স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে সোমবার (২৭ মার্চ) আলোচনা সভার আয়োজন করেছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা  প্রফেসর ড.আবুল হাসান মুহাম্মদ সাদেক। 

তিনি বলেন, স্বাধীনতার সুফল ভোগ করতে হলে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে বর্তমান উন্নয়নের রোল মডেলের সাথে তাল মিলিয়ে এগিযে যেতে হবে। ছাত্র শিক্ষক কর্মজীবি আমরা প্রত্যেকেই আমাদের যার যার জায়গা থেকে কাজ করতে হবে। 
 
মূল আলোচনায় এইউবি ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুল ইসলাম মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, সেই উন্নয়নের অগ্রযাত্রাকে তরান্বিত করতে আমাদের সবাইকে সামগ্রিক কর্মকান্ডে অংশগ্রহন করতে হবে।