ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘রেজাকুল হায়দার হল’এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বোর্ড অব ট্রাস্টিজের প্রয়াত চেয়ারম্যান ও সদস্য রেজাকুল হায়দারের নামে শনিবার (২১ অক্টোবর) দুপুরে ফিতা কেটে ‘রেজাকুল হায়দার হল’ এর নামফলক উন্মোচন করেন তাঁর স্ত্রী সফুরা হায়দার এবং তাঁর ছেলে, ইস্টার্ন ইউনিভার্সিটির সাবেক ছাত্র আকবর হায়দার মুন্না।
অনুষ্ঠানে বক্তারা রেজাকুল হায়দারের বর্ণাঢ্য কর্মময় জীবনের বর্ণনা দেন। অতিথিরা বলেন, রেজাকুল হায়দার ছিলেন অনন্য এক মানুষ। তাঁর দীর্ঘ কর্মজীবনে ইস্টার্ন ইউনিভার্সিটিসহ বহু প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। সেসব প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন কয়েক হাজার মানুষের। ইস্টার্ন ইউনিভার্সিটির বিদ্যমান সেমিনার হলটি পর্যাপ্ত ডেকোরেশন এবং প্রয়োজনীয় সাউন্ড সিস্টেম সংযোজন করে এদিন তাঁর নামে উদ্বোধন করা হয় নতুন আঙ্গিকে।
ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার ড. আবুল বাশার খান। শুভেচ্ছা বক্তব্য দেন ট্রেজারার অধ্যাপক শামসুল হুদা। বিশেষ অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান মোহাম্মদ আলী আজ্জম।
অনুষ্ঠানে উদ্বোধক দুই অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন বিওটি চেয়ারম্যান ও উপাচার্য। পরে কেক কাটা হয়। এ সময় গান পরিবেশন করেন ইউনিভার্সিটির জনসংযোগ পরিচালক ও নকশীকাঁথা ব্যান্ডের ভোকালিস্ট সাজেদ ফাতেমী। অনুষ্ঠান উপস্থাপনা করেন অ্যাডমিশন বিভাগের পরিচালক ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নাজলা ফাতমী।
the daily campus