Loading...
Notice

University admission through single test from next year: Dipu Moni


15 March 2023   ||  1 year ago

Education Minister Dr Dipu Moni said on Wednesday that students will be enrolled in universities through creating a national merit list after holding one admission test from the next year.

She told this to reporters after inaugurating a 'Science Fair' of the National University at Daulatpur College in Kushtia on Wednesday.

Acknowledging some problems and limitations in the cluster system of the university admission test in 2022-2023 sessions, the minister said the problems will be addressed in future.

 

Cluster method admission test was introduced in 2021-22 academic year after bringing 32 public universities under it to enroll students on the basis of a merit list.

Replying to a question about ragging at the educational institutions, Dipu Moni said it as a social menace and coordinated effort is needed to prevent it.

 
 

She also sought cooperation from the media to address the social problem.

 

Local lawmaker Advocate AKM Sarwar Jahan Badshah and NU Vice Chancellor Prof Dr Mashiur Rahman, among others, attended the event.

 

A total of 18 science colleges participated in the fair this year.
courtesy:the business Standard 

More notices
  • মেট্রোরেলে ২০২ পদে নিয়োগ, আবেদন ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে, আবেদন করুন দ্রুত

    শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জনবল নিয়োগে বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি–১০ প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে ১৬তম গ্রেডে মোট ২০২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

    ১. পদের নাম: টিকিট মেশিন অপারেটর

    পদসংখ্যা: ১৩৯

    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। জিপিএ ৫–এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে। কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে।

    বেতন গ্রেড: ১৬

    ২. পদের নাম: কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট

    পদসংখ্যা: ১৩৯

    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। জিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে। কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে।

    বেতন গ্রেড: ১৬

    আবেদন যেভাবে

    আগ্রহী প্রার্থীদের ডিএমটিসিএলের নির্ধারিত চাকরির আবেদন ফরম পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদন ফরমের নমুনা এই লিংক https://dmtcl.gov.bd/sites/default/files/files/dmtcl.portal.gov.bd/notices/0ee5aea6_e03b_4612_9238_2b5bf63e9d6a/2024-07-15-08-00-4f9f150c958b1d6a027456405d632ceb.pdf থেকে ডাউনলোড করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে https://dmtcl.gov.bd/sites/default/files/files/dmtcl.portal.gov.bd/notices/4418239d_88ce_4a97_aa73_1f458cdf94fa/2024-07-31-11-14-eac65a97d87f7c8d488e0250b026db22.pdf পাওয়া যাবে। খামের ওপর বাঁ দিকে পদের নাম ও নিয়োগ বিজ্ঞপ্তি-১০ উল্লেখ করতে হবে। প্রার্থীর নিজের বর্তমান ঠিকানা স্পষ্টভাবে ৯ ইঞ্চি বাই ৪ ইঞ্চি আকারের খামের ওপরে লিখে বা টাইপ করে ১০ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিট লাগিয়ে আবেদনপত্রের সঙ্গে অবশ্যই দাখিল করতে হবে। প্রবাসী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরাও যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন। প্রার্থীদের ডোপ টেস্ট করতে হবে।

     
     
    Courtesy : prothom alo

  • ব্র্যাক ব্যাংকে স্নাতক পাসে চাকরির সুযোগ

    সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্র্যাক ব্যাংক পিএলসি। দেশের অন্যতম এই ব্যাংকটিতে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের শেষ সময় ৮ সেপ্টেম্বর।
    পদের নাম: টেরিটরি ম্যানেজার
    বিভাগ: এসএমই ব্যাংকিং
    পদসংখ্যা: নির্ধারিত নয়
    শিক্ষাগত যোগ্যতা: দেশের স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে টেরিটরি ম্যানেজার পদে আবেদন করা যাবে।
    অন্যান্য যোগ্যতা: এসএমই মার্কেটিং, এসএমই ঋণ, ডিজিটাল সফটওয়্যার সরঞ্জামে ভালো জ্ঞান থাকতে হবে।

    অভিজ্ঞতা: কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে
    বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
    অন্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্য সুবিধা মিলবে
    বয়সসীমা: নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়সের কথা উল্লেখ নেই
    কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়
    আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এ পদে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

     
     
    Courtesy: prothom alo

  • বেসরকারি উন্নয়ন সংস্থায় ৮৬৫ পদে নিয়োগ, আবেদন করুন দ্রুত

    বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি পাঁচ ক্যাটাগরির পদে ৮৬৫ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, কুরিয়ার সার্ভিস বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। ই–মেইলেও আবেদনপত্র পাঠানো যাবে।

    ১. পদের নাম: জোনাল ম্যানেজার

    পদসংখ্যা: ১৫

    যোগ্যতা: স্নাতক ডিগ্রি। ঋণ কার্যক্রমে জোন ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে। মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বাংলাদেশের যেকোনো স্থানে মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।

    বয়স: সর্বোচ্চ ৪৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    বেতন: নিয়মিতকরণের আগে ৭২,০০০ থেকে ৭৫,২০০ টাকা। নিয়মিতকরণের পরে ৭৬,৮৭৫ থেকে ৮০,১২৫ টাকা।


  • ইস্টার্ণ ব্যাংকে স্নাতক পাসে চাকরি, ট্রেইনি রিলেশনশিপ অফিসার পদে অভিজ্ঞতা ছাড়াই আবেদন

    বেসরকারি ইস্টার্ণ ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির ট্রেইনি রিলেশনশিপ অফিসার পদে একাধিক জনবল নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানা সুযোগ-সুবিধা পাবেন।

    পদের নাম: ট্রেইনি রিলেশনশিপ অফিসার
    পদসংখ্যা: নির্ধারিত নয়
    শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে
    অন্য যোগ্যতা: ইংরেজি ও বাংলায় ভালো মৌখিক ও লিখিত যোগাযোগ দক্ষতা। অনলাইন সফটওয়্যার মডিউল এবং এমএস অফিস প্যাকেজে কাজ করার জন্য পর্যাপ্ত কম্পিউটার জ্ঞান।

    অভিজ্ঞতা: অনুরূপ কাজের ৬ মাসের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
    কর্মস্থল: দেশের যেকোনো স্থানে ইস্টার্ণ ব্যাংকের শাখায়
    বেতন: ৩১,০০০ টাকা (মাসিক)
    অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য গ্রহণযোগ্য সুবিধা।
    আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

     
     
    Courtesy : prothom alo

  • পরিবার পরিকল্পনা অধিদপ্তর নেবে ৩২ নারী কর্মী, দ্রুত আবেদন করুন

    পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন এমসিএইচ সার্ভিসেস ইউনিটের উদ্যোগে এবং ইউএনএফপিএর অর্থায়নে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ৩২ জন মিডওয়াইফ নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামীকাল রোববার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রাতিষ্ঠানিক প্রসবসেবা জোরদার করার লক্ষ্যে দুটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র (সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ও নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকিরহাট) এবং বান্দরবান, সুনামগঞ্জ, চাঁদপুর ও নোয়াখালীর ১৪টি নির্বাচিত ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এসব নিয়োগ দেওয়া হবে অস্থায়ী ভিত্তিতে।

    • পদের নাম: মিডওয়াইফ
      পদসংখ্যা: ৩২
      যোগ্যতা: তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পরীক্ষায় উত্তীর্ণ এবং বিএনএমসি কর্তৃক স্বীকৃত সার্টিফিকেটধারী হতে হবে। প্রজননস্বাস্থ্য, মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
      বেতন: মাসিক বেতন সাকল্যে: ৩০,০০০ টাকা
      অন্যান্য সুবিধা: উৎসব ভাতা ও নববর্ষ ভাতার সুবিধা (সরকারি বিধি মোতাবেক)।

    চাকরির মেয়াদকাল
    ১ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে ফান্ড প্রাপ্তি সাপেক্ষে মেয়াদ বৃদ্ধি হতে পারে।

    বয়স
    ১৮ আগস্ট তারিখে সর্বোচ্চ ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।

    যেভাবে আবেদন
    প্রার্থীদের অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপিসহ পরিচালক (এমসিএইচ সার্ভিসেস) বরাবর ই-মেইলে ([email protected]) আবেদন করতে হবে। অনলাইনে কোনো প্রার্থী আবেদনপত্র করতে না পারলে সরাসরি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিটে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেওয়া যাবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

     

    আবেদনপত্রে স্পষ্ট অক্ষরে বাংলায় প্রার্থীর (ক) নিজ নাম, (খ) পিতার নাম, (গ) স্বামীর নাম (প্রযোজ্য ক্ষেত্রে), (ঘ) মাতার নাম, (ঙ) বর্তমান ঠিকানা: গ্রাম-মহল্লা, ডাকঘর, পোস্ট কোড নম্বর, উপজেলা, জেলা, (চ) স্থায়ী ঠিকানা: গ্রাম-মহল্লা, ডাকঘর, উপজেলা, জেলা, (ছ) শিক্ষাগত যোগ্যতা, (জ) জাতীয়তা, (ঝ) জন্মতারিখ, (ঞ) ধর্ম, (ট) অভিজ্ঞতা, (ঠ) বৈবাহিক অবস্থা (সন্তানসংখ্যা প্রযোজ্য ক্ষেত্রে), (ড) ই-মেইল ঠিকানা, (ঢ) মোবাইল নম্বর, (ণ) জাতীয় পরিচয়পত্রের নম্বর, (ত) আবেদনপত্রে স্বাক্ষর অবশ্যই থাকতে হবে।

    আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্রের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে
    ডিপ্লোমা ইন মিডওয়াইফারি উত্তীর্ণ সনদসহ সব শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, বিএনএমসি কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশনের সত্যায়িত কপি, আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর স্টুডিওতে সদ্য তোলা রঙিন ছবি, প্রার্থীর নাগরিকত্ব সনদের (যে ইউনিয়ন/পৌরসভা/সিটি করপোরেশনের স্থায়ী বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত) সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।

    আবেদনের শেষ সময়: ১৮ আগস্ট ২০২৪।

     
    Courtesy: prothom alo

  • সরকারি ওষুধ কোম্পানিতে চাকরি, পদ ২৪, আবেদন করুন দ্রুত

    সরকার মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামী মঙ্গলবার। প্রতিষ্ঠানটির গোপালগঞ্জ কারখানায় উৎপাদন বিভাগের আইভিএফ ইউনিটে (এলভিপি অ্যান্ড এসভিপি) ২০ ক্যাটাগরির পদে ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

    • ১. পদের নাম: মেশিন অপারেটর (ফ্যানুফ্যাকচারিং অ্যান্ড ফিল্টারিং–এলভিপি)
      পদসংখ্যা: ২
      যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস। স্বনামধন্য ওষুধ কোম্পানিতে এলভিপি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ফিল্টারিংয়ে মেশিনের অপারেটর হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
      বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    • ২. পদের নাম: জুনিয়র মেশিন অপারেটর (ফ্যানুফ্যাকচারিং অ্যান্ড ফিল্টারিং-এলভিপি)
      পদসংখ্যা: ২
      যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি বা এইচএসসি পাস। স্বনামধন্য ওষুধ কোম্পানিতে এলভিপি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ফিল্টারিংয়ে মেশিনের অপারেটর হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
      বয়স: সর্বোচ্চ ৩৩ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    • ৩. পদের নাম: মেশিন অপারেটর (ব্লো ফিল–সিল মেশিন)
      পদসংখ্যা: ২
      যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস। স্বনামধন্য ওষুধ কোম্পানিতে এলভিপি প্রোডাক্টের ব্লো ফিল–সিলে মেশিনের অপারেটর হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
      বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    • ৪. পদের নাম: জুনিয়র মেশিন অপারেটর (ব্লো ফিল-সিল মেশিন)
      পদসংখ্যা: ২
      যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি বা এইচএসসি পাস। স্বনামধন্য ওষুধ কোম্পানিতে এলভিপি প্রোডাক্টের ব্লো ফিল-সিলে মেশিনের অপারেটর হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
      বয়স: সর্বোচ্চ ৩৩ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    • ৫. পদের নাম: মেশিন অপারেটর (অটোক্লেভ মেশিন–এলভিপি)
      পদসংখ্যা: ১
      যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস। স্বনামধন্য ওষুধ কোম্পানিতে এলভিপি প্রোডাক্টের অটোক্লেভ মেশিনের অপারেটর হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
      বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    • ৬. পদের নাম: জুনিয়র মেশিন অপারেটর (অটোক্লেভ মেশিন-এলভিপি)
      পদসংখ্যা: ১
      যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি বা এইচএসসি পাস। স্বনামধন্য ওষুধ কোম্পানিতে এলভিপি প্রোডাক্টের অটোক্লেভ মেশিন অপারেটর হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
      বয়স: সর্বোচ্চ ৩৩ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    • ৭. পদের নাম: মেশিন অপারেটর (লিক টেস্ট মেশিন-এলভিপি)
      পদসংখ্যা: ১
      যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস। স্বনামধন্য ওষুধ কোম্পানিতে এলভিপি প্রোডাক্টের লিক টেস্ট মেশিনের অপারেটর হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
      বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    • ৮. পদের নাম: জুনিয়র মেশিন অপারেটর (লিক টেস্ট মেশিন-এলভিপি)
      পদসংখ্যা: ১
      যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি বা এইচএসসি পাস। স্বনামধন্য ওষুধ কোম্পানিতে এলভিপি প্রোডাক্টের লিক টেস্ট মেশিনের অপারেটর হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
      বয়স: সর্বোচ্চ ৩৩ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    • ৯. পদের নাম: মেশিন অপারেটর (অটো লেবেলিং মেশিন-এলভিপি)
      পদসংখ্যা: ১
      যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস। স্বনামধন্য ওষুধ কোম্পানিতে এলভিপি প্রোডাক্টের অটো লেবেলিং মেশিনের অপারেটর হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
      বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    • ১০. পদের নাম: জুনিয়র মেশিন অপারেটর (অটো লেবেলিং মেশিন-এলভিপি)
      পদসংখ্যা: ১
      যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি বা এইচএসসি পাস। স্বনামধন্য ওষুধ কোম্পানিতে এলভিপি প্রোডাক্টের অটো লেবেলিং মেশিনের অপারেটর হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
      বয়স: সর্বোচ্চ ৩৩ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    • ১১. পদের নাম: মেশিন অপারেটর (অটো বোতল র‌্যাপ মেশিন-এলভিপি)
      পদসংখ্যা: ১
      যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস। স্বনামধন্য ওষুধ কোম্পানিতে এলভিপি প্রোডাক্টের অটো বোতল র‌্যাপ মেশিন অপারেটর হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
      বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    • ১২. পদের নাম: জুনিয়র মেশিন অপারেটর (অটো বোতল র‌্যাপ মেশিন-এলভিপি)
      পদসংখ্যা: ১
      যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি বা এইচএসসি পাস। স্বনামধন্য ওষুধ কোম্পানিতে এলভিপি প্রোডাক্টের অটো বোতল র‌্যাপ মেশিন অপারেটর হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
      বয়স: সর্বোচ্চ ৩৩ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    • ১৩. পদের নাম: মেশিন অপারেটর (ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ফিল্টারিং-এসভিপি)
      পদসংখ্যা: ১
      যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস। স্বনামধন্য ওষুধ কোম্পানিতে এসভিপি প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ফিল্টারিং মেশিনের অপারেটর হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
      বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    • ১৪. পদের নাম: জুনিয়র মেশিন অপারেটর (ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ফিল্টারিং-এসভিপি)
      পদসংখ্যা: ১
      যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি বা এইচএসসি পাস। স্বনামধন্য ওষুধ কোম্পানিতে এসভিপি প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ফিল্টারিং মেশিন অপারেটর হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
      বয়স: সর্বোচ্চ ৩৩ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    • ১৫. পদের নাম: মেশিন অপারেটর (ওয়াশিং অ্যান্ড ডিপাইরোজেনেশন টানেল-এসভিপি)
      পদসংখ্যা: ১
      যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস। স্বনামধন্য ওষুধ কোম্পানিতে এসভিপি প্রোডাক্টের ব্লো ফিল–সিল মেশিনের অপারেটর হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
      বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    • ১৬. পদের নাম: জুনিয়র মেশিন অপারেটর (ওয়াশিং অ্যান্ড ডিপাইরোজেনেশন টানেল-এসভিপি)
      পদসংখ্যা: ১
      যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি বা এইচএসসি পাস। স্বনামধন্য ওষুধ কোম্পানিতে এসভিপি প্রোডাক্টের ব্লো ফিল-সিল মেশিনের অপারেটর হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
      বয়স: সর্বোচ্চ ৩৩ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    • ১৭. পদের নাম: মেশিন অপারেটর (ফিলিং–সিলিং-এসভিপি)
      পদসংখ্যা: ১
      যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস। স্বনামধন্য ওষুধ কোম্পানিতে এসভিপি প্রোডাক্টের ফিলিং–সিলিং মেশিনের অপারেটর হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
      বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    • ১৮. পদের নাম: জুনিয়র মেশিন অপারেটর (ফিলিং-সিলিং-এসভিপি)
      পদসংখ্যা: ১
      যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি বা এইচএসসি পাস। স্বনামধন্য ওষুধ কোম্পানিতে এসভিপি প্রোডাক্টের ফিলিং-সিলিং মেশিনের অপারেটর হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
      বয়স: সর্বোচ্চ ৩৩ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    • ১৯. পদের নাম: মেশিন অপারেটর (অটোক্লেভ মেশিন-এসভিপি)
      পদসংখ্যা: ১
      যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস। স্বনামধন্য ওষুধ কোম্পানিতে এসভিপি প্রোডাক্টের অটোক্লেভ মেশিনের অপারেটর হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
      বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    • ২০. পদের নাম: জুনিয়র মেশিন অপারেটর (অটোক্লেভ মেশিন-এসভিপি)
      পদসংখ্যা: ১
      যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি বা এইচএসসি পাস। স্বনামধন্য ওষুধ কোম্পানিতে এসভিপি প্রোডাক্টের অটোক্লেভ মেশিনের অপারেটর হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
      বয়স: সর্বোচ্চ ৩৩ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    আবেদন যেভাবে

    আগ্রহী প্রার্থীদের তিন কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপিসহ আবেদনপত্র সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে।

    আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাব্যবস্থাপক, অ্যাডমিন অ্যান্ড এইচআরএম (চলতি দায়িত্ব), এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, ৩৯৫-৩৯৭, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

    আবেদনের শেষ সময়: ২০ আগস্ট, ২০২৪।

     

    Courtesy: prothom alo