বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা দলগুলোর দেওয়া সারাদেশে তিন দিনের সর্বাত্মক অবরোধেও স্বাভাবিক নিয়মে চলবে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। তবে কিছু বিশেষ ক্ষেত্রে কিছু কার্যক্রম অনলাইনে করা হবে।
তবে পরিস্থিতি বেশি বেগতিক হলে হরতাল বা অবরোধে যদি কোন পরীক্ষা বন্ধ থাকে তাহলে সেই পরীক্ষা গুলো শুক্রবার বা শনিবার নেওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে একইদিনে ২ টা পরীক্ষাও হতে পারে। এর জন্য শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত থাকতে বলেছে প্রশাসন।
এই বিষয়ে স্টামফোর্ড প্রশাসন জানায় যে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সকল কার্যক্রম আগের মত করে শুরু হবে।
the daily campus