লেখালেখির পাগলামীটা ছিল ছাত্রজীবন থেকেই। রাজশাহী বিশ্ববিদ্যালের নবাব আব্দুল লতিফ হলে থাকতাম বন্ধু মাহবুব আলম লাভলু, আনোয়ার, লতিফ, শহিদ, লেবু ভাই, আরিফ ভাই, সেলিম ভাই ও জনকন্ঠের সাংবাদিক আনিস ভাই এর সাথে। যুগান্তর পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক বন্ধু মাহবুব আলম লাভলুর কল্যাণে আজ খুঁজে পেয়েছি চব্বিশ বছর আগে লেখা একটি গান ”খোদার মোবাইল”।
খোদার মোবাইল
-ড. জে. আলী
খোদায় একখান মোবাইল দিছে
চার্জ লাগেনা কোন তার
বিনে পয়সায় কানেকশনও
বিলের নাই কোন দরকার।।
সিনার ভিতর সিম ঢুকাইয়া
ছাইড়া দিছে ভবে
একদিন চার্জ ফুরিয়ে যাবে
টের পাবি না কবে!
মোবাইলে রিং পাবি না
পাবি না মিসকল
আজরাইলে ধরবে যেদিন
তোর সেট হবে বিকল।।
সতেরো ডিজিট খোদার নাম্বার
কইরা দেখিস কল
রিং ব্যাক সে করবে দ্রুত
মিসকলের নাই ছল।।
অধম জে. আলী কয় খোদার নাম্বার
সেভ করে রাখ দিলে
তপসাতে লাইন পাবি
যদি নেটওয়ার্কে মিলে॥