আবেদনপত্রে স্পষ্ট অক্ষরে বাংলায় প্রার্থীর (ক) নিজ নাম, (খ) পিতার নাম, (গ) স্বামীর নাম (প্রযোজ্য ক্ষেত্রে), (ঘ) মাতার নাম, (ঙ) বর্তমান ঠিকানা: গ্রাম-মহল্লা, ডাকঘর, পোস্ট কোড নম্বর, উপজেলা, জেলা, (চ) স্থায়ী ঠিকানা: গ্রাম-মহল্লা, ডাকঘর, উপজেলা, জেলা, (ছ) শিক্ষাগত যোগ্যতা, (জ) জাতীয়তা, (ঝ) জন্মতারিখ, (ঞ) ধর্ম, (ট) অভিজ্ঞতা, (ঠ) বৈবাহিক অবস্থা (সন্তানসংখ্যা প্রযোজ্য ক্ষেত্রে), (ড) ই-মেইল ঠিকানা, (ঢ) মোবাইল নম্বর, (ণ) জাতীয় পরিচয়পত্রের নম্বর, (ত) আবেদনপত্রে স্বাক্ষর অবশ্যই থাকতে হবে।
আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্রের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে
ডিপ্লোমা ইন মিডওয়াইফারি উত্তীর্ণ সনদসহ সব শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, বিএনএমসি কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশনের সত্যায়িত কপি, আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর স্টুডিওতে সদ্য তোলা রঙিন ছবি, প্রার্থীর নাগরিকত্ব সনদের (যে ইউনিয়ন/পৌরসভা/সিটি করপোরেশনের স্থায়ী বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত) সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।
আবেদনের শেষ সময়: ১৮ আগস্ট ২০২৪।