বাংলাদেশ শিল্পকলা একাডেমির ১৫ ক্যাটাগরির পদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।
গণমাধ্যমে দেওয়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও ২ নম্বর বাছাই কমিটির সদস্যসচিব সালাহউদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিল্পকলা একাডেমির ১৫ ক্যাটাগরির মৌখিক পরীক্ষা ১১ এপ্রিল শুরু, শেষ হবে ১৫ এপ্রিল। শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ ভবনে বেলা ১১টা থেকে এই পরীক্ষা শুরু হবে।
উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল। সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, মাইক্রোফোন অপারেটর, কনজারভেটর (প্রপস অ্যান্ড কসটিউম), ডিমার অপারেটর, ডিসপ্লে অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান, ড্রাইভার, প্রপসম্যান, প্রদর্শনী প্রহরী ও প্রহরী পদের মৌখিক পরীক্ষা ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে। উচ্চমান সহকারী ও হিসাবরক্ষণ সহকারী পদের মৌখিক পরীক্ষা ১৩ এপ্রিল এবং অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষা ১৫ এপ্রিল অনুষ্ঠিত হবে।