২০২৩ শিক্ষাবর্ষের সামার সেশনের আন্ডার গ্রেজুয়েট প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। আগ্রহীরা ৮ মার্চ বিকাল ৩টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

যেসব কোর্সে আবেদন করা যাবে: 

১। ব্যবসা এবং উদ্যোক্তা স্কুল ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ)

হিসাববিজ্ঞান
অর্থায়ন
সাধারণ ব্যবস্থাপনা
মানব সম্পদ ব্যবস্থাপনা (HRM)
মার্কেটিং
ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (MIS)
আন্তর্জাতিক ব্যবসা

২। বিজ্ঞান ব্যাচেলর (বিএসসি)

অর্থনীতি

৩। স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি অ্যান্ড সায়েন্স (B.Sc.)

কম্পিউটার প্রকৌশল
কম্পিউটার বিজ্ঞান
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং
ইলেকট্রনিক ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
অংক
পদার্থবিদ্যা

৪। স্কুল অফ এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সেস

এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট
মাইক্রোবায়োলজি
বায়োকেমিস্ট্রি এবং বায়োটেকনোলজি
স্কুল অফ লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস

৫। সামাজিক বিজ্ঞান ব্যাচেলর (BSS)

মিডিয়া ও কমিউনিকেশন
নৃতত্ত্ব
সমাজবিজ্ঞান
গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্নেন্স (জিএসজি)
এলএলবি (অনার্স)

৬। ব্যাচেলর অফ আর্টস (বিএ)

ইংরেজি সাহিত্য
ইংরেজি ভাষা শিক্ষা (ELT)

৭। ফার্মেসি এবং পাবলিক হেলথ স্কুল

ব্যাচেলর অফ ফার্মেসি (BPharm)

আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা অনলােইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে

আবেদনের শেষ সময়: ৮ মার্চ ২০২৩, বিকাল ৩টা পর্যন্ত

ভর্তি পরীক্ষা: ১১ মার্চ ২০২৩ (সকাল ১০ টা ৩০)

ক্লাস শুরু: ২৮ মে ২০২৩ (রবিবার)
©The daily campus