নিবন্ধন প্রক্রিয়ায় সর্বোচ্চ ৩ জনের একটি দল তৈরি করতে হবে। এ দলটি একটি পরিমান ফি দিয়ে নিবন্ধন করবে। শিক্ষার্থীদের সুবিধার্থে প্রাতিষ্ঠানিক বাধা অতিক্রম করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বন্ধুদের একই সাথে অংশগ্রহণের সুযোগ রয়েছে।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস এর ডিজিটাল মার্কেটিং ক্লাবের (ইউডিএমসি) উদ্যোগে এবং স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিটেড এর সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে ‘আইডিয়া হান্টার্স এর তৃতীয় আসর। আইডিয়া হান্টার্স ৩.০ একটি আন্তঃ বিশ্ববিদ্যালয় মার্কেটিং কেস প্রতিযোগিতা। তিন ধাপের এই প্রতিযোগিতার উদ্বোধনী পর্ব আগামী ২৬শে অক্টোবর অনুষ্ঠিত হবে।
the daily campus


the daily campus
  • 11 October 2023
East West University
event

মুট কোর্ট প্রতিযোগিতায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কৃতিত্ব

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ১৪তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট-কোর্ট প্রতিযোগিতা, বাংলাদেশ জাতীয় রাউন্ড ২০২৩ এর রানার-আপ হবার কৃতিত্ব অর্জন করেছে।

আন্তর্জাতিক রেড-ক্রস কমিটি ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি’র) যৌথ আয়োজনে গত ৫ থেকে ৭ অক্টোবর আইইউবি ক্যাম্পাসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩০টি দল অংশগ্রহণ করে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দলে আরকেএম রবিন আহমেদ, তানজিলা ইসলাম, এবং সায়মা হক অংশ নেন। তাঁদের সাথে কোচ হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সিনিয়র লেকচারার, নাদিয়া রহমান। প্রতিযোগিতার ফাইনালে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতার ফাইনালে বিচারক হিসেবে ছিলেন হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি, বিচারপতি নাইমা হায়দার, এবং বিচারপতি খিজির আহমেদ চৌধুরী সেইসাথে অব. ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ সাজ্জাদ সিদ্দিক।

উল্লেখ্য যে প্রতি বছর দুটি শীর্ষ দল হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতার আন্তর্জাতিক রাউন্ডে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এই অসামান্য অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দলকে অভিনন্দন জানিয়েছেন।
the daily campus


the daily campus
  • 11 October 2023
Noakhali Science & Technology University
News

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেয়াদে উপাচার্য হলেন দিদার-উল-আলম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেয়াদে উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. দিদার-উল-আলম। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। নিয়োগের তারিখ থেকে চার বছরের জন্য তাঁকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

অধ্যাপক মো. দিদার-উল-আলম এর আগে ২০১৯ সালের ১৬ জুন প্রথম মেয়াদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দেন। গত ১৫ জুলাই তিনি তাঁর চার বছরের মেয়াদ শেষে কর্মস্থল ত্যাগ করেন। মেয়াদ শেষ হওয়ার আগ থেকেই তাঁর একই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে দ্বিতীয় মেয়াদে নিয়োগ হওয়ার সম্ভাবনার বিষয়টি আলোচনায় ছিল।

অধ্যাপক মো. দিদার-উল-আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক থাকার সময় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছিলেন। এরই মধ্যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেছেন।

অধ্যাপক দিদার-উল-আলম দ্বিতীয় মেয়াদে উপাচার্য হিসেবে নিয়োগ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। আজ দুপুরে প্রথম আলোকে তিনি বলেন, রাষ্ট্রপতির আদেশক্রমে আজ রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।

জানতে চাইলে দ্বিতীয় মেয়াদে উপাচার্য পদে নিয়োগ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন অধ্যাপক দিদার-উল-আলম। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, তিনি ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশে রওনা হয়েছেন। আজ তিনি কর্মস্থলে যোগ দেবেন।


Prothom Alo
  • 14 August 2023