Loading...
News

Campus Updates

University of Chittagong
news

চবির বন্ধের দিনে ট্রেনের শিডিউল বাড়ানোর দাবি

চলমান হরতাল-অবরোধ পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগে সাপ্তাহিক ছুটির দিনেও (শুক্র-শনিবার) চলছে পরীক্ষা। এ অবস্থায় শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বন্ধের দিন চবির শাটল ট্রেনের শিডিউল বাড়ানোর দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর সাংবাদিক সমিতির দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আজহার স্বাক্ষরিত এক স্মারকলিপিতে এ দাবি জানান সংগঠনটির নেতারা। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক ইমাম ইমু, অর্থ,  ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রোকনুজ্জামানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়েছে, পূর্ণ আবাসন ব্যবস্থা না থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৮ হাজার শিক্ষার্থীর প্রায় ৭০ শতাংশই ক্যাম্পাসের বাইরে ও শহরে অবস্থান করেন। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেন। দেশের চলমান হরতাল-অবরোধ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগের পরীক্ষা শুক্র-শনিবার অর্থাৎ বন্ধের দিন অনুষ্ঠিত হচ্ছে। সেশনজট নিরসনে বিভাগ কর্তৃপক্ষের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা।

এতে আরও উল্লেখ করা হয়, চবি সাংবাদিক সমিতি মনে করে, এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরও করণীয় রয়েছে। পরীক্ষার কারণে বন্ধের দিনগুলোতে বেশ চাপ থাকে শাটল ট্রেনে। তাই পরীক্ষার্থীদের ভোগান্তি লাঘবে বন্ধের দিন সকাল-বিকেল কমপক্ষে আরও দুই জোড়া শাটল ট্রেন চালু করা হোক।
the daily campus


the daily campus
  • 14 November 2023
Manarat International University
news

মানারাত ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগের নবীনবরণ

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগের নবীনবরণ এবং জাতীয় পর্যায়ের প্রথিতযশা শিক্ষাবিদ ও ইসলামিক ব্যক্তিত্বদের নিয়ে "ইসলামিক স্টাডিজ ইন হায়ার এডুকেশন : চ্যালেঞ্জেস অ্যান্ড সলিউশন্স ফ্রম বাংলাদেশ পার্সপেক্টিভস" (ইসলাম শিক্ষায় উচ্চশিক্ষা : বাংলাদেশের প্রেক্ষিতে সংকট ও সমাধান) শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের সভাকক্ষে এ নবীনবরণ ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মডারেটর ছিলেন স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ।
 
প্যানেল আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, উত্তর বাড্ডা কামিল মাদরাসার প্রিন্সিপাল ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ জহিরুল ইসলাম, জাগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল্লাহ প্রমুখ।  

এতে প্রধান অতিথি প্রফেসর ড. মুহাম্মদ আবদুছ ছবুর খান ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান উল্লেখ করে বলেন, পৃিথবীতে যত ধর্ম, দেশ, জাতি কিংবা সভ্যতা আছে সবগুলোর মূলনীতি এক। তা হলো, মিথ্যা কথা বলা যাবে না, কাজে ফাঁকি দেয়া যাবে না, কাউকে ঠকানো যাবে না, অন্যের সম্পদ আত্মসাৎ করা যাবে না- ইত্যাদি ইত্যাদি। এগুলো হলো নৈতিকতার শিক্ষা। এ শিক্ষাই দিচ্ছে মানারাতের ইসলামিক স্টাডিজ বিভাগ। 

মানারাতের এ বিভাগে এক ঝাঁক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক রয়েছে জানিয়ে নবাগত ছাত্র-ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন,  তোমরাও ভবিষ্যতে একেক জন ইসলামিক গবেষক হবে। মানারাত বিশ্ববিদ্যালয়ের দূত হয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। এটাই আমাদের প্রত্যশা। 

অনুষ্ঠানে প্যনেল আলোচকবৃন্দ বাংলাদেশে উচ্চশিক্ষা ক্ষেত্রে ইসলামিক স্টাডিজ বিষয়ে পড়াশোনার সুযোগ এবং এর সংকট, সমাধান ও সম্ভাবনা নিয়ে বিস্তর আলোচনা করেন। 

ইসলামিক স্টাডিজ বিভাগের কোঅর্ডিনেটর ড. মো. রুহুল আমীনের স্বাগত বক্তৃতার মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন মোঃ মাহবুব আলম, রেজিস্ট্রার ড. মো.  মোয়াজ্জম হোসেন, কন্ট্রোলার অব এক্সামিনেশন্স ও অ্যাডমিশন অ্যান্ড পাবলিক রিলেশন্সের ভারপ্রাপ্ত পরিচালক এ. এইচ. এম. আবু সাঈদ, সিজিইডির কোঅর্ডিনেটর ড. মুহাম্মাদ আবুল কালাম আজাদ প্রমুখ। 

অনুষ্ঠানে ইসলামিক স্টাডিজ বিভাগের পক্ষ থেকে প্রথিতযশা শিক্ষাবিদ ও ইসলামিক ব্যক্তিত্বদের ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া নবাগত ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। সব শেষে ইসলামিক স্টাডিজ বিভাগের যে সব ছাত্র-ছাত্রী বিগত পরীক্ষাগুলোতে ভালো ফলাফল করেছেন এবং বিভাগের উন্নয়ন ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাদেরকে পুরস্কৃত করা হয়।
the daily campus


the daily campus
  • 13 November 2023
Uttara University
news

উত্তরা বিশ্ববিদ্যালয়ে দক্ষিণ এশিয়ার প্রথম হেলথ হিউম্যানিটিজ ল্যাব উদ্বোধন কাল

উত্তরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বাংলা বিভাগে আগামীকাল সোমবার (১৩ নভেম্বর) উদ্বোধন হবে দক্ষিণ এশিয়ার প্রথম হেলথ হিউম্যানিটিজ ল্যাব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. আহমেদুল কবীর। আজ রবিবার (১২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্বাস্থ্য অধিদফতরের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম প্রফেসর ডা. রোবেদ আমিন, এএমজেড হসপিটালের সিনিয়র কনসালটেন্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ সায়েম।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইয়াসমিন আরা লেখা। উদ্বোধনী আয়োজনে হেলথ হিউম্যানিটিজ ও মেডিক্যাল হিউম্যানিটিজ বিষয়ে কি-নোট স্পিকার হিসেবে থাকবেন বাংলা বিভাগের শিক্ষক এবং মেডিক্যাল হিউম্যানিটিজ ও ট্রমা স্টাডিজ গবেষক ফারাহ বিনতে বশির দোলন। এতে সভাপতিত্ব করবেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সামজীর আহমেদ।

১৯৪৮ সালে জর্জ সার্টন ও ফ্রান্স সাইগেল নামে দুইজন বিখ্যাত ব্যক্তি মেডিকেল হিউম্যানিটিজ এই টার্মের প্রচলন করেন। 

১৯৬৭ সালে যুক্তরাষ্ট্রের পেনিসিলভিনিয়া স্টেট ইউনিভার্সিটিজ কলেজ অফ মেডিসিন সর্বপ্রথম ডিপার্টমেন্ট অফ হিউম্যানিটিজ নামে একটি মানবিকীবিদ্যা বিভাগ চালু করে। চিকিৎসা বিজ্ঞান পড়ানো হয় এমন একটি কলেজে হিউম্যানিটিজ বা মানবিকীবিদ্যার সংযোজনের বিষয়টি ছিল এক বিস্ময়। এই বিভাগের মূল উদ্দেশ্য ছিলো চিকিৎকদের আরও সহানুভূতিপ্রবণ, ভালো শ্রোতা ও মানবিক করে তোলা।

হেলথ হিউম্যানিটিজ এমার্জিং একটি ডিসিপ্লিন এবং ইউরোপে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই ডিসিপ্লিনের বিভাগ বা সেন্টার রয়েছে। দক্ষিণ এশিয়ায় ভারত, শ্রীলঙ্কার কিছু গবেষক মেডিকেল হিউম্যানিটিজ বিষয়ে কাজ করছেন।

বাংলাদেশে চিকিৎসা বিজ্ঞান, শিক্ষক ছাড়াও পাবলিক হেলথের ছাত্র, শিক্ষক, মানবিকী বিদ্যার ছাত্র শিক্ষকেরা মেডিকেল হিউম্যানিটিজ নিয়ে কাজ করতে পারবেন। চিকিৎসা গ্রহণকারী এবং চিকিৎসা প্রদানকারী উভয়েরই এই থেরাপিউটিক টুলস দ্বারা উপকৃত হবার সুযোগ রয়েছে। 
the daily campus


the daily campus
  • 13 November 2023
North South University
news

কিউএস র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষে এনএসইউ

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৪-এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। এশিয়াজুড়ে ৮৫৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এনএসইউ ১৯১তম স্থান অর্জন করেছে।

 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই অর্জনে সন্তোষ প্রকাশ করে এনএসইউর উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, ‘এই স্বীকৃতি পেয়ে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি। এটি আমাদের শিক্ষক, কর্মী এবং শিক্ষার্থীদের নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের প্রমাণ।’

 

বাংলাদেশের মোট ২৫টি বিশ্ববিদ্যালয় এশিয়া ইউনিভার্সিটি ক্যাটাগরিতে তালিকাভুক্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এনএসইউর আগে অবস্থান করছে। এই মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়কে অভিনন্দন জানিয়েছেন এনএসইউ উপাচার্য।
prothom alo


prothom alo
  • 12 November 2023
Asian University of Bangladesh
news

অর্থনীতি বিভাগের ইকোনমিস্ট কর্নার পরিদর্শন করলেন এইউবি উপাচার্য

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর অর্থনীতি বিভাগের ইকোনমিস্ট কর্নার পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. শাহজাহান খান। বুধবার (৮ নভেম্বর) আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে তিনি ইকোনমিস্ট কর্নার পরিদর্শন।

ইকোনমিস্ট কর্নার পরিদর্শনকালে এই সুন্দর উদ‍্যোগের জন‍্য উপাচার্য অর্থনীতি বিভাগ ও বিভাগের শিক্ষার্থীদের বিশেষ ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীদেরকে শুধু ক্লাসরুমে নয়, ক্যাম্পাসে ঢোকার পর থেকেই যেন তারা শিক্ষার পরিবেশ পায় সেভাবেই কাজ করছে এইউবি’র প্রতিটি বিভাগ। তারা যেন করিডোরে হাঁটতে গিয়েও কিছু শিখতে পারে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামীতে এই বিভাগ থেকে আরও বেশি বেশি দক্ষ ও যোগ্য গ্র্যাজুয়েট বের হবে।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান রবিউল করিম মৃদুল এবং বিভাগের অন‍্যান‍্য ফ‍্যাকাল্টিবৃন্দ।

ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বলেন, অর্থনীতির জনক যারা তাদের নিয়ে এই ইকোনমিস্ট কর্নারটি শিক্ষার্থীদের জন্য বেশ কাজে আসবে। ভবিষ্যতে আরও এমন নান্দনিক উপস্থাপনা অব্যাহত রাখবে অর্থনীতি বিভাগ এটাই আমাদের প্রত্যাশা।

অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান রবিউল করিম মৃদুল বলেন, এইউবি অর্থনীতি বিভাগের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। এই বিভাগের এলামনাইগণ সরকারি-বেসরকারি পর্যায়ে এবং বিদেশেও ভালো ভালো অবস্থানে কর্মরত আছে। তারই ধারাবাহিকতায় মেধাবী ও যোগ্য ইকনোমিস্ট গড়ে তোলার লক্ষ্যে বিভাগটিকে আরও বেশি শিক্ষার্থী বান্ধব করে গড়ে তোলার সর্বোচ্চ প্রচেষ্টা চলছে।
the daily campus


the daily campus
  • 11 November 2023
Comilla University
news

১৮টি পথ নাটক করবে ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’

কুমিল্লা জেলার মুরাদনগর ও চান্দিনা উপজেলায় ১৮টি পথ নাটক প্রদর্শন করবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র নাট্যসংগঠন ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’। এ বিষয়ে রামরো-সিসিডিএ এর সিমসের সাথে ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’-এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
the daily campus


the daily campus
  • 09 November 2023