ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২–২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়ার তথ্য প্রকাশ করেছে।
∎ অনলাইনে আবেদন করা যাবে ২৭ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত
জেনে রাখুন: ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২২ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে যাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করেন, শুধু তাঁরাই ২০২২–২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
৪টি ইউনিট:
-
বিজ্ঞান
-
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান
-
ব্যবসায় শিক্ষা
-
চারুকলা ইউনিট
আবেদনের তারিখ: ভর্তি প্রার্থীরা ২৭/০২/২০২৩ তারিখ বিকাল ৪টা থেকে ২০/০৩/২০২৩ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত Dhaka University Admission Website (admission.eis.du.ac.bd)–এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: আবেদন ফি ১০০০ টাকা। চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী) যেকোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফিনান্সিয়াল সেবা ব্যবহার করে শিক্ষার্থীরা আবেদন ফি জমা দিবেন।
শিক্ষার্থীরা ৪টি ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে প্রদত্তসংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় উল্লেখ থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: du.ac.bd
© Prothom Alo