Loading...
Notice

মেট্রোরেলে ২০২ পদে নিয়োগ, আবেদন ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে, আবেদন করুন দ্রুত


02 September 2024   ||  3 months ago

শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জনবল নিয়োগে বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি–১০ প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে ১৬তম গ্রেডে মোট ২০২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

১. পদের নাম: টিকিট মেশিন অপারেটর

পদসংখ্যা: ১৩৯

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। জিপিএ ৫–এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে। কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে।

বেতন গ্রেড: ১৬

২. পদের নাম: কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১৩৯

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। জিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে। কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে।

বেতন গ্রেড: ১৬

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ডিএমটিসিএলের নির্ধারিত চাকরির আবেদন ফরম পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদন ফরমের নমুনা এই লিংক https://dmtcl.gov.bd/sites/default/files/files/dmtcl.portal.gov.bd/notices/0ee5aea6_e03b_4612_9238_2b5bf63e9d6a/2024-07-15-08-00-4f9f150c958b1d6a027456405d632ceb.pdf থেকে ডাউনলোড করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে https://dmtcl.gov.bd/sites/default/files/files/dmtcl.portal.gov.bd/notices/4418239d_88ce_4a97_aa73_1f458cdf94fa/2024-07-31-11-14-eac65a97d87f7c8d488e0250b026db22.pdf পাওয়া যাবে। খামের ওপর বাঁ দিকে পদের নাম ও নিয়োগ বিজ্ঞপ্তি-১০ উল্লেখ করতে হবে। প্রার্থীর নিজের বর্তমান ঠিকানা স্পষ্টভাবে ৯ ইঞ্চি বাই ৪ ইঞ্চি আকারের খামের ওপরে লিখে বা টাইপ করে ১০ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিট লাগিয়ে আবেদনপত্রের সঙ্গে অবশ্যই দাখিল করতে হবে। প্রবাসী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরাও যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন। প্রার্থীদের ডোপ টেস্ট করতে হবে।

 
 
Courtesy : prothom alo
More notices
  • আকিজ গ্রুপে চাকরি, সাক্ষাৎকারেই নিয়োগ ৩০৩

    আকিজ বশির গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ সিরামিক্স লিমিটেড (স্যানিটারিওয়্যার ডিভিশন) একাধিক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মোক্ষপুর, ত্রিশাল, ময়মনসিংহে ১০ ক্যাটাগরির পদে ৩০৩ জনকে জরুরি ভিত্তিতে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে।

    সরাসরি সাক্ষাৎকারের জন্য প্রশাসন বিভাগ, আকিজ সিরামিক্স লিমিটেড (স্যানিটারিওয়্যার ডিভিশন), মোক্ষপুর, ত্রিশাল, ময়মনসিংহে (মোবাইল নম্বর ০১৭৫৮৯২৩৬৩৪) প্রার্থীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। প্রার্থী চাইলে নির্দিষ্ট তারিখে সরাসরি সাক্ষাৎকার দেওয়ার পাশাপাশি একই ঠিকানায় জীবনবৃত্তান্ত পাঠাতে পারবেন।

    এই প্রতিষ্ঠানে সহকারী কাস্টার/ কাস্টার/ সিনিয়র কাস্টার (কাস্টিং) পদে ৯০ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদের সাক্ষাৎকার ১৩ জুলাই থেকে ১৫ জুলাই সকাল ৯টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

    সহকারী ইন্সপেক্টর/ ইন্সপেক্টর/ সিনিয়র ইন্সপেক্টর (ইন্সপেকশন) পদে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদের সাক্ষাৎকার ১৬ জুলাই সকাল ৯টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

    সহকারী স্প্রেয়ার/ স্প্রেয়ার/ সিনিয়র স্প্রেয়ার (ইন্সপেকশন) পদে ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদের সাক্ষাৎকার ১৭ জুলাই সকাল ৯টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

    সহকারী মোল্ড মেকার/ মোল্ড মেকার/ সিনিয়র মোল্ড মেকার (মোল্ডিং) পদে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদের সাক্ষাৎকার ১৮ জুলাই সকাল ৯টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

    সহকারী অপারেটর/ অপারেটর/ সিনিয়র অপারেটর (কিউসি) পদে ২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদের সাক্ষাৎকার ২০ জুলাই সকাল ৯টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

    সহকারী অপারেটর/ অপারেটর/ সিনিয়র অপারেটর (ল্যাব, বডি, গ্লেজ) পদে ২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদের সাক্ষাৎকার ২১ জুলাই সকাল ৯টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

    সহকারী কিলন লোডার/ কিলন লোডার/ সিনিয়র কিলন লোডার (কিলন) পদে ২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদের সাক্ষাৎকার ২২ জুলাই সকাল ৯টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

    সহকারী ডেলিভারি অপারেটর/ ডেলিভারি অপারেটর/ সিনিয়র ডেলিভারি অপারেটর (ডিস্ট্রিবিউশন) পদে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদের সাক্ষাৎকার ২৩ জুলাই সকাল ৯টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

    ইটিপি অপারেটর পদে ৩ জন ও হেলপার পদে ৬০ জনকে নিয়োগ দেওয়া হবে। এই দুই পদের সাক্ষাৎকার ২৪ জুলাই সকাল ৯টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

    সব পদে আবেদনের যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণি পাস। হেলপার ছাড়া অন্যান্য সংশ্লিষ্ট পদের জন্য দুই থেকে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

    উল্লিখিত পদে কোম্পানি প্রদত্ত বিভিন্ন সুবিধাসহ উৎসব বোনাস, গ্র্যাচুইটি ভাতা, প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক বেতন বৃদ্ধি, চিকিৎসা সুবিধা, সুলভ মূল্যে ফেয়ার প্রাইস শপ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের সুযোগ, গ্রুপ জীবনবিমা ও প্রচলিত আইন অনুযায়ী ছুটিসহ অন্যান্য সুবিধা আছে।

    প্রার্থীকে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ফোন নম্বরসহ পূর্ণ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ, অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপিসহ উল্লিখিত তারিখ ও সময়ে সরাসরি সাক্ষাৎকারের জন্য প্রশাসন বিভাগ, আকিজ সিরামিক্স লিমিটেড (স্যানিটারিওয়্যার ডিভিশন), মোক্ষপুর, ত্রিশাল, ময়মনসিংহে উপস্থিত থাকতে হবে।

     

    Courtesy: prothom alo


  • কোস্ট ফাউন্ডেশনে চাকরি, বেতন ৬০ হাজার

    বেসরকারি সংস্থা কোস্ট ফাউন্ডেশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে রেসিলিয়েন্ট হোমস্টেড অ্যান্ড লাইভলিহুড সাপোর্ট টু দ্য ভালনারেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ (আরএইচএল) প্রকল্পে প্রজেক্ট কো–অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সিভির ফরম্যাট পূরণ করে ই–মেইলে পাঠাতে হবে।

    • পদের নাম: প্রজেক্ট কো-অর্ডিনেটর
      পদসংখ্যা: ১
      যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রজেক্ট ম্যানেজমেন্টে প্রফেশনাল/অ্যাডভান্সড ডিগ্রি থাকলে ভালো। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। প্রজেক্ট ম্যানেজমেন্টে অন্তত তিন বছরসহ মোট সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। অ্যানালিটিক্যাল, রিপোর্ট রাইটিং ও উপস্থাপনায় দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। কোবো টুলবক্স ও জিআইএসের কাজ জানা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। মোটরসাইকেল চালানোর লাইসেন্স থাকতে হবে। প্রকল্প এলাকা ভিজিটের মানসিকতা থাকতে হবে।

    বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
    চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
    কর্মস্থল: কক্সবাজার
    বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ৬০,০০০ টাকা। এ ছাড়া উৎসব বোনাস, বৈশাখী ভাতা, মুঠোফোন বিল ও মোটরসাইকেল বিল দেওয়া হবে।

    আবেদন যেভাবে

    আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। একই লিংক থেকে নির্ধারিত সিভির ফরম্যাট ডাউনলোডের পর তা পূরণ করে পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ [email protected] এই ঠিকানায় ই–মেইল করতে হবে। সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

    আবেদনের শেষ তারিখ: ২০ জুলাই, ২০২৪।

     

    Courtesy : prothom alo


  • রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি, বেতন ৮০ হাজার

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ঢাকায় ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

    • পদের নাম: ডাটা ম্যানেজমেন্ট অফিসার–কমিউনিটি বেজড সার্ভিল্যান্স
      পদসংখ্যা: ১
      যোগ্যতা: আইটি বা কারিগরি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। হেলথ ইনফরমেটিকস, ইনফরমেশন ম্যানেজমেন্টে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রি থাকলে ভালো। কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইনফরমেশন সিস্টেম, ডাটা সায়েন্স, অ্যাপ মেকিং, ড্যাশবোর্ড ও ওয়েবসাইট ডেভেলপমেন্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনসহ ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ জানতে হবে। ডাটা অ্যানালাইসিস ও ভিজ্যুয়ালাইজেশনের সফটওয়্যার, যেমন আর, পাইথন, গো ডাটা, কোবো, এসপিএসএসের কাজ জানতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।

    চাকরির ধরন: চুক্তিভিত্তিক
    কর্মস্থল: ঢাকা–আইইডিসিআর
    বেতন: মাসে ৮০ হাজার টাকা।

    আবেদন যেভাবে

    আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

    আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২৪।

    Courtesy: Prothom Alo

  • ওয়ালটনে চাকরি, আছে বেতন–বোনাস–লভ্যাংশ, লাগবে না অভিজ্ঞতা

    ইলেকট্রিক ও ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগে এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

    • পদের নাম: এক্সিকিউটিভ—ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস
      পদসংখ্যা: অনির্ধারিত
      যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং, ফিন্যান্স বিভাগে এমবিএ ডিগ্রি থাকতে হবে। সিএ–সিসি প্রফেশনাল সার্টিফিকেশন থাকলে ভালো। সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে সদ্য এমবিএ ডিগ্রিধারীরা কোনো অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন। এমএস এক্সেল ও অ্যাকাউন্টিং সফটওয়্যারের কাজ জানতে হবে। ম্যানেজমেন্টে সিস্টেমে দক্ষ হতে হবে। প্রশাসনিক দক্ষতা থাকতে হবে।

    বয়স: ২৪ থেকে ৩০ বছর
    চাকরির ধরন: ফুলটাইম
    কর্মস্থল: ঢাকা
    বেতন: আলোচনা সাপেক্ষে
    সুযোগ–সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, বছরে দুটি উৎসব বোনাস, লভ্যাংশ শেয়ার, বিমা, সার্ভিস বেনিফিট, দুপুরের খাবারে ভর্তুকি, মুঠোফোন বিল ও বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ আছে।

    আবেদন যেভাবে

    আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

    আবেদনের শেষ সময়: ৩ আগস্ট, ২০২৪।

     

    Courtesy: Prothom Alo


  • বাংলাদেশ ব্যাংকে নবম ও দশম গ্রেডে চাকরি, আবেদন করুন দ্রুত

    বাংলাদেশ ব্যাংকে একাধিক পদে জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামী সোমবার। এই প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির পদে নবম ও দশম গ্রেডে ছয়জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

    • ১. পদের নাম: সহকারী পরিচালক (এক্স ক্যাডার–পাবলিকেশন)
      পদসংখ্যা: ২
      যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা/প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন্স/ইংরেজি/বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
      বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)

    • ২. পদের নাম: অফিসার (এক্স ক্যাডার-পাবলিকেশন)
      পদসংখ্যা: ৩
      যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা/ প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন্স/ইংরেজি/বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
      বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

    • ৩. পদের নাম: অফিসার (এক্স ক্যাডার-পাবলিকেশন) (ফটোগ্রাফার)
      পদসংখ্যা: ১
      যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে টেলিভিশন, চলচ্চিত্র, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিসহ টেলিভিশন, চলচ্চিত্র, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি সংশ্লিষ্ট বিষয়ে সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ছয় মাস মেয়াদি ডিপ্লোমা; অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিসহ সরকারের স্বীকৃতিপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠানে অথবা দেশি/বিদেশি বিজ্ঞাপনী সংস্থায় অথবা আন্তর্জাতিক/বহুজাতিক সংস্থায় ফটোগ্রাফার/ভিডিওগ্রাফার হিসেবে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এসএসসি ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
      বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

    বয়সসীমা
    ১১ জুন ২০২৪ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ২১ থেকে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ২১ হতে ৩২ বছর।

    আবেদন যেভাবে
    আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে অনলাইন অ্যাপ্লিকেশন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটে যাদের আগে থেকেই সিভি আছে, তাঁরা ওই সিভির মাধ্যমে আবেদন করবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

    আবেদন ফি
    অনলাইনে আবেদন করার পর সংশ্লিষ্ট প্রার্থী বাংলা কিউআর কোড–সংবলিত একটি পেমেন্ট পেজ পাবেন। মুঠোফোনের পেমেন্ট অ্যাপের (বাংলা কিউআর সাপোর্ট করে এরূপ ব্যাংক/এমএফএস) মাধ্যমে বাংলা কিউআর স্ক্যান করে ২০০ টাকা আবেদন ফি হিসেবে পরিশোধ করতে হবে। ফি জমা দেওয়ার পর প্রার্থীর মুঠোফোনে এসএমএস পাঠানো হবে। এরপর ওয়েবসাইটে প্রার্থীকে Verify Payment Link-এ ক্লিক করে পেমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।

    আবেদনের সময়সীমা: ৮ জুলাই ২০২৪, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

     
    Courtesy; prothom alo

  • এনআরবিসি ব্যাংকে চাকরি, বয়সসীমা ৩৫, লাগবে না অভিজ্ঞতা

    বেসরকারি এনআরবিসি ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে হিউম্যান রিসোর্স ডিভিশনে জুনিয়র এইচআর অ্যাসোসিয়েট (কেপিআই অ্যান্ড পারফরমেন্স অ্যানালিস্ট) পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

    • পদের নাম: জুনিয়র এইচআর অ্যাসোসিয়েট (কেপিআই অ্যান্ড পারফরমেন্স অ্যানালিস্ট)
      পদসংখ্যা: অনির্ধারিত
      যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে এইচআরএম বিষয়ে বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকা যাবে না। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। পোশাকখাত বা বহুজাতিক কোনো প্রতিষ্ঠানে তিন হাজারের বেশি কর্মী ব্যবস্থাপনার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

    বয়স: ৩১ মে ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর
    চাকরির ধরন: চুক্তিভিত্তিক
    বেতন: আলোচনা সাপেক্ষে

    আবেদন যেভাবে

    আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

    আবেদনের শেষ সময়: ১১ জুলাই, ২০২৪।

     

    Courtesy: prothom alo