Loading...
News

Campus Updates

American International University-Bangladesh
news

এআইইউবিতে হতে যাচ্ছে এপিকিউএন একাডেমিক কনফারেন্স

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)-তে আগামী ২-৪ নভেম্বর, ৩ দিনব্যাপী এশিয়া প্যাসিফিক কোয়ালিটি নেটওয়ার্ক (এপিকিউএন) একাডেমিক কনফারেন্স-২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কনফারেন্সে বিভিন্ন বিষয়ে ২৭টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।

গত ২০ বছর ধরে এপিকিউএন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উচ্চশিক্ষার মান উন্নয়নে কাজ করছে। এরই ধারাবাহিকতায় এপিকিউএন কনফারেন্স ২০২৩ প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কনফারেন্সে ১৫টি দেশের খ্যাতনামা শিক্ষাবিদ ও গবেষকগণ অংশগ্রহন করতে যাচ্ছেন। 

এই সম্মেলনে ৪ জন মূল বক্তা হিসাবে উপস্থিত থাকবেন। তারা হলেন, ইউরোপিয়ান কোয়ালিটি অ্যাসুরেন্সের প্রেসিডেন্ট স্টিফেন লউইক, সিএইচইএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জান ফ্রিস, আইএনকিউএএএইচই এর বোর্ড অব ডিরেক্টর প্রফেসর ড. ওলগুন সিসেক এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ। 
 
কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এম.পি। এছাড়াও অতিথি হিসেবে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান, এপিকিউএন এর বোর্ড সদস্যবৃন্দ বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্যবৃন্দ এবং এআইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ ও শিক্ষকগণ ৩ দিনের এই কনফারেন্সে অংশগ্রহন করবেন।
the daily campus


the daily campus
  • 02 November 2023
Jagannath University
news

জবির বিবাহিত ছাত্রীদের হল ছাড়ার নোটিশ হাইকোর্টে স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে বিবাহিত ছাত্রীরা আবাসিক সিট না পাওয়া সংক্রান্ত নোটিশ স্থগিত করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের যৌথ হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
the daily campus


the daily campus
  • 01 November 2023
Stamford University Bangladesh
news

অবরোধে সকল কার্যক্রম চালাবে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা দলগুলোর দেওয়া সারাদেশে তিন দিনের সর্বাত্মক অবরোধেও স্বাভাবিক নিয়মে চলবে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। তবে কিছু বিশেষ ক্ষেত্রে কিছু কার্যক্রম অনলাইনে করা হবে।

তবে পরিস্থিতি বেশি বেগতিক হলে হরতাল বা অবরোধে যদি কোন পরীক্ষা বন্ধ থাকে তাহলে সেই পরীক্ষা গুলো শুক্রবার বা শনিবার নেওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে একইদিনে ২ টা পরীক্ষাও হতে পারে। এর জন্য শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত থাকতে বলেছে প্রশাসন।

এই বিষয়ে স্টামফোর্ড প্রশাসন জানায় যে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সকল কার্যক্রম আগের মত করে শুরু হবে।
the daily campus


the daily campus
  • 01 November 2023
Green University of Bangladesh
event

ব্যাপক অনুবাদ ছাড়া বাংলার বৈশ্বিক মর্যাদা অর্জন অসম্ভব: সেলিনা হোসেন

বাংলাকে বৈশ্বিক রূপ দিতে এ ভাষার সাহিত্য ব্যাপকভাবে অন্যান্য ভাষায় অনুবাদ করা দরকার বলে মত দিয়েছেন নন্দিত কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এজন্য বাংলা একাডেমির পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসারও আহ্বান জানান স্বাধীনতা পদকজয়ী এ লেখিকা। আজ সোমবার গ্রিন ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

সেলিনা হোসেন বলেন, আমরা শুধু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছি। কিন্তু যদি বাংলা ভাষায় লেখা গল্প উপন্যাস অন্যান্য ভাষায় অনুবাদ করা না হয় তাহলে এ সম্পর্কে বিশ্বের অন্য ভাষাভাষী মানুষ জানতে পারবে না। বিভিন্ন দেশের মানুষের জানার জন্য অনুবাদ প্রয়োজন। অনুবাদ না হলে বাংলাকে কেবল একটা দিবসেই আটকে থাকবে। 

তরুণদের দেশের জন্য সমাজের জন্য কাজ করার আহ্বান জানিয়ে এ লেখক বলেন, তোমাদের পাশের মানুষ যদি খারাপ থাকে, দরিদ্র হয় তাহলে তাকে সাহায্য করার মধ্য দিয়ে তাকে নিয়ে ভালো থাকলেই জীবন স্বার্থক হবে। তোমরা যদি তোমাদের মানবিক বোধকে, মানবিক দর্শনকে অন্যের মাঝে সঞ্চারিত করে আলোকিত করতে পার তাহলেই জীবন স্বার্থক হবে। আজকের এ আয়োজন মহান হবে। 

গ্রিন ইউনিভার্সিটিতে ‘বন্ধুসভার জয়যাত্রা ও সাংস্কৃতিক দুপুর’ শিরোনামের এ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্তু উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ। 

সাবেক উপাচার্য ও বর্তমানে গ্রিন বিজনেস স্কুলের ডিস্টিংগুইশড প্রফেসর ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কে. এম. ওয়াজেদ কবির, ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড স্যোশাল সাইন্সেসের ডিন অধ্যাপক ড. মোঃ শহীদুল্লাহ, ফ্যাকাল্টি অব ল এর ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, জার্নালিজম ও মিডিয়া কমিউনিকেশন বিভাগের চেয়ারপার্সন ড. অলিউর রহমান, প্রক্টর ড. মো. মেহেদী হাসান, ক্লাবের মডারেটর সরোজ মেহেদী প্রমুখ উপস্থিত ছিলেন।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাচের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর অতিথিকে ফুলের তোড়া, উত্তরীয় ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেয়া হয়। 

উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, আমাদের আমাদের ভাষা দক্ষতা অন্য প্রাণী থেকে আলাদা করেছে। কিন্তু আমরা যে ভাষায় কথা বলছি যে ভাষাটা বুঝে বা না বুঝে জগাখিচুড়ি করে ফেলছি। বাংলার মধ্যে শুধু ইংরেজি মিশিয়ে দিচ্ছি। এতে ভাষার মর্যাদা খর্ব হচ্ছে। আমাদের উচিৎ ভাষা ব্যবহারের ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিৎ করা। 

তিনি বলেন, সারা বিশ্বে আজকে বড় বড় যুদ্ধ চলছে। আমাদের দেশও যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে। কিন্তু মানুষ হিসেবে শান্তি ও অহিংসার যে বার্তা সেটাই হলো আমাদের মূল বার্তা। আমরা অহিংস তখনই হবো যখন প্রকৃতির কাছাকাছি যাবো। গল্প উপন্যাস কবিতা আমাদের প্রকৃতির কাছাকাছি নিয়ে যায়। সেলিনা হোসেনের লেখায় সেসব প্রকৃতির বর্ণনা পাওয়া যায়। 

তিনি তরুণদের বেশি বেশি পাঠে মনোযোগী হওয়ার আহ্বান জানান। আলোচনা পর্ব শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

courtesy : the daily campus


the daily campus
  • 31 October 2023
International Islamic University Chittagong
news

আইএসইউতে মিট ইউর মেন্টর অনুষ্ঠিত

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মহাখালী ক্যাম্পাসে সোমবার বিকেলে অনুষ্ঠিত হলো "মিট ইউর মেন্টর" অনুষ্ঠান ।আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে এবারের আয়োজনে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট এবং নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ।

তরুণদের উদ্দেশ্যে আব্দুল মাতলুব আহমাদ বলেন, "তোমাদের প্রতি পরামর্শ হচ্ছে, চাকরির জন্য বসে না থেকে ছোট ছোট দলে ভাগ হয়ে ব্যবসায় ঢুকে পড়। কেননা চাকরিপ্রার্থীর অনুপাতে বর্তমানে দেশে চাকরির সংখ্যা অনেক কম। একদিন  আসবে যখন বাজারে নতুন চাকরি থাকবেই না। তরুণদের উচিত, এখন থেকেই মানসিকভাবে প্রস্তুতি নেয়া যে চাকরির আশায় বেকার না থেকে ছোট শিল্প গড়ে তুলব"। 

তিনি আরো বলেন, "এসএমই খাতকে উৎসাহিত করার জন্য সরকারের ফান্ডে হাজার কোটি টাকা পড়ে আছে, তরুনদেরকে এই সুযোগ লুফে নিতে হবে। যেহেতু এখন ডিজিটাল বাংলাদেশের যুগ চলছে, কয়েকজন উদ্যোক্তা তাদের অর্থ একত্রিত করে প্রথমে ছোটখাট ব্যবসা, বিশেষ করে ইন্টারনেট বা আইটি লাইনে অর্থ বিনিয়োগ করতে পারে। আইসিটি খাতে বিনিয়োগের জন্য অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এখন ঋন দিতে প্রস্তুত। একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণদেরকেই এগিয়ে আসতে হবে। উন্নত জাতি গঠনে তরুণ উদ্যোক্তাদের কোন বিকল্প নেই।"

"মিট ইউর মেন্টর" ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ব্যবসা ক্ষেত্রে সফল ব্যক্তিদের উপস্থাপন করা হয় । তুলে ধরা হয় তাঁদের জীবনের সফলতার গল্প । চতুর্থ শিল্প-বিপ্লবের প্রতিযোগিতামূলক এ বিশ্বে শিক্ষার্থীরা নিজেদের ক্যারিয়ারে কীভাবে সফল হতে পারে সেসব দিকনির্দেশনা প্রদান করেন আমন্ত্রিত অতিথি। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) রেজিস্ট্রার মোঃ ফাইজুল্লাহ কৌশিক, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলীসহ বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 
the daily campus


the daily campus
  • 25 October 2023
Eastern University
news

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘রেজাকুল হায়দার হল’ উদ্বোধন

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘রেজাকুল হায়দার হল’এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বোর্ড অব ট্রাস্টিজের প্রয়াত চেয়ারম্যান ও সদস্য রেজাকুল হায়দারের নামে শনিবার (২১ অক্টোবর) দুপুরে ফিতা কেটে ‘রেজাকুল হায়দার হল’ এর নামফলক উন্মোচন করেন তাঁর স্ত্রী সফুরা হায়দার এবং তাঁর ছেলে, ইস্টার্ন ইউনিভার্সিটির সাবেক ছাত্র আকবর হায়দার মুন্না।

অনুষ্ঠানে বক্তারা রেজাকুল হায়দারের বর্ণাঢ্য কর্মময় জীবনের বর্ণনা দেন। অতিথিরা বলেন, রেজাকুল হায়দার ছিলেন অনন্য এক মানুষ। তাঁর দীর্ঘ কর্মজীবনে ইস্টার্ন ইউনিভার্সিটিসহ বহু প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। সেসব প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন কয়েক হাজার মানুষের। ইস্টার্ন ইউনিভার্সিটির বিদ্যমান সেমিনার হলটি পর্যাপ্ত ডেকোরেশন এবং প্রয়োজনীয় সাউন্ড সিস্টেম সংযোজন করে এদিন তাঁর নামে উদ্বোধন করা হয় নতুন আঙ্গিকে।
 
ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার ড. আবুল বাশার খান। শুভেচ্ছা বক্তব্য দেন ট্রেজারার অধ্যাপক শামসুল হুদা। বিশেষ অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান মোহাম্মদ আলী আজ্জম।

অনুষ্ঠানে উদ্বোধক দুই অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন বিওটি চেয়ারম্যান ও উপাচার্য। পরে কেক কাটা হয়। এ সময় গান পরিবেশন করেন ইউনিভার্সিটির জনসংযোগ পরিচালক ও নকশীকাঁথা ব্যান্ডের ভোকালিস্ট সাজেদ ফাতেমী। অনুষ্ঠান উপস্থাপনা করেন অ্যাডমিশন বিভাগের পরিচালক ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নাজলা ফাতমী।
the daily campus


the daily campus
  • 22 October 2023