শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ঈদুল ফিতরের ছুটি বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে আগামী ২৬ ও ২৭ এপ্রিল দুই দিন ঈদ ছুটি বাড়ানোর ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও প্রক্টর আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ সময় তাঁরা আরো জানান, ১৬-১৮ এপ্রিল অনলাইনের ক্লাসের সিদ্ধান্ত আলোচনা সাপেক্ষে রোববার সকালে নোটিশের মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে৷ 

এর আগে দুপুর ১২ টা থেকে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের ছুটির আগে ও পরে ৫ দিন অনলাইনে ক্লাসের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, পবিত্র ঈদ উল ফিতরের ছুটির আগে ১৬, ১৭, ১৮ এপ্রিল ও ঈদের পরে ২৬, ২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস অনলাইনে নিতে হবে৷ আমাদের অনেকের বাড়ি ঢাকা থেকে অনেক দূরে। বাড়ি যেতে ও আসতে অনেক সময় লাগে। কারো কারো যেতে আসতে ২ দিন পর্যন্ত সময় লেগে যায়। এজন্য আমরা চাই আমাদের উল্লেখ্য দিনগুলোতে যেনো অনলাইনে ক্লাস নেওয়া হয়৷
 

তবে দিনভর অবস্থান কর্মসূচি শেষে বিকেলে কর্তৃপক্ষের ছুটির সিদ্ধান্তে কিছুটা স্বস্তি ফিরে আসে শিক্ষার্থীদের মাঝে। তারা বলেন দুইদিনের ছুটির ঘোষণায় আমরা আনন্দিত। ঈদ ছুটি উপলক্ষে আগামীকাল থেকে বাসের টিকেট ছাড়বে, আমাদের অনেকেই রাজশাহী, ঠাকুরগাঁও, রংপুর, লালমনিরহাটসহ অনেক দূরবর্তী এলাকায়। যদি আমাদের দাবিকৃত দিনগুলো অনলাইনে ক্লাস দেওয়া হয় তবে আমরা আগে আগে বাড়ি চলে যেতে পারলে যানজটের ভোগান্তি থেকে কিছুটা রক্ষা পাবো এবং নিরাপদে যেতে পারবো৷ 

তবে যদি আগামী রোববারে ১৬-১৮ এপ্রিল অনলাইনে ক্লাসের ঘোষণা না আসে তবে ফের আন্দোলনে নামার পরিকল্পনা রয়েছে বলেও জানান তারা। 
courtesy : the daily campus