১. এইচএসসি ২০২২–এর ফলাফল পুননিরীক্ষণ ফলাফল পুননিরীক্ষণের আবেদন: ৯ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত
২. শুধু টেলিটক প্রি–পেইড মোবাইল থেকে ফলাফল পুননি৴রীক্ষণের জন্য SMS–এর মাধ্যমে আবেদন করা যাবে।
৩. মোবাইলের Message অপশনে গিয়ে RSC<Space> বোডে৴র নামের প্রথম তিন অক্ষর <Space> রোল নম্বর <Space> Subject Code লিখে Send করুন 16222 নম্বরে।
৪. ফিরতি SMS–এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি PIN Number প্রদান করা হবে। এতে সম্মত থাকলে Message অপশনে গিয়ে RSC লিখে <Space> দিয়ে YES লিখে <Space> দিয়ে PIN Number লিখে <Space> দিয়ে Contact Mobile Number (যেকোনো মোবাইল অপারেটর) লিখে Send করুন 16222 নম্বরে।
৫. উদাহরণ: RSC<Space>YES<Space> PIN Number<Space>Contact Mobile Number (যেকোনো মোবাইল অপারেটর) লিখে Sent করুন 16222 নম্বরে।
৬. একই SMS–এর মাধ্যমে একাধিক বিষয়ের এবং একাধিক পত্রের (যেসব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে) জন্য আবেদন করা যাবে। এ ক্ষেত্রে Subject Code পর্যায়ক্রমে (,) দিয়ে লিখতে হবে। যেমন পদার্থ ও রসায়ন দুটি বিষয়ের/পত্রের জন্য আপনার টেলিটক প্রি–পেইড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC<Space>Com<Space>Roll Number<Space>174,175,176,177 লিখে Send করুন 16222 নম্বরে।
৭. প্রতি পত্রের জন্য আবেদন ফি ১৫০ টাকা।
৮. দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের একটি পত্রে কিংবা দুটি পত্রে আবেদন করতে পারবে।
৯. ম্যানুয়েল কোনো আবেদন গ্রহণ করা হবে না।