চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ১৫৭ শিক্ষার্থীর মধ্যে ২৭ লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম এবং সভাপতিত্ব করেন চুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি খান আতাউর রহমান সান্টু।