Loading...
Notice

উপবৃত্তির আবেদন ২৭ ফেব্রুয়ারি, শিক্ষার্থী নির্বাচন ও তথ্য অন্তর্ভুক্তি যেভাবে


25 February 2023   ||  1 year ago
 

উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা কমিটির মাধ্যমে সফটওয়্যারে নির্ধারিত অপশন ব্যবহার করে ২২ মার্চের মধ্যে আবেদন পাঠাতে হবে।

যেভাবে শিক্ষার্থী নির্বাচন

উপবৃত্তি পেতে কর্মসূচির আওতাভুক্ত শিক্ষার্থীদের আবেদন করতে হবে। দারিদ্র্য ও প্রক্সি মিন্স টেস্টিং যৌথ পদ্ধতির মাধ্যমে প্রাতিষ্ঠানিক পর্যায়ে তথ্য যাচাই–বাছাই এবং একটি বিশেষায়িত সফটওয়্যারের মাধ্যমে উপবৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। শুধু ষষ্ঠ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এ কর্মসূচির আওতায় উপবৃত্তি পাওয়ার আবেদন করতে পারবে। তবে নবম শ্রেণির শিক্ষার্থীরা যারা উপবৃত্তি কর্মসূচির বাইরে থাকা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি পাস করে নতুন ভর্তি হয়েছে, তারা উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে। তবে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে নবম শ্রেণির কোনো শিক্ষার্থী উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে না। শিক্ষার্থী অন্য কোনো সরকারি উৎস থেকে উপবৃত্তি বা অভিভাবক শিক্ষা ভাতা গ্রহণ করলে উপবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। এ ছাড়া শিক্ষা বোর্ড থেকে মেধা বা সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী উপবৃত্তি প্রাপ্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।

উপবৃত্তির আবেদন ২৭ ফেব্রুয়ারি, শিক্ষার্থী নির্বাচন ও তথ্য অন্তর্ভুক্তি যেভাবে
 
প্রথম আলো ফাইল ছবি

শতভাগ উপবৃত্তি কারা পাচ্ছে

দেশের ১০টি উপজেলার ক্ষেত্রে উপবৃত্তির সফটওয়্যারে এন্ট্রি করা সব শিক্ষার্থী উপবৃত্তির জন্য নির্বাচিত হবে। উপজেলাগুলো হলো বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, আলীকদম, কুড়িগ্রামের সদর, চর রাজিবপুর, চিলমারী, উলিপুর ও ভূরুঙ্গামারী, দিনাজপুরের কাহারোল ও খানসামা এবং কিশোরগঞ্জের কুলিয়ারচর।

শিক্ষার্থী নির্বাচন কীভাবে

শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত নীতিমালা ও গাইডলাইন অনুসরণের মাধ্যমে সারা দেশে ষষ্ঠ, নবম ও একাদশ শ্রেণির উপকারভোগী শিক্ষার্থী নির্বাচন করতে হবে। দারিদ্র্য নিরূপণের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ব্যবহৃত প্রশ্নমালার ওপর ভিত্তি করে একটি নমুনা আবেদনপত্রের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের ফরম্যাট প্রকাশ করা হয়েছে।

প্রাতিষ্ঠানিক ও উপজেলা বা মেট্রোপলিটন এলাকার উপদেষ্টা কমিটি শিক্ষার্থীর আবেদনের তথ্যের সত্যতা যাচাই–বাছাই করবে। আবেদনপত্রের তথ্য যাচাই–বাছাই শেষে প্রতিষ্ঠান পর্যায়ে এইচএসপি-এমআইএসে এসব তথ্য এন্ট্রি করতে হবে। তথ্য এন্ট্রির পর প্রতিষ্ঠান থেকেই তথ্য অনলাইনে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাতে হবে।

উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উপবৃত্তির জন্য উপজেলা বা থানায় পাঠানো সব আবেদনপত্র উপজেলা বা মেট্রোপলিটন এলাকার উপদেষ্টা কমিটির বিবেচনার জন্য পেশ করবেন এবং অ্যাডভাইজরি কমিটির অনুমোদন নিয়ে নির্বাচিত শিক্ষার্থীর তথ্য উপজেলা বা থানা থেকে এইচএসপি বা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে পাঠাবেন।

সারা দেশের উপবৃত্তি উপকারভোগী শিক্ষার্থী কেন্দ্রীয়ভাবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট অফিসের এমআইএস সেলের প্রযুক্তিগত সহায়তায় এইচএসপি ইউনিটের মাধ্যমে নির্বাচিত হবেন। লৈঙ্গিক ভিত্তিতে নয়, বরং দারিদ্র্যের ভিত্তিতে উপকারভোগী শিক্ষার্থী নির্বাচন হবে। ফলে, এ প্রক্রিয়ায় নির্বাচিত ছাত্রছাত্রীর সংখ্যা কমবেশি হতে পারে। শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, সাবেক ছিটমহলের বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধার প্রজন্ম যথাযথ যাচাই–বাছাইয়ের পর সরাসরি এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হবে। তবে এ ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ দেওয়া  সনদ বা প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি এমআইএসে সংযুক্ত এবং সংরক্ষণ করতে হবে। সব শিক্ষার্থীর ১৭ সংখ্যার অনলাইন জন্মসনদ থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে।

উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বেতন মওকুফ করা হবে
 
উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বেতন মওকুফ করা হবে
 
ফাইল ছবি প্রথম আলো

নির্দেশনায় আরও বলা হয়েছে, উপবৃত্তির জন্য শিক্ষার্থীর তথ্য এইচএসপি-এমআইএসে এন্ট্রি করলেই উপবৃত্তি পাওয়ার নিশ্চয়তা দেওয়া যায় না। আবেদনকারী শিক্ষার্থী দেওয়া তথ্য এইচএসপি-এমআইএসের মাধ্যমে বিশ্লেষণ করে উপবৃত্তি পাওয়ার জন্য শিক্ষার্থী নির্বাচন করা হয়। প্রাতিষ্ঠানিক পর্যায়ের কমিটি শিক্ষার্থীদের কাছ থেকে প্রাপ্ত আবেদনপত্রের তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই করবে। কমিটির সদস্যরা প্রয়োজনে শিক্ষার্থীর বাড়ি পরিদর্শন করে আবেদনপত্রে দেওয়া তথ্যের সত্যতা যাচাই করবেন। সত্যতা যাচাই শেষে শিক্ষার্থীদের তথ্য এইচএসপি-এমআইএসে এন্ট্রি করে ‘আবেদনপত্রের সব তথ্য সঠিক আছে’ মর্মে একটি প্রত্যয়নপত্র শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠাবেন এবং আবেদনপত্রের হার্ড কপি শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন। তবে প্রতিষ্ঠান পর্যায়ের কমিটিতে উপকারভোগী নির্বাচনে কোনো অসত্য তথ্য দিলে বা অনিয়ম করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ কমিটি প্রয়োজনে যেকোনো সময় সভায় মিলিত হতে পারবে।

উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বেতন মওকুফ

সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের টিউশন ফি বা বেতন মওকুফ থাকবে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনুকূলে স্কিম ডকুমেন্ট মোতাবেক নির্ধারিত হারে টিউশন ফি বা বেতন দেওয়া হবে। উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে কোনোক্রমেই টিউশন ফি বা বেতন আদায় করা যাবে না।

তথ্য অন্তর্ভুক্তি যেভাবে

শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে কয়েক দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো মধ্যে আছে একাধিক শিক্ষার্থীর বিপরীতে একই অ্যাকাউন্ট নম্বর বা মুঠোফোন নম্বর ব্যবহার করা যাবে না, একই অ্যাকাউন্ট নম্বর বা মুঠোফোন নম্বর কেবল একজন শিক্ষার্থীর বিপরীতে ব্যবহার করা যাবে। শিক্ষার্থীর জন্মসনদ নম্বর অবশ্যই ১৭ ডিজিটের হতে হবে। বাবা, মা বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নম্বর (১০ অথবা ১৭ সংখ্যা) অবশ্যই এন্ট্রি করতে হবে। ১৩ সংখ্যার জাতীয় পরিচয়পত্রের ক্ষেত্রে প্রথমে জন্মের বছর বসিয়ে ১৭ সংখ্যায় রূপান্তর করতে হবে। শিক্ষার্থীর উপবৃত্তির টাকা প্রাপ্তির ক্ষেত্রে যেকোনো বৈধ বা সচল অনলাইন ব্যাংক বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। শিক্ষার্থীর অভিভাবক হবেন বাবা বা মা। কেবল মা–বাবার অনুপস্থিতিতে অন্য কোনো ব্যক্তিকে (ভাই বা বোন বা দাদা বা দাদি বা নানা বা নানি) অভিভাবক হিসেবে নির্বাচন করা যাবে। তথ্য এন্ট্রির সময় বাবাকে অভিভাবক নির্বাচিত করলে বাবার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে হবে এবং অভিভাবক ও হিসাবধারীর নাম হিসেবে বাবার নাম এন্ট্রি করতে হবে। অভিভাবক হিসেবে মাকে নির্বাচিত করলে মায়ের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে হবে এবং অভিভাবক ও হিসাবধারীর নাম হিসেবে মায়ের নাম এন্ট্রি করতে হবে। মা–বাবার অনুপস্থিতিতে অন্য কোনো ব্যক্তিকে অভিভাবক নির্বাচিত করলে তাঁর জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে হবে এবং অভিভাবক ও হিসাবধারীর নাম হিসেবে তাঁর নাম এন্ট্রি করতে হবে। স্কুল ব্যাংকিং বা এজেন্ট ব্যাংকিংয়ের ক্ষেত্রে যাঁর নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে, হিসাবধারীর নাম হিসেবে তাঁর নাম এন্ট্রি করতে হবে।
উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বা শিক্ষাপ্রতিষ্ঠানের ইউজার আইডি বা পাসওয়ার্ড ভুলে গেলে বা অন্য কোনো কারণে এইচএসপি-এমআইএসে লগইন করতে না পারলে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে ই–মেইলে ([email protected]) যোগাযোগ করতে হবে।

**আবেদন ফরমের লিংক পেতে এখানে ক্লিক করুন

**উপবৃত্তির আবেদনের বিস্তারিত এখানে দেখুন

 

© Prothom alo

More notices
  • চাকরি ছেড়ে প্রশাসন-পুলিশে যোগ দিলেন শিক্ষা ক্যাডারের ৩ কর্মকর্তা

    চাকরি ছেড়েছেন শিক্ষা ক্যাডারের তিন কর্মকর্তা। প্রশাসন ক্যাডার ও পুলিশ ক্যাডারে চাকরিতে যোগ দেওয়া এই তিন কর্মকর্তা শিক্ষা ক্যাডারের চাকরি ছেড়েছেন। ১৮ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

    অফিস আদেশে বলা হয়েছে, জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের প্রভাষক কাজী রিজওয়ানুল হক চাকরি ছেড়ে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে যোগদান করেছেন। নোয়াখালীর সেনবাগ সরকারি কলেজের প্রভাষক সালাউদ্দিন শাকিল সহকারী পুলিশ সুপার পদে যোগদানের জন্য শিক্ষা ক্যাডারের চাকরি ছেড়েছেন। একইভাবে রাণী ভবানী সরকারি মহিলা কলেজের প্রভাষক রূপ চাঁদ শিক্ষা ক্যাডারের চাকরি ছেড়ে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে যোগ দিয়েছেন। তাঁরা সবাই ৪১তম বিসিএসে নিয়োগ পেয়েছেন।

     

    Courtesy: prothom alo


  • সাউথইস্ট ব্যাংকে চাকরি, এমবিএ/স্নাতকোত্তরে আবেদন

    বেসরকারি সাউথইস্ট ব্যাংক পিএলসি জনবল নিয়োগ দেবে। ব্যাংকটি ‘হেড অব আরএমডি’ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা ২৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
    প্রতিষ্ঠানের নাম: সাউথ ইস্ট ব্যাংক পিএলসি
    পদের নাম: হেড অব আরএমডি
    পদসংখ্যা: নির্ধারিত নয়

    শিক্ষাগত যোগ্যতা: ভালো ফলাফলসহ এমবিএ/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে
    অভিজ্ঞতা: ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে
    বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
    আবেদনের বয়স: নির্ধারিত নয়
    আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

    Courtesy: prothom alo

  • আট ব্যাংক নেবে ৯২২ সিনিয়র অফিসার, মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

    আটটি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সালভিত্তিক ‘সিনিয়র অফিসার (জেনারেল)’–এর ৯২২টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার ৮৬৭ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ১ অক্টোবর শুরু হবে। পরীক্ষা চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবন), মতিঝিল, ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    মৌখিক পরীক্ষার জন্য পৃথকভাবে কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের অবশ্যই নির্ধারিত সময়ে রিপোর্ট করতে হবে। বিলম্বে রিপোর্ট করার কোনো কারণ কর্তৃপক্ষের কাছে গ্রহণযোগ্য হবে না।

    প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত এবং অনলাইন আবেদনে উল্লিখিত তথ্যের সমর্থনে প্রমাণক দলিলাদির মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার আগে মৌখিক পরীক্ষার বোর্ডের সহযোগী সদস্যদের কাছে জমা দিতে হবে।

     

    যেসব কাগজপত্র জমা দিতে হবে

    ১.

    পরিচালক (বিএসসিএস) ও সদস্যসচিব, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা বরাবর ‘সিনিয়র অফিসার (জেনারেল)’  পদে আবেদনের সমর্থনে দলিলাদি জমাদান বিষয়ে প্রার্থীর নিজ স্বাক্ষরযুক্ত নিজ হাতে লিখিত আবেদনপত্র।

    ২.

    সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি।

    ৩.

    সংশ্লিষ্ট পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র।

    ৪.
    আবেদনে উল্লেখিত স্থায়ী ঠিকানার সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কমিশনার কর্তৃক সাম্প্রতিক সময়ে ইস্যুকৃত জাতীয়তা সনদ বা নাগরিক সনদ (বিবাহিত নারী প্রার্থীরা তাঁদের স্বামীর ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন।

    ৫.
    শহীদ মুক্তিযোদ্ধা/বীরঙ্গনার সন্তান কোটার প্রাপ্যতার সপক্ষে প্রমাণক দলিলাদি।

    ৬.
    ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটার প্রাপ্যতার সপক্ষে প্রমাণক দলিলাদি।

    ৭.
    শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের কোটার প্রাপ্যতার সপক্ষে প্রমাণক দলিলাদি।

    ৮.

    চাকরিরত প্রার্থীর নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র।

    মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই লিংকে

     

    Courtesy: prothom alo


  • সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে ৯ম-২০তম গ্রেডে চাকরি, পদ ৭৮

    দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড, গাজীপুরে একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই প্রতিষ্ঠানে ২৩ ক্যাটাগরির পদে ৯ম থেকে ২০তম গ্রেডে অস্থায়ীভাবে ৭৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

    ১.পদের নাম: সহকারী ব্যবস্থাপক (জেনারেল)

    পদসংখ্যা: ৩
    যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
    বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

    ২. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (আইসি)

    পদসংখ্যা: ১
    যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
    বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

    ৩. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (উৎপাদন)

    পদসংখ্যা: ৩
    যোগ্যতা: যন্ত্রকৌশল/তড়িৎ কৌশল/শিল্প উৎপাদন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি
    বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

    ৪. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (এক্সামিনেশন)

    পদসংখ্যা: ১
    যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
    বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

    ৫. পদের নাম: নিরাপত্তা কর্মকর্তা

    পদসংখ্যা: ১
    যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
    বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

    ৬. পদের নাম: অফিসার (জেনারেল)

    পদসংখ্যা: ৩
    যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
    বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

    ৭. পদের নাম: সহকারী কারিগরি কর্মকর্তা (অরিজিনেশন)

    পদসংখ্যা: ১
    যোগ্যতা: ডিপ্লোমা ইন গ্রাফিক আর্টস/প্রিন্টিং টেকনোলজি ডিগ্রিসহ মুদ্রণশিল্পে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

    ৮. পদের নাম: টেকনিশিয়ান (অরিজিনেশন)

    পদসংখ্যা: ১
    যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি/গ্রাফিক আর্টসে ডিপ্লোমা
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    ৯. পদের নাম: টেকনিশিয়ান (গবেষণা ও মান নিয়ন্ত্রণ)

    পদসংখ্যা: ১
    যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    ১০. পদের নাম: টেকনিশিয়ান (মেকানিক্যাল)

    পদসংখ্যা: ২
    যোগ্যতা: এইচএসসি/সমমান পাস এবং ৬ মাস মেয়াদি ট্রেড কোর্স থাকতে হবে।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    ১১. পদের নাম: টেকনিশিয়ান (বিদ্যুৎ)

    পদসংখ্যা: ২
    যোগ্যতা: এইচএসসি/সমমান পাস এবং ৬ মাস মেয়াদি ট্রেড কোর্স থাকতে হবে।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    ১২. পদের নাম: টেকনিশিয়ান (সিভিল)

    পদসংখ্যা: ১
    যোগ্যতা: এইচএসসি/সমমান পাস এবং ৬ মাস মেয়াদি ট্রেড কোর্স থাকতে হবে।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    ১৩. পদের নাম: ডিস্ট্রিবিউটর

    পদসংখ্যা: ৩
    যোগ্যতা: এইচএসসি/সমমান পাস এবং ৬ মাস মেয়াদি ট্রেড কোর্স থাকতে হবে।
    বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

    ১৩. পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান (উৎপাদন নিয়ন্ত্রণ)

    পদসংখ্যা: ৩
    যোগ্যতা: এসএসসি/সমমান পাস।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

    ১৩. পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান (অরিজিনেশন)

    পদসংখ্যা: ৩
    যোগ্যতা: এসএসসি/সমমান পাস।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

    ১৪. পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান (উৎপাদন নিয়ন্ত্রণ)

    পদসংখ্যা: ৩
    যোগ্যতা: এসএসসি/সমমান পাস।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

    ১৫. পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান (অরিজিনেশন)

    পদসংখ্যা: ২
    যোগ্যতা: এসএসসি/সমমান পাস।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

    ১৬. পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান (গবেষণা ও মান)

    পদসংখ্যা: ৫
    যোগ্যতা: এসএসসি/সমমান পাস।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

    ১৭. পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান (মেকানিক্যাল)

    পদসংখ্যা: ৩
    যোগ্যতা: এসএসসি/সমমান পাস।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

    ১৮. পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান (বিদ্যুৎ)

    পদসংখ্যা: ২
    যোগ্যতা: এসএসসি/সমমান পাস।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

    ১৯. পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান (ইউটিলিটি)

    পদসংখ্যা: ২
    যোগ্যতা: এসএসসি/সমমান পাস।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

    ২০. পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান (উৎপাদন)

    পদসংখ্যা: ১৫
    যোগ্যতা: এসএসসি/সমমান পাস।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

    ২১. পদের নাম: জুনিয়র কেয়ারটেকার (পিয়ন)

    পদসংখ্যা: ৯
    যোগ্যতা: এসএসসি/সমমান পাস।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

    ২২. পদের নাম: জুনিয়র কেয়ারটেকার (ক্লিনার)

    পদসংখ্যা: ১০
    যোগ্যতা: এসএসসি/সমমান পাস।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

    ২৩. পদের নাম: জুনিয়র কেয়ারটেকার (মালি)

    পদসংখ্যা: ৩
    যোগ্যতা: এসএসসি/সমমান পাস।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

    আবেদন যেভাবে—

    আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে ।
    আবেদন ফি: ২০০ টাকা
    আবেদনের শেষ সময়: ২১ অক্টোবর, ২০২৪।

     
    Ciurtesy: prothom alo

  • ওয়ান ব্যাংকে চাকরি, স্নাতক পাসে নেবে ৭ জন, অভিজ্ঞতা ছাড়াই আবেদন

    ওয়ান ব্যাংক পিএলসিতে ‘বিজনেস সাপোর্ট অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ব্যক্তিরা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। বিজনেস সাপোর্ট অফিসার পদে কেউ চাকরি পেলে কর্মস্থল হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে।

    প্রতিষ্ঠানের নাম: ওয়ান ব্যাংক পিএলসি।

    বিভাগের নাম: স্ট্র্যাটেজিক অ্যালিয়েন্স-কার্ড বিজনেস।

    পদের নাম: বিজনেস সাপোর্ট অফিসার।

    পদসংখ্যা: ৭ জন।

    শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস হতে হবে। একাডেমিক ক্যারিয়ারে তৃতীয় বিভাগ হলে আবেদন করা যাবে না।

    অভিজ্ঞতা: এক বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।

    বেতন: ২২,০০০ টাকা।

    বয়স: ২৩-৩০ বছর।

    কর্মস্থল: চট্টগ্রাম, ঢাকা, সিলেট।

    আবেদনের নিয়ম: আগ্রহী ব্যক্তিরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য এখানে ক্লিক করুন

     
    Courtesy : prothom alo

  • গাইবান্ধাবাসীর জন্য সরকারি চাকরির সুযোগ, পদ ১০১

    গাইবান্ধা সিভিল সার্জনের কার্যালয় ও এর অধীন বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে ৭ ক্যাটাগরির পদে ১৪ থেকে ১৯তম গ্রেডে মোট ১০১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। শুধু গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন।

    ১. পদের নাম: পরিসংখ্যানবিদ

    পদসংখ্যা: ৪

    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

    বেতন স্কেল: ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

    ২. পদের নাম: কোল্ড চেইন টেকনিশিয়ান

    পদসংখ্যা: ১

    যোগ্যতা: রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে এইচএসসি (ভোকেশনাল) পাস

    বেতন স্কেল: ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)

    ৩. পদের নাম: স্টোরকিপার

    পদসংখ্যা: ৫

    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

    বেতন স্কেল: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

    ৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

    পদসংখ্যা: ২

    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিংসহ ই–মেইল, ফ্যাক্স, ব্রাউজিং ইত্যাদি চালনায় অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় অন্যূন ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

    বেতন স্কেল: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

    ৫. পদের নাম: স্বাস্থ্য সহকারী

    পদসংখ্যা: ৮৭

    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

    বেতন স্কেল: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

    ৬. পদের নাম: ড্রাইভার

    পদসংখ্যা: ১

    যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অধিক অভিজ্ঞতাসম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে।

    বেতন স্কেল: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

    ৭. পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট

    পদসংখ্যা: ২

    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

    বেতন স্কেল: ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকা (গ্রেড–১৯)

    বয়সসীমা

    ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ ও সর্বোচ্চ ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

     

    আবেদন যেভাবে

    আগ্রহী প্রার্থীদের এই (https://csgaiteletalk.com.bd/) ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য (https://file_rangpur.portal.gov.bd/uploads/416c0513_8f71_4e65_a5ce_20182bc43240//66e/662/19e/66e66219ed770488108398.pdf) লিংকে পাওয়া যাবে।

    আবেদন ফি

    অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৬ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৭ নম্বর পদের জন্য ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রি–পেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

    আবেদনের শেষ সময়

    ১৪ অক্টোবর, ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।

     
    Courtesy: prothom alo