এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর অর্থনীতি বিভাগের ইকোনমিস্ট কর্নার পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. শাহজাহান খান। বুধবার (৮ নভেম্বর) আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে তিনি ইকোনমিস্ট কর্নার পরিদর্শন।
ইকোনমিস্ট কর্নার পরিদর্শনকালে এই সুন্দর উদ্যোগের জন্য উপাচার্য অর্থনীতি বিভাগ ও বিভাগের শিক্ষার্থীদের বিশেষ ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীদেরকে শুধু ক্লাসরুমে নয়, ক্যাম্পাসে ঢোকার পর থেকেই যেন তারা শিক্ষার পরিবেশ পায় সেভাবেই কাজ করছে এইউবি’র প্রতিটি বিভাগ। তারা যেন করিডোরে হাঁটতে গিয়েও কিছু শিখতে পারে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামীতে এই বিভাগ থেকে আরও বেশি বেশি দক্ষ ও যোগ্য গ্র্যাজুয়েট বের হবে।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান রবিউল করিম মৃদুল এবং বিভাগের অন্যান্য ফ্যাকাল্টিবৃন্দ।
ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বলেন, অর্থনীতির জনক যারা তাদের নিয়ে এই ইকোনমিস্ট কর্নারটি শিক্ষার্থীদের জন্য বেশ কাজে আসবে। ভবিষ্যতে আরও এমন নান্দনিক উপস্থাপনা অব্যাহত রাখবে অর্থনীতি বিভাগ এটাই আমাদের প্রত্যাশা।
অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান রবিউল করিম মৃদুল বলেন, এইউবি অর্থনীতি বিভাগের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। এই বিভাগের এলামনাইগণ সরকারি-বেসরকারি পর্যায়ে এবং বিদেশেও ভালো ভালো অবস্থানে কর্মরত আছে। তারই ধারাবাহিকতায় মেধাবী ও যোগ্য ইকনোমিস্ট গড়ে তোলার লক্ষ্যে বিভাগটিকে আরও বেশি শিক্ষার্থী বান্ধব করে গড়ে তোলার সর্বোচ্চ প্রচেষ্টা চলছে।
the daily campus