Loading...
Notice

জেনে নিন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে কখন


18 February 2023   ||  1 year ago

অধিকাংশ বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ করেছে। উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পেতে হলে দেশের বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজগুলোতে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। ভর্তি পরীক্ষার সময়সূচি জানা থাকলে ভর্তির প্রস্তুতি কিছুটা সহজ হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা আগামী ২৯ এপ্রিল থেকে শুরুর সুপারিশ করা হয়েছে। ৪টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষায় ট্রান্সজেন্ডাররাও অংশ নিতে পারবেন৷ ২৭ ফেব্রুয়ারি বিকেল ৪টা থেকে ২০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

ভর্তি পরীক্ষার তারিখগুলো হলো
২৯ এপ্রিল চারুকলা ইউনিট, ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিট।

পরীক্ষার সময়
বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত।

মানবণ্টন
চারুকলা বাদে অন্য তিন ইউনিটে ৪৫ মিনিট করে ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর চারুকলা অনুষদে ৪০ নম্বরের এমসিকিউ ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা হবে।

সেকেন্ড টাইম
থাকছে না।

আবেদন ফি
১০০ টাকা। চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী) যেকোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফিন্যান্সিয়াল সেবা ব্যবহার করে শিক্ষার্থীরা আবেদন ফি জমা দিতে পারবে। 
আবেদনের ওয়েবসাইট: 

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন আগামী ১৫ মার্চ দুপুর ১২টা থেকে শুরু হবে। ভর্তি আবেদন চলবে ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত চলবে। আর চূড়ান্ত আবেদন ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত করা যাবে। 

ভর্তি পরীক্ষার তারিখ
২৯ মে সি ইউনিট (বিজ্ঞান), ৩০ মে এ ইউনিট (মানবিক) ও ৩১ মে বি ইউনিট (বাণিজ্য)। প্রতিটি ইউনিটের পরীক্ষা চারটি গ্রুপে ভাগ করে চার শিফটে নেওয়া হবে।

মানবণ্টন
ভর্তি পরীক্ষায় ৮০টি বহুনির্বাচনি প্রশ্নের মান হবে ১০০ নম্বর। ১ ঘণ্টা সময়সীমায় অনুষ্ঠিত প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নের মান হবে ১.২৫।

সেকেন্ড টাইম
থাকছে।

প্রাথমিক আবেদন ফি
৫৫ টাকা।

চূড়ান্ত আবেদন ফি
এ ইউনিট ১ হাজার ৩২০ টাকা, বি ইউনিট ১ হাজার ১০০ টাকা, সি ইউনিট ১ হাজার ৩২০ টাকা।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) 

প্রিলিমিনারি পরীক্ষা
২০ মে

লিখিত পরীক্ষা
১০ জুন

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি)
এমআইএসটি আন্ডারগ্রাজুয়েট ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি আবেদন শুরু হবে ১৯ ফেব্রুয়ারি থেকে। আবেদন করা যাবে ২ মার্চ ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত। অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ভর্তির অনলাইন আবেদন করা যাবে।

পরীক্ষার সময়
১৮ মার্চ

আবেদন ফি
এ ইউনিটের আবেদন ফি ১০০০ টাকা। আর বি (বি+এ) ইউনিটে আবেদন ফি ১ হাজার ২০০ টাকা।

মানবণ্টন
এ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ২০০ নম্বরের ওপর। এর মধ্যে গণিতে ৮০, পদার্থবিজ্ঞানে ৬০, রসায়নে ৪০ ও ইংরেজিতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে। বি ইউনিটে (স্থাপত্য) অঙ্কনের ওপর অতিরিক্ত ১০০ নম্বরের পরীক্ষা হয়। সময় ২ ঘণ্টা।

আর্মড ফোর্সেস মেডিকেল ও ৫টি আর্মি মেডিকেল কলেজের ভর্তি বিজ্ঞপ্তি
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ বাংলাদেশ সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত সরকারি প্রতিষ্ঠান। কলেজসমূহে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে করতে হবে। আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ এর দুইটি ক্যাটাগরী, এএমসি (আর্মি মেডিক্যাল কোর) ক্যাডেট ও এএফএমসি ক্যাডেট এবং বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বেসরকারি ০৫ (পাঁচ) টি আর্মি মেডিক্যাল। ৩ থেকে ১২ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। 

পরীক্ষার দিন
৮ এপ্রিল

পরীক্ষার সময়সূচি
১০টা থেকে ১১টা

আবেদন ফি
১০০০ টাকা

শারীরিক যোগ্যতাঃ
প্রার্থীকে মেডিক্যাল বোর্ড এর দ্বারা স্বাস্থ্য পরীক্ষায় উন্নীত হতে হবে । আর্মি মেডিক্যাল ক্যাটাগরির জন্যঃ

পুরুষ (ন্যূনতম):

উচ্চতাঃ ৫ ফুট ৪ ইঞ্চি

ওজনঃ ৪৫.৪৫ কেজি স্বাভাবিক- ৭৬ সেঃমিঃ সম্প্রসারিত-৮১ সেঃমিঃ দৃষ্টি শক্তিঃ {± 1.5 D (spherical); ± 1.0 D (cylindrical)}

মহিলা (ন্যূনতম) :

৫ ফুট ২ ইঞ্চি

৪০.৯০ কেজি

বুকের মাপঃ স্বাভাবিক- ৭১ সেঃমিঃ সম্প্রসারিত-৭৬ সেঃমিঃ

দৃষ্টি শক্তিঃ {± 1.5 D (spherical); ° 1.0 D (cylindrical)}

ভর্তি পরীক্ষা পদ্ধতি
লিখিত পরীক্ষা (MCQ পদ্ধতি) = ১০০ নম্বর।

পরীক্ষার বিষয় ও নম্বরঃ

পদার্থবিদ্যা ৩০

রসায়নবিদ্যা ৩০

জীববিদ্যা ৩০

ইংরেজী ০৫

সাধারন জ্ঞান (বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি) ০৫।

এদিকে, চলতি ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ২২টি বিশ্ববিদ্যালয়ই থাকছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে গুচ্ছ কমিটির সভায় উপাচার্যরা এ কথা জানিয়েছেন। যদিও জগন্নাথ ও ইসলামী বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকার বিষয়ে আপত্তি জানিয়েছিল। তবে তারা শেষ পর্যন্ত থাকবেন বলে দায়িত্বশীলরা জানিয়েছেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী জুলাইয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব প্রক্রিয়া শেষ করা হবে। আগের শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুরা যেসব বিষয়ে ভোগান্তির শিকার হয়েছেন, সেগুলো সমাধানের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ। এ ছাড়া নতুন কোনও বিশ্ববিদ্যালয় গুচ্ছে আসবে কি-না, সে বিষয়ে আরও পরে জানানো হবে। 

More notices
  • ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষা ২৯ এপ্রিল থেকে, আবেদন ২৭ ফেব্রুয়ারি

     

    গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারের স্বাক্ষর করা ভর্তি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এত দিন এ বিশ্ববিদ্যালয়ে পাঁচটি ইউনিটে (ক, খ, গ, ঘ ও চ) ভর্তি পরীক্ষা নেওয়া হতো। এবার ইউনিটগুলোর নাম বদলে যাচ্ছে। এবারের পরীক্ষার মাধ্যমে ৬ হাজার ৩৫ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। ভর্তির ক্ষেত্রে বিভিন্ন কোটার সঙ্গে এবার ট্রান্সজেন্ডার (হিজড়া) কোটাও অন্তর্ভুক্ত করেছে এই বিশ্ববিদ্যালয়।

    পরীক্ষা কবে
    ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) মধ্য দিয়ে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা। এরপর আগামী ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে অনুষ্ঠিত হবে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা। চারুকলা ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। চারুকলার পরীক্ষা হবে ঢাকা কেন্দ্রে। সব ইউনিটের পরীক্ষাই হবে সংশ্লিষ্ট তারিখে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

    আবেদন ফি
    ২৭ ফেব্রুয়ারি থেকে আগামী ২০ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। আবেদন ফি ১০০০ টাকা। আগামী ১৮ এপ্রিল থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগপর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

    আবেদনের যোগ্যতা
    এর আগে গত ১২ জানুয়ারি সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবারের ভর্তি পরীক্ষার আবেদনের ন্যূনতম যোগ্যতা ও মানবণ্টনের বিস্তারিত জানিয়েছে। এতে বলা হয়, এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিতে হলে আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত মাধ্যমিক (এসএসসি) বা সমমান এবং ২০২২ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিজ্ঞান ইউনিটের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষার (চতুর্থ বিষয়সহ) জিপিএর যোগফল ন্যূনতম ৮ ও আলাদাভাবে ৩ দশমিক ৫০; কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য দুই জিপিএর যোগফল ন্যূনতম ৭ দশমিক ৫০ ও আলাদাভাবে ৩; ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য এসএসসি-এইচএসসির জিপিএর যোগফল ন্যূনতম ৭ দশমিক ৫০ ও আলাদাভাবে ৩ এবং চারুকলা ইউনিটের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৬ দশমিক ৫০ ও আলাদাভাবে ৩ থাকতে হবে।

    ভর্তি পরীক্ষার মানবণ্টন কীভাবে
    চারুকলা ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষায় এবার ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। শুধু চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের বহুনির্বাচনী ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা হবে। চারুকলা ইউনিটের বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৩০ মিনিট ও লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় থাকবে। অন্যান্য ইউনিটের বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৪৫ মিনিট ও লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় থাকবে। ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং এসএসসি বা সমমান ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর।


  • মেডিকেলে ভর্তিতে আবেদন আজ শুরু অনলাইনে, পরীক্ষা ১০ মার্চ

     

    কারা আবেদন করতে পারবেন
    ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীকে ২০২২ সালে এইচএসসি ও ২০২০ সালে এসএসসি অথবা ২০২১ সালে এইচএসসি ও ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে শর্ত থাকে যে এইচএসসি পরীক্ষায় পাসের পূর্ববর্তী দুই বছরের মধ্যে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ এবং এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়নসহ উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য হবেন।

    দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯ হতে হবে। উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে দুটি পরীক্ষায় মোট জিপিএ ৮ হলেই হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০–এর কম হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না।

    সবার জন্য এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৪.০ না থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে। লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধাতালিকা প্রণয়ন করা হবে।

    আবেদন ফি কত
    অনলাইন আবেদনের ফি জমা দেওয়া যাবে ২৪ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি ২০০০।

    প্রবেশপত্র ডাউনলোড কবে

    প্রবেশপত্র বিতরণ শুরু হবে ৬ মার্চ। শিক্ষার্থীরা ৭ মার্চ পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

    ভর্তি পরীক্ষা কবে

    আগামী ১০ মার্চ সকাল ১০টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে এক ঘণ্টার।

    ফরম পূরণের নিয়মাবলী

    এমবিবিএস ভর্তির জন্য অনলাইন ফরম পূরণের নিয়মাবলি ও ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট www.mefwd.gov.bd, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে ওয়েবসাইট, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট ও টেলিটকের ওয়েবসাইট থেকে জানা যাবে।

    মেডিকেলে ভর্তির বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে


  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড পরীক্ষা, বৃহত্তর চট্টগ্রামের শিক্ষার্থীদের বৃত্তি দেবে চট্টগ্রাম সমিতি–ঢাকা

    ∎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের বিএড (অনার্স) ৪র্থ বর্ষ ৭ম সেমিস্টার পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে।

    ∎ শিক্ষার্থীর অনলাইন থেকে আবেদন ফরম সংগ্রহ করার সময়সীমা ১৪/০২/২০২৩।

    ∎ শিক্ষার্থীদের প্রিন্টকৃত ফরম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ: ১৫/০২/২০২৩।

    বৃহত্তর চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য 'চট্টগ্রাম সমিতি–ঢাকা'র বৃত্তি

    ∎ চট্টগ্রাম সমিতি–ঢাকা কর্তৃক দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজে (মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, কৃষিসহ সাধারণ বিষয়ে) স্নাতক পর্যায়ে এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ১ম বর্ষে (সেশন: ২০২১–২০২২) পড়াশোনা করা শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করবে।

    ∎ বৃহত্তর চট্টগ্রামের মেধাবী অথচ অসচ্ছল শিক্ষার্থীদের পূর্ণ মেয়াদ কোসের জন্য এই বৃত্তি প্রদান করা হবে। প্রার্থীদের ‘নিজ জেলা’ চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান বা খাগড়াছড়ির নাগরিক হতে হবে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড পরীক্ষা, বৃহত্তর চট্টগ্রামের শিক্ষার্থীদের বৃত্তি দেবে চট্টগ্রাম সমিতি–ঢাকা

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড পরীক্ষা, বৃহত্তর চট্টগ্রামের শিক্ষার্থীদের বৃত্তি দেবে চট্টগ্রাম সমিতি–ঢাকা

     

    যোগ্যতা: এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় (ঐচ্ছিক বিষয় ব্যতীত) বিজ্ঞান শাখায় জিপিএ–৫, ব্যবসায় শিক্ষা শাখায় জিপিএ–৪.৫০ ও মানবিক শাখায় জিপিএ–৪.০০ রয়েছে, তারা আবেদন করতে পারবে।

    সমিতির ওয়েবসাইট: ctgsamitydhaka.org থেকে আবেদন ফরম ডাউনলোড করা যাবে। অথবা সমিতির কার্যালয় থেকেও সংগ্রহ করা যাবে।

    আবেদনপত্র ১৫ ফেব্রুয়ারির মধ্যে পাঠানোর ঠিকানা: সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সমিতি–ঢাকা, চট্টগ্রাম ভবন (১০ম তলা), ৩২ তোপখানা রোড, ঢাকা।


  • কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি ২০২২–এর ফলাফল পুননিরীক্ষণ

    ১. এইচএসসি ২০২২–এর ফলাফল পুননিরীক্ষণ ফলাফল পুননিরীক্ষণের আবেদন: ৯ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত

    ২. শুধু টেলিটক প্রি–পেইড মোবাইল থেকে ফলাফল পুননি৴রীক্ষণের জন্য SMS–এর মাধ্যমে আবেদন করা যাবে।

    ৩. মোবাইলের Message অপশনে গিয়ে RSC<Space> বোডে৴র নামের প্রথম তিন অক্ষর <Space> রোল নম্বর <Space> Subject Code লিখে Send করুন 16222 নম্বরে।

    ৪. ফিরতি SMS–এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি PIN Number প্রদান করা হবে। এতে সম্মত থাকলে Message অপশনে গিয়ে RSC লিখে <Space> দিয়ে YES লিখে <Space> দিয়ে PIN Number লিখে <Space> দিয়ে Contact Mobile Number (যেকোনো মোবাইল অপারেটর) লিখে Send করুন 16222 নম্বরে।

    ৫. উদাহরণ: RSC<Space>YES<Space> PIN Number<Space>Contact Mobile Number (যেকোনো মোবাইল অপারেটর) লিখে Sent করুন 16222 নম্বরে।

    ৬. একই SMS–এর মাধ্যমে একাধিক বিষয়ের এবং একাধিক পত্রের (যেসব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে) জন্য আবেদন করা যাবে। এ ক্ষেত্রে Subject Code পর্যায়ক্রমে (,) দিয়ে লিখতে হবে। যেমন পদার্থ ও রসায়ন দুটি বিষয়ের/পত্রের জন্য আপনার টেলিটক প্রি–পেইড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC<Space>Com<Space>Roll Number<Space>174,175,176,177 লিখে Send করুন 16222 নম্বরে।

    ৭. প্রতি পত্রের জন্য আবেদন ফি ১৫০ টাকা।

    ৮. দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের একটি পত্রে কিংবা দুটি পত্রে আবেদন করতে পারবে।

    ৯. ম্যানুয়েল কোনো আবেদন গ্রহণ করা হবে না।


  • এইচএসসির ফল পুনর্নিরীক্ষার আবেদন ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত, ফি ৩০০ টাকা

     

    ঢাকা শিক্ষা বোর্ড থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এইচএসসির ফল পুনর্নিরীক্ষার আবেদনের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধু টেলিটকের প্রিপেইড মুঠোফোন থেকেই ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে।

    আবেদন ফি

    প্রতি বিষয়ে পুনর্নিরীক্ষণের আবেদনের জন্য ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ে শুধু প্রথম পত্রের আবেদন করতে হবে। প্রথম পত্রের আবেদন করলে দ্বিতীয় পত্রের আবেদনও বিবেচিত হবে। দুই পত্রের জন্য ৩০০ টাকা ফি প্রযোজ্য হবে। পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ করা হবে না।

    পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সে ক্ষেত্রে কমা দিয়ে বিষয়ের প্রথম পত্রের কোডগুলো আলাদা করে লিখতে হবে।

    ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল গত বুধবার প্রকাশিত হয়েছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১২ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন। পাসের হার শতকরা ৮৫ দশমিক ৯৫।


  • বুয়েটের ভর্তি পরীক্ষা ২০ মে থেকে শুরু করার সুপারিশ

     

    গত বুধবার বুয়েটের ভর্তি কমিটির সভায় এসব সুপারিশ করা হয়৷ তবে ভর্তি পরীক্ষার তারিখের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বুয়েটের শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) সভায়৷ শিগগিরই সেই সভা অনুষ্ঠিত হবে৷

    বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক মিজানুর রহমান আজ শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আগামী ২০ মে বুয়েটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাক্-নির্বাচনী পর্ব আর ১০ জুন পরীক্ষার চূড়ান্ত পর্ব আয়োজনের সুপারিশ করেছে ভর্তি কমিটি৷ শিগগিরই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা হবে৷ সেখানে তারিখ চূড়ান্ত হওয়ার পর ভর্তিবিষয়ক বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে৷

    মিজানুর রহমান জানান, ১৮ হাজার শিক্ষার্থী এবার বুয়েটের ভর্তি পরীক্ষার প্রাক্-নির্বাচনী পর্বে অংশ নিতে পারবেন৷ এতে উত্তীর্ণ হওয়া ৬ হাজার শিক্ষার্থীকে পরীক্ষার চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবেন৷