৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ কবে হবে এ নিয়ে একটি পর্যালোচনা কমিটি করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিটি বলেছে, আগামী বছরের জানুয়ারিতে এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে বিধিমালা সংশোধন করতে হবে, যা সময়সাপেক্ষ। তাই বিদ্যমান বিধি অনুসারে এ বছরের ৩০ নভেম্বরে ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের মত দিয়েছে ওই পর্যালোচনা কমিটি। পিএসসির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।