Loading...
News

Campus Updates

Jessore University of Science & Technology
Events

যবিপ্রবিতে রসায়ন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) রসায়ন বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে 'রসায়ন নিয়ে গড়বো দেশ, বিজ্ঞান ও প্রযুক্তির বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) যবিপ্রবি'র ৪র্থ সমাবর্তন উপলক্ষ্যে রসায়ন বিভাগ কর্তৃক আয়োজিত পুনর্মিলন অনুষ্ঠানে দশ সদস্য বিশিষ্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান শেষে প্রীতি ভোজের আয়োজন করা হয়।

রসায়ন বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী নাজমুল হোসাইন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন।  যুগ্ম আহ্বায়ক একই ব্যাচের লোকমান হোসেন এবং সদস্য সচিব ৪র্থ ব্যাচের শিক্ষার্থী মোঃ আল আমিন হোসাইন। 

অন্যান্য সদস্যরা হলেন, ২য় ব্যাচের শিক্ষার্থী মোঃ ইসমাইল ও রজনী আক্তার মুন্নি, ৩য় ব্যাচের শিক্ষার্থী মোঃ শাকিল আহাম্মেদ ও মোঃ জাহিদ হাসান,৪র্থ ব্যাচের শিক্ষার্থী মোঃ নাজমুল ইসলাম, ৫ম ব্যাচের শিক্ষার্থী তামান্না ইসলাম ও রবিউল ইসলাম।

 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো: কোরবান আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমন চদ্ৰ মোহন্ত,সহকারী অধ্যাপক ড. কে. এম. আনিস-উল-হক,সহকারী অধ্যাপক ড. জান্নাতুল কাউসার,সহকারী অধ্যাপক তুহিনুর রহমান জয় ও প্রভাষক ইসরাত জাহান।

 © The Daily Campus


Desk Report
  • 19 February 2023
BGMEA University of Fashion & Technology(BUFT)
Admission

ফ্যাশন বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শেষ ২ মার্চ, পরীক্ষা ৪ মার্চ

২০২৩ শিক্ষাবর্ষে একবছরমেয়াদি স্নাতকোত্তরসহ বিভিন্ন কোর্সে ভর্তি নিচ্ছে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)। আগ্রহীরা ২ মার্চ ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।

যেসব কোর্সে আবেদন চলছে: ব্যাচেলর অফ অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট (এএমএম), পোশাক উৎপাদন ও প্রযুক্তিতে (এএমটি) বিএসসি, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে (CSE) বিএসসি, (অনার্স) ইংরেজিতে  বিএ, পরিবেশ বিজ্ঞানে (ES) বিএসসি, ব্যাচেলর অফ ফ্যাশন স্টাডিজ (BFS), ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজিতে (FDT) বিএসসি, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (IE) বিএসসি, নিটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ (KE) বিএসসি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ (TE) বিএসসি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টে (TEM) বিএসসি, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ), ফ্যাশন ডিজাইনে এমএসসি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ এমএসসি।

এছাড়া রয়েছে নিটওয়্যার মার্চেন্ডাইজিং, নিওয়্যার গার্মেন্ট মার্চেন্ডাইজিং ও সোয়েটার মার্চেন্ডাইজিংয়ে একবছর মেয়াদি স্নাতকোত্তর ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স।

আবেদন ফি : এসএসসি এবং এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ও পরিবেশ বিজ্ঞাননে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য ৫০% ফি ছাড় দেয়া হয়েছে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।


Admin
  • 18 February 2023
Rabindra Maitree University
Tour

শ্রেণিকক্ষে পাঠের বাস্তব অভিজ্ঞতা নিতে ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে শিক্ষার্থীরা

শ্রেণিকক্ষে পাঠের বাস্তব অভিজ্ঞতা নিতে ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের আয়োজন করেছে কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিভাগটির উদ্যোগে প্রথম ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয়েছে, কুষ্টিয়ার বিসিক শিল্প নগরীতে অবস্থিত বিআরবি কেবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এই ইন্ডাস্ট্রিয়াল ট্যুর পরিচালনা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের বিবিএ এবং এমবিএ প্রগ্রামের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা এই প্রায়োগিক অনুশীলনে অংশগ্রহণ করেন।

বিভাগটির শিক্ষক মোফরাদ হোসেন আলিন্দ বলেন, মূলত শ্রেণিকক্ষের বাইরে শিক্ষার্থীদের একাউন্টিং ইনফরমেশন সিস্টেম, প্রডাকশন এবং ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং মার্কেটিং স্ট্রাটেজি সম্পর্কে ধারণা দেয়াই এই ট্যুরের মূল উদ্দেশ্য ছিল।

এসময় উপস্থিত ছিলেন বিভাগের বিভাগীয় প্রধান এমদাদুল হক, অনুষদ সদস্য মোফরাদ হোসেন, মোসা. তাসলিমা খানম, জাহিদ হাসান, ফাহিমা আকতারসহ বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা ইমাম মেহেদী।

বিআরবি কেবলস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন গণসংযোগ কর্মকর্তা কামরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের আনুষ্ঠানিকতা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী এবং বিআরবি কেবলস লিমিটেডের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। উভয় পক্ষের বক্তারা পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেন এবং দেশ ও জাতি গঠনের কাজে সামগ্রিকভাবে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

© The daily campus


The daily campus
  • 18 February 2023
Atish Dipankar University of Science & Technology
Events

বর্ণাঢ্য আয়োজনে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র ফার্মেসী বিভাগের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মাঠে এ বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। 

সরেজমিনে দেখা যায়, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে মুখরিত হয়ে উঠেছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ক্যাম্পাস। উৎসব উপলক্ষে আনন্দে মেতে উঠেছেন সকলে। বসন্তের আমেজে নিজেদের সাজিয়েছেন বাহারি রঙের পোশাকে। অনেকেই নিজেদের পরিবারের সদস্যদেরসহও অংশ নিয়েছেন উৎসবে। 

দিনব্যাপী এ উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বসন্ত মেলারও আয়োজন করা হয়। মেলা উপলক্ষে ক্যাম্পাস প্রাঙ্গণে নানা ধরণের খাবার সামগ্রী যেমন-  পিঠা-পুলি, পায়েস, ফুচকা, ঝালমুড়ি, পানি পুড়ির পসরা বসে। অপরদিকে, অনুষ্ঠান মঞ্চে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় বিভিন্ন রকমের খেলাধুলা। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ বসন্ত বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য প্রফেসর ড. এম শাহীন খান, জনাব সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, জনাব সুলতানা পারভীন, জনাব সেলিনা বেগম, রেজিস্ট্রার জনাব মো: আব্দুল কাইউম সরদার, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো: কামরান চৌধুরী, ফার্মেসী বিভাগের এডভাইজর প্রফেসর ড. মো: আসলাম হোসেন, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান আসমা কবিরসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কোঅর্ডিনেটর, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ অনুসারে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে অনুমোদন পাওয়ার পর ১৮ আগস্ট ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের প্রথম নারী উপাচার্য অধ্যাপক আনোয়ারা বেগম ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য।


Admin
  • 16 February 2023
Bangladesh Agricultural University
সাফল্য

বাকৃবির সমাবর্তনে শান্তা পেলেন দুই পদক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অষ্টম সমাবর্তনে স্বর্ণপদক পেয়েছেন বদরুন্নেছা শান্তা। একই সঙ্গে স্নাতক পর্যায়ে প্রথম শ্রেণিতে প্রথম হওয়ায় পেয়েছেন বিশেষ সম্মাননাও। রোববার (১২ জানুয়ারি) তার হাতে স্বর্ণপদক তুলে দেন সমাবর্তনের অতিথিরা। 

জানা যায়, ২০১৬-১৭ সেশনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কীটতত্ত্ব বিভাগে ভর্তি হন বদরুন্নেছা শান্তা। পড়ালেখায় মনোযোগি এই ছাত্রী কৃষি অনুষদে তার ব্যাচে সর্বোচ্চ সিজিপিএ পেয়ে স্নাতক পাশ করে রাষ্ট্রপতি স্বর্ণপদকের জন্য মনোনীত হন। 

অথচ ২০১৬-১৭ সেশনে যখন ভর্তি হয়েছিলেন তখন বাকৃবির পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে অনেক কষ্ট হয়েছিল তার। এ নিয়ে নিজের সঙ্গে যদ্ধ করেছেন তিনি। এভাবে অল্পদিনেই বাকৃবির পরিবেশকে নিজের করে নিয়েছেন। একসঙ্গে স্বর্ণপদক ও বিশেষ সম্মাননা পেয়ে শান্তা ভুলে গেছেন তার কষ্টের দিনগুলোর কথা। এখন তার স্বপ্ন ছাত্রজীবন শেষ করে দেশের কৃষি ও কৃষকদের উন্নয়নে কাজ করা।

স্বর্ণপদক প্রসঙ্গে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন শান্তা। তিনি বলেন, স্নাতক পর্যায়ে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে রাষ্ট্রপতি স্বর্ণপদকের জন্য নির্বাচিত হয়েছি। কৃষি অনুষদে আমার ব্যাচে সর্বোচ্চ সিজিপিএ অর্জনের সুবাদেও পাচ্ছি পুরস্কার। অনেক দিন পর সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে। স্নাতক শেষ করেই সঙ্গে সঙ্গে সমাবর্তন পাচ্ছি বলে আমার আনন্দটা আরও বেশি।

বাকৃবি সমন্ধে শান্তা বলেন, আমাদের ক্যাম্পাস খুব সুন্দর হলেও শুরুতে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে আমার খুব কষ্ট হয়েছে। নানা প্রতিকূল পরিবেশে পড়ালেখা চালিয়ে গেছি। প্রচণ্ড শীতেও অনেক সময় বাইরে বসে পড়তে হয়েছে। তবু ভালো ফল ধরে রাখতে আমি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। ক্লাসে অনুপস্থিত ছিলাম না এক দিনও। এখন লিখতে বসে পরীক্ষার আগের নির্ঘুম রাতগুলোর কথাও মনে পড়ছে।

শান্তা বলেন, আজকের এ অবস্থানের পেছনে আমার মা-বাবার অবদান অপরিসীম। শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা। তাঁরা সাহায্য না করলে আমি প্রতিকূলতা পেরোতে পারতাম না। তাঁরা ছিলেন বলেই ক্যাম্পাসজীবন উপভোগ করতে পেরেছি। অনেক স্মৃতি ছড়িয়ে আছে এই প্রাণের প্রাঙ্গণে। এখন কীটতত্ত্ব বিভাগে স্নাতকোত্তর করছি। ভবিষ্যতে নতুন নতুন গবেষণা করে দেশের কৃষি ও কৃষকদের উন্নয়নে কাজ করতে চাই।

প্রসঙ্গত, বাকৃবির এবারের সমাববর্তনে ৬ হাজার ৫২২ জন গ্রাজুয়েটের মধ্যে স্নাতক পর্যায়ে ১৮ জন ও স্নাতকোত্তর পর্যায়ে ২০৪ জন পেয়েছেন স্বর্ণপদক। স্নাতক পর্যায়ে প্রথম শ্রেণিতে প্রথম হওয়ায় আরও ৪৯ জন পেয়েছেন বিশেষ সম্মাননা। 


টিডিসি রিপোর্ট
  • 16 February 2023
National University
News

ই-মেইল আইডি পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৫ লাখ শিক্ষার্থী

গুগল ওয়ার্কস্পেইস ফর এডুকেশনের আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের ৩৫ লাখ শিক্ষার্থী পাচ্ছেন অফিসিয়াল ই-মেইল আইডি। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) প্রাথমিক পর্যায়ে অফিসিয়াল ই-মেইল আইডি প্রদান সংক্রান্ত কার্যক্রমের উদ্বোধনী করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে স্নাতক (সম্মান) শ্রেণির ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ৩ লাখ ২৯ হাজার ৮৬ জন শিক্ষার্থীকে অফিসিয়াল ই-মেইল আইডি প্রদান করা হয়। পর্যায়ক্রমে সকল শিক্ষার্থীকে ইউনিক অফিসিয়াল ই-মেইল আইডি প্রদান করা হবে।

গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে একাডেমিক ভবনের ভার্চুয়াল রুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা অফিসিয়াল ই-মেইল আইডির মাধ্যমে পাঠগ্রহণে নতুন দিগন্তের উন্মোচন করতে পারবে। এর ফলে তারা আনলিমিডেট স্টোরেজ পাবে। এখানে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা গ্রহণে তারা অফিসিয়াল যোগাযোগ যেমন করতে পারবে।

আরও পড়ুন: প্রাতিষ্ঠানিক ই-মেইল আইডি পাচ্ছেন ঢাবি শিক্ষার্থীরা

তিনি আরও বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ টেক্সট, ডকুমেন্টস, ডিজিটাল কনটেন্ট সংরক্ষণে অনেক বড় সুযোগ পাবে। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে যোগাযোগও অনেক বেশি সহজ হবে। অ্যাকাডেমিক পাঠগ্রহণেও এই অফিসিয়াল ই-মেইল আইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ 

শুধু শিক্ষার্থী নয়, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেরও এই অফিসিয়াল ই-মেইল আইডি প্রদান করা হয়েছে। উদ্বোধনের দিন সারদেশের অধিভুক্ত কলেজের ৩৮ হাজার ৮১৭জন শিক্ষক, ২ হাজার ২৪২টি কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮৪৬জন কর্মকর্তা-কর্মচারী ও ৭৪জন শিক্ষককে অফিসিয়াল ই-মেইল আইডি প্রদান করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি (আইসিটি) দপ্তরের পরিচালক মো. মুমিনুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং অফিসিয়াল ই-মেইল আইডি প্রদান নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।  


Admin
  • 16 February 2023