Loading...
Notice

আকিজ গ্রুপে চাকরি, সাক্ষাৎকারেই নিয়োগ ৩০৩


08 July 2024   ||  5 months ago

আকিজ বশির গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ সিরামিক্স লিমিটেড (স্যানিটারিওয়্যার ডিভিশন) একাধিক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মোক্ষপুর, ত্রিশাল, ময়মনসিংহে ১০ ক্যাটাগরির পদে ৩০৩ জনকে জরুরি ভিত্তিতে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে।

সরাসরি সাক্ষাৎকারের জন্য প্রশাসন বিভাগ, আকিজ সিরামিক্স লিমিটেড (স্যানিটারিওয়্যার ডিভিশন), মোক্ষপুর, ত্রিশাল, ময়মনসিংহে (মোবাইল নম্বর ০১৭৫৮৯২৩৬৩৪) প্রার্থীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। প্রার্থী চাইলে নির্দিষ্ট তারিখে সরাসরি সাক্ষাৎকার দেওয়ার পাশাপাশি একই ঠিকানায় জীবনবৃত্তান্ত পাঠাতে পারবেন।

এই প্রতিষ্ঠানে সহকারী কাস্টার/ কাস্টার/ সিনিয়র কাস্টার (কাস্টিং) পদে ৯০ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদের সাক্ষাৎকার ১৩ জুলাই থেকে ১৫ জুলাই সকাল ৯টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সহকারী ইন্সপেক্টর/ ইন্সপেক্টর/ সিনিয়র ইন্সপেক্টর (ইন্সপেকশন) পদে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদের সাক্ষাৎকার ১৬ জুলাই সকাল ৯টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সহকারী স্প্রেয়ার/ স্প্রেয়ার/ সিনিয়র স্প্রেয়ার (ইন্সপেকশন) পদে ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদের সাক্ষাৎকার ১৭ জুলাই সকাল ৯টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সহকারী মোল্ড মেকার/ মোল্ড মেকার/ সিনিয়র মোল্ড মেকার (মোল্ডিং) পদে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদের সাক্ষাৎকার ১৮ জুলাই সকাল ৯টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সহকারী অপারেটর/ অপারেটর/ সিনিয়র অপারেটর (কিউসি) পদে ২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদের সাক্ষাৎকার ২০ জুলাই সকাল ৯টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সহকারী অপারেটর/ অপারেটর/ সিনিয়র অপারেটর (ল্যাব, বডি, গ্লেজ) পদে ২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদের সাক্ষাৎকার ২১ জুলাই সকাল ৯টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সহকারী কিলন লোডার/ কিলন লোডার/ সিনিয়র কিলন লোডার (কিলন) পদে ২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদের সাক্ষাৎকার ২২ জুলাই সকাল ৯টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সহকারী ডেলিভারি অপারেটর/ ডেলিভারি অপারেটর/ সিনিয়র ডেলিভারি অপারেটর (ডিস্ট্রিবিউশন) পদে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদের সাক্ষাৎকার ২৩ জুলাই সকাল ৯টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ইটিপি অপারেটর পদে ৩ জন ও হেলপার পদে ৬০ জনকে নিয়োগ দেওয়া হবে। এই দুই পদের সাক্ষাৎকার ২৪ জুলাই সকাল ৯টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সব পদে আবেদনের যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণি পাস। হেলপার ছাড়া অন্যান্য সংশ্লিষ্ট পদের জন্য দুই থেকে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

উল্লিখিত পদে কোম্পানি প্রদত্ত বিভিন্ন সুবিধাসহ উৎসব বোনাস, গ্র্যাচুইটি ভাতা, প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক বেতন বৃদ্ধি, চিকিৎসা সুবিধা, সুলভ মূল্যে ফেয়ার প্রাইস শপ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের সুযোগ, গ্রুপ জীবনবিমা ও প্রচলিত আইন অনুযায়ী ছুটিসহ অন্যান্য সুবিধা আছে।

প্রার্থীকে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ফোন নম্বরসহ পূর্ণ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ, অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপিসহ উল্লিখিত তারিখ ও সময়ে সরাসরি সাক্ষাৎকারের জন্য প্রশাসন বিভাগ, আকিজ সিরামিক্স লিমিটেড (স্যানিটারিওয়্যার ডিভিশন), মোক্ষপুর, ত্রিশাল, ময়মনসিংহে উপস্থিত থাকতে হবে।

 

Courtesy: prothom alo

More notices
  • মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন অনলাইন

    কারা আবেদন করতে পারবেন

    ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীকে ২০২২ সালে এইচএসসি ও ২০২০ সালে এসএসসি অথবা ২০২১ সালে এইচএসসি ও ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে শর্ত থাকে যে এইচএসসি পরীক্ষায় পাসের পূর্ববর্তী দুই বছরের মধ্যে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ এবং এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়নসহ উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য হবেন।

    দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯ হতে হবে। উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে দুটি পরীক্ষায় মোট জিপিএ ৮ হলেই হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০–এর কম হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না। সবার জন্য এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৪.০ না থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে। লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধাতালিকা প্রণয়ন করা হবে।

    আবেদন ফি কত
    অনলাইন আবেদনের ফি জমা দেওয়া যাবে ২৪ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি ২০০০।

    প্রবেশপত্র ডাউনলোড কবে
    প্রবেশপত্র বিতরণ শুরু হবে ৬ মার্চ। শিক্ষার্থীরা ৭ মার্চ পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

    ভর্তি পরীক্ষা কবে
    আগামী ১০ মার্চ সকাল ১০টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে এক ঘণ্টার।

    ফরম পূরণের নিয়মাবলী

    এমবিবিএস ভর্তির জন্য অনলাইন ফরম পূরণের নিয়মাবলি ও ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট www.mefwd.gov.bd, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে ওয়েবসাইট, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট ও টেলিটকের ওয়েবসাইট থেকে জানা যাবে।

    মেডিকেলে ভর্তির বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে


  • একাদশে ভর্তির চতুর্থ ধাপের আবেদন শুরু ৬ ফেব্রুয়ারি

     

    শিক্ষার্থীদের জন্য নির্দেশনা

    সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে বিদ্যমান আসনসংখ্যা দেখে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে হবে।

    ২০২২-২৩ শিক্ষাবর্ষে চতুর্থ (সর্বশেষ) ধাপে অনলাইনের মাধ্যমে যেসব শিক্ষার্থী আবেদন করতে পারবে:

    ১. যেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি বা আবেদন করে কোনো কলেজে মনোনয়ন পায়নি;

    ২. যেসব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে, কিন্তু কোনো কারণে কলেজে নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি হতে পারেনি কিংবা নিশ্চয়ন করতে পারেনি।

    একাদশে ভর্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ভর্তি ওয়েবসাইটের https://www.xiclassadmission.gov.bd/ নির্দেশিকা অনুসরণ করতে হবে শিক্ষার্থীদের।


  • বাউবিতে এমবিএ প্রোগ্রাম

    ∎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমবিএ প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

    ∎ আবেদনের শেষ তারিখ: ১৫ ফেব্রুয়ারি।

    ∎ বিস্তারিত জানতে ওয়েবসাইট: bou.ac.bd

     

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ৪টি পরীক্ষার তারিখ

    ∎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠেয় ২০১৯ সালের অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ ও চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

    ∎ পরীক্ষার্থীরা নিজ নিজ কলেজ কেন্দ্রে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন।


  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন পরীক্ষার হলে মুঠোফোনের ব্যাপারে নির্দেশিকা

    ∎ সম্প্রতি পরীক্ষার হলে মুঠোফোন নিয়ে প্রবেশ করা ও মুঠোফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

    ∎ এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলাসংক্রান্ত বিধান অনুযায়ী পরীক্ষার হলে মুঠোফোন নেওয়া যাবে না।

    ∎ কোনো পরীক্ষার্থীর কাছে মুঠোফোন পাওয়া গেলে তাকে বহিষ্কার করতে হবে এবং এ অপরাধের জন্য তার সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল হয়ে যাবে।

    পরীক্ষার হলে মুঠোফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বন করলে তাকে বহিষ্কার করতে হবে এবং এ অপরাধের জন্য সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল এবং পরবর্তী বছরে পরীক্ষা থেকে বিরত রাখা হবে।

    ∎ উভয় ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ রেখে ব্যবহৃত মুঠোফোনটি সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে ফেরত দিতে হবে।

    ∎ নকলের আলামত হিসেবে মুঠোফোনের ছবি, নকলের প্রিন্ট কপি এর সঙ্গে সংযুক্ত করতে হবে।

    ∎ পরীক্ষার্থী পরীক্ষার হলে মুঠোফোন নিয়ে প্রবেশ করেছে বা ব্যবহার করেছে, মর্মে লিখিত রেখে মুঠোফোন ফেরত দিতে হবে।

    ∎ পরীক্ষার হলে ব্যবহৃত মুঠোফোন কোনো অজুহাতে জমা নেওয়া যাবে না। এ বিষয়ে কোনো প্রকার সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করতে হবে।