Loading...
News

Campus Updates

Sonargaon University
event

সোনারগাঁও ইউনিভার্সিটিতে চলছে উদ্যোক্তা মেলা

সোনারগাঁও ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। উদ্যোক্ত হতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ‘স্মার্ট উদ্যোক্তা, স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে এ মেলার উদ্বোধন করা হয়। শুক্রবার (১০ মার্চ) এ মেলার উদ্বোধন করেন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজ প্রকৌশলী আব্দুল আজিজ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল বাশার, উপ-উপাচার্য প্রফেসর শামীম আরা হাসান, প্রাক্তন ট্রেজারার ও ব্যবসায় প্রশাসনের প্রফেসর মো: আল-আমিন মোল্লা, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর আবুল কালাম, রেজিস্ট্রার এস, এম, নূরুল হুদা।

এ ছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা মেলায় উপস্থিত ছিলেন। পরে ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজ প্রকৌশলী আব্দুল আজিজ মেলার স্টলগুলো ঘুরে দেখেন।

বিচিত্র পণ্যের সম্ভার নিয়ে মেলায় ৫০টিরও অধীক স্টলে শিক্ষার্থীরা তাদের নিজেদের আইডিয়া থেকে তৈরিকৃত বিভিন্ন পণ্যসামগ্রী প্রদর্শন করেন। স্বপ্ন রঙীন, শতমূলীর শত সম্ভার, দি এনসিয়েন্ট, আসেন চা খাই, বন্ধু পিঠা ঘর, কেক ফেয়ারী সারাহ, সেভেন সার্কেল, মম ডাইনাস্টি, এলমন্ড শপিং জোন নামের এ সব স্টলে মজাদার সব কেক, ফুচকা, চা, শীতের পিঠার স্টল, হালাল ফলের স্টল, ফাস্ট ফুডের স্টল, পোশাক ও চুড়ির স্টল এবং টেকনোলজির ওপর নানান আইডিয়াসমৃদ্ধ স্টল।

ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর আবুল কালাম বলেন, আমরা প্রতি বছর মেলার আয়োজন করে থাকি। প্রতিবারের মতো এবারও মেলার সমাপনীতে সেরা তিন স্টলসহ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে। মেলা চলবে আগামীকাল রোববার পর্যন্ত।

©  Courtesy: The daily Campus


the daily campus
  • 13 March 2023
Presidency University
Events

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘স্বেচ্ছা রক্তদান কর্মসূচি’ পালিত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে সোস্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে ‘স্বেচ্ছা রক্তদান কর্মসূচি’র আয়োজন করা হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ মুনিরুজ্জামান। 

এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির এডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ আনিসুর রহমান, রেজিস্ট্রার মোঃ রুহুল আমিন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. আবুল লাইস এম. এস. হক, স্কুল অব বিজনেস ডিপার্টমেন্টের চেয়ারম্যান মোঃ মুজাক্কীরুল হুদা, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. মোঃ সুলতানুল ইসলাম, ইংলিশ ডিপার্টমেন্টের চেয়ারম্যান মোঃ হাবিবুল্লাহ।

সোশ্যাল সার্ভিসেস ক্লাবের এডভাইজার ও স্কুল অব বিজনেসের সহযোগী অধ্যাপক রফিকুল হক এবং কো-এডভাইজার ও ইলেক্ট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন, এডমিশন এন্ড প্রমোশন ডিপার্টমেন্টের হেড মোঃ আব্দুল গাফফার, অফিস অব দ্যা স্টুডেন্টস এফেয়ার্স এন্ড ক্যারিয়ার সার্ভিসেস এর হেড মোহাম্মদ মঞ্জুরুল হক খান, সোশ্যাল সার্ভিসেস ক্লাব এর কো-এডভাইজার নাদিয়া বিনতে আসিফ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
 
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর সহযোগিতায় আয়োজিত উক্ত স্বেচ্ছা রক্তদান কর্মসূচিতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিপুল সংখ্যক শিক্ষক- শিক্ষিকা, কর্মকর্তা- কর্মচারী ও ছাত্র- ছাত্রীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।

উল্লেখ্য, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সোস্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী, পথশিশু ও বৃদ্ধদের মাঝে বস্ত্র, শীতার্তদের মাঝে  শীতবস্ত্র বিতরণ ও চক্ষু শিবিরসহ সারাবছর বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকে। তারই ফলশ্রুতিতে ২০১৮ সালে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অন্যতম সেরা রক্তদাতা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কতৃক সম্মাননা অর্জন করে।


The daily campus
  • 04 March 2023
Ranada Prasad Shaha University
Events

আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত

আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে ‘স্প্রিং -২০২৩’ সেমিস্টারে নবাগত শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। 

আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ের সবুজ মনোরম ক্যাম্পাস এবং শিক্ষার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন অধ্যাপক ড. মো. আবু তাহের।

আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ের ‘স্প্রিং -২০২৩’ শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজ বিজ্ঞান অনুষদ ডিন অধ্যাপক ড. রবিউল হোসেইন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রবীন্দ্র নাথ শীল নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য প্রদান করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক জনাব এ কে জুনায়েদ আহমেদ।

নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের পদচারণায় পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে উঠে। আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরবৃন্দ উৎসবমুখর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক জনাব মো. আসাদুজ্জামান।


The daily campus
  • 27 February 2023
Independent University, Bangladesh
Exam

আইইউবির ভর্তি পরীক্ষা ১১ মার্চ, ক্লাস শুরু ২৮ মে

২০২৩ শিক্ষাবর্ষের সামার সেশনের আন্ডার গ্রেজুয়েট প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। আগ্রহীরা ৮ মার্চ বিকাল ৩টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

যেসব কোর্সে আবেদন করা যাবে: 

১। ব্যবসা এবং উদ্যোক্তা স্কুল ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ)

হিসাববিজ্ঞান
অর্থায়ন
সাধারণ ব্যবস্থাপনা
মানব সম্পদ ব্যবস্থাপনা (HRM)
মার্কেটিং
ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (MIS)
আন্তর্জাতিক ব্যবসা

২। বিজ্ঞান ব্যাচেলর (বিএসসি)

অর্থনীতি

৩। স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি অ্যান্ড সায়েন্স (B.Sc.)

কম্পিউটার প্রকৌশল
কম্পিউটার বিজ্ঞান
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং
ইলেকট্রনিক ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
অংক
পদার্থবিদ্যা

৪। স্কুল অফ এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সেস

এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট
মাইক্রোবায়োলজি
বায়োকেমিস্ট্রি এবং বায়োটেকনোলজি
স্কুল অফ লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস

৫। সামাজিক বিজ্ঞান ব্যাচেলর (BSS)

মিডিয়া ও কমিউনিকেশন
নৃতত্ত্ব
সমাজবিজ্ঞান
গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্নেন্স (জিএসজি)
এলএলবি (অনার্স)

৬। ব্যাচেলর অফ আর্টস (বিএ)

ইংরেজি সাহিত্য
ইংরেজি ভাষা শিক্ষা (ELT)

৭। ফার্মেসি এবং পাবলিক হেলথ স্কুল

ব্যাচেলর অফ ফার্মেসি (BPharm)

আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা অনলােইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে

আবেদনের শেষ সময়: ৮ মার্চ ২০২৩, বিকাল ৩টা পর্যন্ত

ভর্তি পরীক্ষা: ১১ মার্চ ২০২৩ (সকাল ১০ টা ৩০)

ক্লাস শুরু: ২৮ মে ২০২৩ (রবিবার)
©The daily campus


The daily campus
  • 25 February 2023
BGC Trust University Bangladesh
Events

হাল্ট প্রাইজ আয়োজনে প্রস্তুত বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি

স্টার্ট আপ বিজনেস শুরু করার জন্য ‘হাল্ট প্রাইজ’ একটি অন্যতম মাধ্যম। যুব সমাজকে অর্থনৈতিক এবং সামাজিকভাবে উদ্যোগী হিসেবে গড়ে তুলতে হাল্ট প্রাইজ পৃথিবী জুড়ে বিখ্যাত। এটি ‘শিক্ষার্থীদের নোবেল পুরস্কার’ হিসেবে খ্যাত। হাল্ট প্রাইজ বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সঙ্গে বেশ কিছু বছর ধরে জড়িয়ে রয়েছে। প্রতিবারের মতো চলতি বছরও বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের আয়োজন করা হবে। 

গত ১৭ ফেব্রুয়ারি অনলাইন জুম মিটিংয়ের মাধ্যমে একটি সেশনের আয়োজন করা হয়৷ সেশনে উপস্থিত ছিলেন হাল্ট প্রাইজের রিজিওনাল স্পেশালিস্ট এবং হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের মার্কেটিং কো-অর্ডিনেট কানন শাহ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হেড অফ দ্যা জাজ কো অডিনেটর হাল্ট প্রাইজ ও হেড অব পাবিলিক রিলেশন অফ নিউজ পেপার অলিম্পিয়াড আরিফুল ইসলাম ভূঁইয়া। এছাড়াও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর হাল্ট প্রাইজের অর্গানাইজিং কমিটির সদস্যরা এই সেশনে অংশগ্রহণ করেন। 

সেশনে কানন শাহ এবং আরিফুল ইসলাম ভূঁইয়া অর্গানাইজিং কমিটির সদস্যদের এবং পার্টিসিপ্যান্টদের জন্য অনেক গুরুত্বপূর্ণ গাইডলাইন দেন। এবং তারা তাদের  হাল্ট প্রাইজের দীর্ঘ যাত্রা সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন। 

অন-ক্যাম্পাস ডিরেক্টর রক্তিম চৌধুরী কমিটির সদস্যদের সাহায্যে এই সেশনের আয়োজন করেন এবং ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর মোহাম্মদ রিগাল এই সেশনটি সুন্দরভাবে সম্পন্ন করেন। সম্মানিত ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার এবং এডভাইজর মোহাম্মদ ইমরান চৌধুরীর গাইডলাইনে এই সুন্দর সেশনটি আয়োজন করা হয়। অতিথিদের আলোচনা শেষে কমিটির সদস্যরা তাদের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন করার মাধ্যমে সেশনের শেষ হয়।

আয়োজকরা জানান, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ হাল্ট প্রাইজের টিম রেজিস্ট্রেশন শুরু হয়েছে। যা আগামীকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে। পিস সাবমিশন এর মাধ্যমে এবার অন ক্যাম্পাস চ্যাম্পিয়ন টিম রিজিওনাল রাউন্ডে অংশগ্রহণ করবে। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির এই আয়োজনে এবার মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দ্যা ডেইলি ক্যাম্পাস।

উল্লেখ্য, হাল্ট প্রাইজকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায় উদ্যোগ প্রতিযোগিতা, যা প্রতি বছর বিশ্বের ১২০-এর অধিক দেশের ২০০০-এর অধিক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়ে থাকে। ২০১০ সাল থেকে প্রতি বছর জাতিসংঘ ও বিল ক্লিনটন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রতিযোগিতাটি হয়ে আসছে যা মূলত বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশ সংক্রান্ত সমস্যাকে একটি টেকসই ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে সমাধান করার চেষ্টা করে।

©The daily campus


The daily campus
  • 22 February 2023
International University of Business Agriculture & Technology
Job Fair

আইইউবিএটি ক্যারিয়ার ফেস্টিভ্যাল ২৩ ফেব্রুয়ারি

রাজধানীর উত্তরার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আইইউবিএটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্টিভ্যাল। তরুণ চাকরিপ্রত্যাশীদের স্বপ্নের প্রতিষ্ঠানে চাকরির সুযোগ করে দিতে এ আয়োজন করা হয়েছে।

আগামী বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী চলবে এ আয়োজন।

দেশি-বিদেশি মোট ১০১টি প্রতিষ্ঠান প্রায় ৮ শতাধিক পদে যোগ্য প্রার্থী খুঁজে নিতে অংশ নেবে এই আয়োজনে। সারা দেশের চাকরিপ্রত্যাশীদের জন্য উন্মুক্ত থাকছে এ আয়োজন। এ সময় কিছু প্রতিষ্ঠান সরাসরি জীবনবৃত্তান্ত সংগ্রহ, বাছাই ও সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবেন।

ফেস্টিভ্যালে চাকরিপ্রার্থীরা দেশের নামীদামি কোম্পানি ও প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাদের প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা সম্পর্কে জ্ঞান লাভ করে সে অনুযায়ী নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করতে পারবেন।

আইইউবিএটির প্লেসমেন্ট অফিসের আয়োজনে অনুষ্ঠিতব্য ন্যাশনাল ক্যারিয়ার ফেস্টিভ্যাল-২০২৩ পাওয়ার্ড বাই টিসিএল গ্লোবাল। সহযোগী পার্টনার হিসেবে থাকছে ডেইলি স্টার ও কমিউনিটি পার্টনার ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট বিডি। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সময় টিভি ও কালের কণ্ঠ।

দেশে দক্ষ মানবসম্পদ গড়ার লক্ষ্যে শিক্ষাবিদ এম আলিমউল্যা মিয়ান ১৯৯১ সালে আইইউবিএটি প্রতিষ্ঠা করেন। ঢাকার উত্তরার ১০ নম্বর সেক্টরে ২০ বিঘা জমিতে স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম পরিচালিত হচ্ছে।


Admin
  • 20 February 2023