Loading...
Notice

এসএসসি পরীক্ষার্থীদের মানতে হবে যেসব নির্দেশনা


22 February 2023   ||  1 year ago
 

এসএসসি পরীক্ষায় বসতে এগুলোসহ একগুচ্ছ নির্দেশনা মানতে হবে পরীক্ষার্থীদের। সেগুলো হলো—

  • পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে।

  • প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।

  • প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

  • পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানপ্রধানের কাছ থেকে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিন দিন আগে সংগ্রহ করবে।

  • শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলোর এনসিটিবির নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে পাওয়া নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে।

  • পরীক্ষার্থীদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

  • পরীক্ষার্থীকে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।

  • প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ডে উল্লেখিত বিষয়গুলো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

  • কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ বিদ্যালয়ে বা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।

  • পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

  • কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে মুঠোফোন আনতে এবং ব্যবহার করতে পারবে না।

  • সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে। ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্র বা ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

  • পরীক্ষার ফলাফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনর্নিরীক্ষার জন্য এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে।

রুটিনে দেখা গেছে, প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর দিনে বাংলা প্রথম পত্র, ২ মে বাংলা দ্বিতীয় পত্র, ৩ মে ইংরেজি প্রথম পত্র, ৭ মে ইংরেজি দ্বিতীয় পত্র, ৯ মে গণিত, ১০ মে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ১১ মে ধর্মশিক্ষার পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ১৪ মে পদার্থবিজ্ঞান, ১৫ মে গার্হস্থ্য বিজ্ঞান, ১৬ মে রসায়ন, ১৭ মে ভূগোল ও পরিবেশ, ১৮ মে জীববিজ্ঞান, ২১ মে বিজ্ঞান, ২২ মে হিসাববিজ্ঞান ও ২৩ মে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পরীক্ষা হবে।

সাধারণত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে ও এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে হতো। কিন্তু করোনার সংক্রমণ পরিস্থিতির কারণে ২০২০ সালের মার্চ থেকে পুরো শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গেছে। পরীক্ষার এ পরিস্থিতি স্বাভাবিক হতে আগামী বছর পর্যন্ত লেগে যেতে পারে।

এসএসসির রুটিন ও শিক্ষার্থীদের জন্য নির্দেশনা দেখতে এখানে ক্লিক করুন

© Prothom Alo

More notices
  • আড়ংয়ে চাকরি, বেতন ছাড়াও আছে নানা সুযোগ

    আড়ং জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

    • পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
      পদসংখ্যা: ১
      যোগ্যতা: ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ম্যানুফ্যাকচারিং, রিটেইল স্টোর, ইঞ্জিনিয়ারিং ফার্ম, পোশাক কারখানা, বুটিক/ফ্যাশন, ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজে (জেনারেটর, ডিজেল ইঞ্জিন) ও ই–কমার্সে  কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ও এয়ার কন্ডিশন রক্ষণাবেক্ষনে দক্ষ হতে হবে। ইলেকট্রিক্যাল অটোক্যাড ও এ–সংক্রান্ত সফটওয়্যারের কাজ জানতে হবে।

    চাকরির ধরন: ফুলটাইম
    কর্মস্থল: ঢাকা
    বেতন: আলোচনা সাপেক্ষে
    সুযোগ–সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা আছে।

    আবেদন যেভাবে

    আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

    আবেদনের শেষ সময়: ১৭ আগস্ট ২০২৪।

     

    Courtesy: prothom alo


  • ডিপিডিসিতে চাকরি, নানা ভাতার পাশাপাশি মূল বেতন ৫১ হাজার প্রথম আলো ডেস্ক

    ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ডিপিডিসি) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি) পদের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে ২২ আগস্ট পর্যন্ত ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।

    • পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি)
      পদসংখ্যা: ৫
      যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিএসই/আইটি/ইসিই/ইটিই বা এ ধরনের বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়। জিপিএ/সিজিপিএ-৫-এর স্কেলে অন্তত ৪.০ এবং ৪-এর স্কেলে অন্তত ৩.০ থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।
      বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক মূল বেতন ৫১,০০০ টাকা। এ ছাড়া মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া (ঢাকায়) এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর এলাকায় ৫০ শতাংশ বাড়িভাড়া, প্রতিবছর ২টি উৎসব বোনাস, বছরে ১টি বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, ছুটি ভাতা, চিকিৎসাসুবিধা ও যাতায়াত ভাতার সুবিধা আছে।

    বয়সসীমা

    আবেদনকারীর বয়স ২০২৪ সালের ৮ আগস্ট সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। ডিপিডিসির কর্মীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৫ বছর।

    চাকরির ধরন: এক বছরের প্রবেশনকালসহ প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিভিত্তিক। ৬০ বছর বয়স পর্যন্ত প্রতি তিন বছর পরপর চুক্তির মেয়াদ নবায়নযোগ্য।

    আবেদন যেভাবে
    আগ্রহী প্রার্থীদের ডিপিডিসির ওয়েবসাইটের এই লিংকে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সাইজের ছবি, স্বাক্ষর এবং এসএসসি ও স্নাতকোত্তর/এমবিএর সনদ/ট্রান্সক্রিপ্টের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। এই লিংকে আবেদনপ্রক্রিয়া জেনে নিতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

    আবেদন ফি
    আবেদন ফি বাবদ ১,৫০০ টাকা নগদ বা রকেটের মাধ্যমে পরিশোধ করতে হবে।

    আবেদনের শেষ সময়: ২২ আগস্ট ২০২৪।

     

    courtesy: prothom alo


  • পাট গবেষণা ইনস্টিটিউটে চাকরি, নবম গ্রেডে পদ ১৩, আবেদন করুন দ্রুত

    বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে (বিজেআরআই) জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামী সোমবার। এই ইনস্টিটিউটে দুই ক্যাটাগরির পদে নবম গ্রেডে ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

    • ১. পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা
      পদসংখ্যা: ১২ (স্থায়ী)
      যোগ্যতা: বিএসসি (কৃষি)/বিএসসি(টেক)/এমএস/এমএসসি ডিগ্রি থাকতে হবে। সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে। বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
      বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ (গ্রেড–৯)

    • ২. পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা
      পদসংখ্যা: ১ (অস্থায়ী)
      যোগ্যতা: বিএসসি (কৃষি)/বিএসসি(টেক)/এমএস/এমএসসি ডিগ্রি থাকতে হবে। সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে। বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
      বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯)

    বয়সসীমা

    ২৯ জুলাই, ২০২৪ তারিখে আবেদনকারীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তান/শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।

    আবেদন যেভাবে
    আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

    আবেদন ফি
    অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ৬০০ টাকা ও টেলিটকের কমিশন চার্জ বাবদ ৬৯ টাকাসহ অফেরতযোগ্য মোট ৬৬৯ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

    আবেদনের শেষ সময়: ২৯ জুলাই ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।

     

    Courtesy: Prothom alo


  • বিদেশি সংস্থায় চাকরি, বছরে বেতন ১৯ লাখ ১৭ হাজার

    হিন্দুকুশ হিমালয় (এইচকেএইচ) অঞ্চলের আটটি আঞ্চলিক সদস্যদেশ নিয়ে গঠিত সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিআইএমওডি) কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি পাবলিকেশন কো–অর্ডিনেশন অফিসার (এডিটর) পদে কর্মী নিয়োগ দেবে। বাংলাদেশি প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

    • পদের নাম: পাবলিকেশন কো-অর্ডিনেশন অফিসার (এডিটর)
      পদসংখ্যা: ১
      যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ পাবলিকেশন কো–অর্ডিনেশন, ইংরেজি ভাষায় পাবলিকেশন, লেখালেখি, কমিউনিকেশন, পাবলিক অ্যাফেয়ার্সে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতাসহ যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। দেশের বাইরে ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

    চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
    কর্মস্থল: আইসিআইএমওডি হেড অফিস, কাঠমান্ডু, নেপাল।
    বেতন: বছরে মোট বেতন ১৬ হাজার ৩২৪ মার্কিন ডলার (১৯ লাখ ১৭ হাজার ২৫২ টাকা প্রায়)।
    সুযোগ–সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সমন্বয় ভাতা, সন্তান/নির্ভরশীল সদস্য ভাতা, স্বাস্থ্য–জীবন–দুর্ঘটনা বিমা, ১৮ বছরের নিচে অন্তত দুই সন্তানের শিক্ষা ভাতা, সিভিয়ারেন্স পে, ছুটি ও ডে–কেয়ারের সুবিধা আছে।

    আবেদন যেভাবে

    আগ্রহী প্রার্থীদের আইসিআইএমওডির ক্যারিয়ার–সংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে লগইন করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

    আবেদনের শেষ সময়: ১৮ আগস্ট ২০২৪ (নেপাল সময়)।

     

    Courtesy: prothom alo


  • মার্কেন্টাইল ব্যাংক নেবে এমটিও, বেতন ৪৬ হাজার, এক বছর পরে ৮২ হাজার টাকা

    বেসরকারি মার্কেন্টাইল ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)’ পদে জনবল নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২১ জুলাই। তবে এ পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে তা নির্ধারিত নয়। আবেদনকারীদের মধ্য থেকে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। নিয়োগ পেলে বাংলাদেশের যেকোনো জায়গায় পদায়ন হতে পারে।

    আবেদনে শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন–ইউজিসি অনুমোদিত যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের ন্যূনতম সিজিপিএ–৪–এর স্কেলে ৩ থাকতে হবে অথবা প্রথম শ্রেণি থাকতে হবে। পরিসংখ্যান, এমবিএ, এমবিএম, অর্থনীতি, ব্যাংকিং, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, পরিসংখ্যানের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন। এসএসসি এবং এইচএসসিতে সিজিপিএ–৫–এর স্কেলে ৪ থাকতে হবে।

    অন্যান্য যোগ্যতা: ইংরেজিতে সাবলীলভাবে চমৎকার আন্তঃব্যক্তিক যোগাযোগ দক্ষতা। কম্পিউটার অফিস ম্যানেজমেন্টে ভালো দক্ষতা। উদ্যোক্তা, উদ্যমী, স্বতঃপ্রণোদিত এবং অত্যন্ত প্রতিযোগিতামূলক ও চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করার মানসিকতা থাকতে হবে।

    আবেদনের বয়সসীমা: এ বছরের ৩০ জুনে আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছর।

    বেতন–ভাতা

    ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) পদটির প্রথম এক বছর প্রবেশনকাল। প্রবেশনকালে মাসে বেতন হবে ৪৬ হাজার টাকা। প্রবেশনকাল শেষে সিনিয়র অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন–ভাতা ও অন্য সুযোগ–সুবিধা মিলবে, তখন পদের নাম হবে ‘এক্সিকিউটিভ অফিসার’। আর এক্সিকিউটিভ অফিসারের বেতন হবে ৮২০০০ টাকা (মাসিক)। এর সঙ্গে ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্য সুযোগ–সুবিধা মিলবে।

    অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

    যেভাবে আবেদন করবেন: আগ্রহীরা আবেদন করতে ও আবেদনের বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

    Courtesy: prothom alo


  • পল্লী উন্নয়ন বোর্ডে ১৮ ক্যাটাগরিতে নিয়োগ, পদ ৩৩৪

    বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে ১৮ ক্যাটাগরির পদে ৩৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

    ১. পদের নাম: হিসাবরক্ষক
    পদসংখ্যা: ১৭৭
    যোগ্যতা: দ্বিতীয় বিভাগসহ বিকম পাস
    বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (১১তম গ্রেড)

    ২. পদের নাম: সহকারী আর্টিস্ট
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: শিল্পকলায় স্নাতক পাস
    বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (১১তম গ্রেড)

    ৩.পদের নাম: স্টোনোগ্রাফার-কাম-কম্পিউটার অপারেটর
    পদসংখ্যা: ৫
    যোগ্যতা: কম্পিউটার ব্যবহারসংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে ৩০ ও ২৫ শব্দ এবং চাকরির এক বছরের অভিজ্ঞতাসহ এইচএসসি পাস হতে হবে।
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (১৩তম গ্রেড)

    ৪. পদের নাম: অফিস সহকারী/উচ্চমান সহকারী
    পদসংখ্যা: ৬
    যোগ্যতা: স্নাতক পাস
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (১৩তম গ্রেড)

    ৫. পদের নাম: গবেষণা অনুসন্ধানকারী
    পদসংখ্যা: ৩
    যোগ্যতা: অর্থনীতি/পরিসংখ্যানসহ স্নাতক পাস
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (১৩তম গ্রেড)

    ৬. পদের নাম: পরিসংখ্যান সহকারী
    পদসংখ্যা: ২
    যোগ্যতা: অর্থনীতি/পরিসংখ্যানসহ স্নাতক পাস
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (১৩তম গ্রেড)

    ৭. পদের নাম: নিরীক্ষা সহকারী
    পদসংখ্যা: ৭
    যোগ্যতা: দ্বিতীয় বিভাগসহ বিকম পাস
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (১৩তম গ্রেড)

    ৮. পদের নাম: হিসাব সহকারী
    পদসংখ্যা: ৩৬
    যোগ্যতা: দ্বিতীয় বিভাগসহ বিকম পাস
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (১৩তম গ্রেড)

    ৯. পদের নাম: ক্যাশিয়ার
    পদসংখ্যা: ২
    যোগ্যতা: দ্বিতীয় বিভাগসহ বিকম পাস
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (১৩তম গ্রেড)

    ১০. পদের নাম: স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর
    পদসংখ্যা: ৭
    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (১৪তম গ্রেড)

    ১১. পদের নাম: প্রশিক্ষক
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাসসহ ট্রেড কোর্সে দুই বছরের সার্টিফিকেট থাকতে হবে।
    বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (১৫তম গ্রেড)

    ১২. পদের নাম: ড্রাফটসম্যান
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: ড্রাফটসম্যানশিপে সার্টিফিকেটসহ এইচএসসি বা সমমান পাস হতে হবে।
    বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (১৫তম গ্রেড)

    ১৩. পদের নাম: অফসেট প্রিন্টিং অপারেটর
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: অপসেট লিথো ইলেকট্রিক স্টেনসিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালনায় দুই বছরের অভিজ্ঞতাসহ বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস হতে হবে।
    বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (১৫তম গ্রেড)

    ১৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
    পদসংখ্যা: ৩০
    যোগ্যতা: এসএসসি পাস
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (১৬তম গ্রেড)

    ১৫. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
    পদসংখ্যা: ৩
    যোগ্যতা: এসএসসি পাস
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (১৬তম গ্রেড)

    ১৬. পদের নাম: প্রুফরিডার
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: প্রুফরিডিংয়ে দুই বছরের অভিজ্ঞতাসহ এসএসসি পাস
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (১৬তম গ্রেড)

    ১৭. পদের নাম: স্টোর কিপার
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: স্টোর কিপিংয়ে দুই বছরের অভিজ্ঞতাসহ এসএসসি পাস
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (১৬তম গ্রেড)

    ১৮. পদের নাম: অফিস সহায়ক
    পদসংখ্যা: ৫০
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (২০তম গ্রেড)

    যেভাবে আবেদন
    আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের (http://brdb.teletalk.com.bd/) মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে পল্লী উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে।

    আবেদন ফি
    ১-২ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ৩৩৫ টাকা, ৩-১৭ নম্বর পদের জন্য ২২৩ টাকা এবং ১৮ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

    আবেদনের সময়সীমা
    আগামী ১৫ জুলাই থেকে আবেদন করা যাবে। আগ্রহীদের জন্য আবেদনের সুযোগ ১৪ আগস্ট পর্যন্ত।

     

    Courtesy: prothom alo