আবেদনের নিয়মাবলি

১. ইতিপূর্বে সাইনআপ করে না থাকলে সাইনআপ বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য প্রদান করে সাইনআপ করুন। সাইনআপ হয়ে গেলে বা আগে সাইনআপ করা থাকলে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন।
২. লগইন করার পর ড্যাশবোর্ডে (Dashboard) ক্লিক করে Apply for Scholarship-এ ক্লিক করতে হবে। এরপর আপনার সব তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
৩. তথ্য পূরণ শেষে সব তথ্য সঠিক থাকলে ‘Submit to Scholarship Section’ বাটনে ক্লিক করে আপনার আবেদনটি সাবমিট করুন। আবেদন সাবমিট না করলে আপনার আবেদনটি বিবেচনা করা হবে না।