Loading...
internship

৪৬তম বিসিএসের কাজ এগিয়ে নিচ্ছে পিএসসি, বয়সে দেবে ছাড়


22 October 2023   ||  1 year ago

৪৬তম নতুন একটি বিসিএসের বিজ্ঞপ্তি আগামী বছরের জানুয়ারির প্রথম দিনেই প্রকাশ করতে নানা কার্যক্রম চালাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসি চাইছে, বছরের প্রথম দিন যেমন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, তেমনি বছর শেষ হতে হতে ওই বিসিএসের কার্যক্রম শেষ হবে। এ লক্ষ্য নিয়েই এগোচ্ছে পিএসসি।

জানতে চাইলে পিএসসির একাধিক সদস্য প্রথম আলোকে বলেন, ‘বছরের প্রথম দিনে আমরা ৪৬তম বিসিএসের কার্যক্রম শুরুর ঘোষণা দিতে চাই। ওই দিন ওই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তাতে আবেদনের নির্দিষ্ট সময় দেওয়া হবে। বিজ্ঞপ্তিতেই প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার সম্ভাব্য তারিখ লেখা হতে পারে। যেন একটি ডেডলাইন ধরে পিএসসি সবকিছু করতে পারে। এ ছাড়া বছর শেষ হতে হতে যাতে ওই বিসিএস শেষ করা হয়, এ লক্ষ্য নিয়ে কাজ করবে পিএসসি।’

এবারের বিসিএসের বিজ্ঞপ্তিতে বয়সে কিছুটা ছাড় দেওয়া হবে উল্লেখ করে একজন সদস্য প্রথম আলোকে বলেন, ‘আমরা এই বিসিএসে বয়সে ছাড় দিচ্ছি। যেহেতু এই বিসিএসের কার্যক্রম বা বিজ্ঞপ্তি নভেম্বরে প্রকাশের জন্য নির্ধারিত ছিল, তাই ৩০ নভেম্বরে যাঁদের বয়স ৩০ হয়ে যাবে, তাঁরাও জানুয়ারিতে প্রকাশিতব্য ৪৬তম বিসিএসে আবেদন করতে পারবেন। এটা শুধু এবারের জন্যই রাখা হচ্ছে। সামনের বিসিএসগুলোয় আর এ বিষয়ে ছাড় দেওয়া হবে না। এবার এটি আমরা বিশেষ ব্যবস্থায় করব।’
prothom alo