এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের পক্ষ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে এশিয়ান ইউনিভার্সিটি পরিবার। রবিবার (২৬ মার্চ) সকালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রবিউল করিম মৃদুল, জনসংযোগ বিভাগের উপ পরিচালক বদিউর রহমান সোহেল, বাংলা বিভাগের প্রভাষক নিয়াম ঠাকুরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এ সময় উপস্থিত এইউবি সহকারি প্রক্টর রবিউল করিম মৃদুল বলেন, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ বরাবরই জাতীয় দিবসসমূহে নানা আয়োজন করে থাকে। আজকেও মহান স্বাধীনতা দিবসে ছাত্র-শিক্ষক কর্মকর্তা-কর্মচারী সবাইকে নিয়ে আমরা স্মৃতিসৌধ এসেছি জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে। এইউবি সবসময়ই তার শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।
এসময় এইউবি জনসংযোগ বিভাগের উপ পরিচালক বদিউর রহমান সোহেল বলেন, এইউবি প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান এম সাদেক দেশপ্রেমের নজির হিসেবেই এই বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছেন। এইউবি প্রতিষ্ঠার পর থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে বাংলাদেশের জন্য তথা সারাবিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে যোগ্য ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলছে। আগামী দিনেও দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে এগিয়ে যাবে এইউবি।
courtesy:the daily campus