Loading...
Notice

এমবিবিএস ভর্তি পরীক্ষায় কেন্দ্রে শিক্ষার্থীরা যা করতে পারবেন না


07 March 2023   ||  1 year ago

দেশের সব মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১০ মার্চ অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হবে ১ ঘণ্টার এ পরীক্ষা। রাজধানীর ৫টিসহ দেশের ১৯টি কেন্দ্রে সকাল ১০টায় একযোগে এ পরীক্ষাঅনুষ্ঠিত হবে।

পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করাসহ পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার আগেই কেন্দ্রে প্রবেশ করা, পরীক্ষার হলে ডিভাইস পাওয়া গেলে তাঁর উত্তরপত্র বাতিল, কোচিং সেন্টার বন্ধ, পরীক্ষার সময় দুই কান ঢেকে না রাখাসহ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের প্রবেশপত্র, এইচএসসি/ সমমান পরীক্ষার প্রবেশপত্র/ রেজিস্ট্রেশন কার্ড এবং রিফিল দেখা যায় এমন কালো কালির বলপয়েন্ট কলম নিয়ে নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে সকাল সাড়ে ৯টার পূর্বেই প্রবেশ করতে হবে।

পরীক্ষার হলে মুঠোফোন, ক্যালকুলেটর, হাতঘড়িসহ অন্যান্য ডিজিটাল ডিভাইস নিয়ে প্রবেশ নিষিদ্ধ। ডিভাইস পাওয়া গেলে অথবা কাউকে এ ধরনের কোনো ডিভাইস ব্যবহার করতে দেখা গেলে তাঁর উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

কোনো পরীক্ষার্থী পরীক্ষা চলাকালে দুই কান ঢেকে রাখতে পারবেন না। হল পরিদর্শকেরা উত্তরপত্রে স্বাক্ষর প্রদানের সময় শনাক্তকরণের জন্য প্রয়োজনে পরীক্ষার্থীর মুখমণ্ডলের আবরণ খোলার নির্দেশনা দিতে পারবেন।

প্রবেশপত্র অনুযায়ী উত্তরপত্রের নির্দিষ্ট স্থানে স্বাক্ষর প্রদান করতে হবে ও স্পষ্টভাবে নাম লিখতে হবে। উত্তরপত্রের নির্দিষ্ট বৃত্তগুলো ভরাট করা এবং নির্দেশিত স্থানে যথাযথ তথ্য প্রদান ব্যতীত অন্য কোনো স্থানে কিছু লেখা সম্পূর্ণ নিষিদ্ধ এবং লিখলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

পরীক্ষার্থীকে অসুদপায় অবলম্বন, বিশৃঙ্খলা সৃষ্টি করতে অথবা অন্যের সাহায্য নিতে বা অন্যকে সাহায্য করতে দেখা গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং তাঁর উত্তরপত্র বাতিল করা হবে।

পরীক্ষার্থীকে হল পরিদর্শকের নির্দেশ ও সিদ্ধান্ত মেনে চলতে হবে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এবং হল পরিদর্শকের অনুমতি ব্যতীত পরীক্ষার্থীকে পরীক্ষার কক্ষ ত্যাগ করতে দেওয়া হবে না।

কোচিং সেন্টারগুলো কবে বন্ধ

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নকরণের লক্ষ্যে এমবিবিএস ও বিডিএস ভর্তি কোচিং সেন্টারগুলো ১১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। ৯ থেকে ১০ মার্চ পর্যন্ত পরীক্ষাকেন্দ্রের নিকটবর্তী দোকানগুলোর ফটোকপি মেশিন বন্ধ থাকবে।

দেশের বিভিন্ন স্থান থেকে আসা পরীক্ষার্থীদের নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার লক্ষ্যে পরীক্ষার দিন পরীক্ষাকেন্দ্রগুলোয় অহেতুক ও বিনা প্রয়োজনে ভিড় করা থেকে বিরত থাকার জন্য অভিভাবকদের বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার সুযোগ নেই। পরীক্ষার্থীদের গুজবে বিশ্বাস না করে এবং প্রতারণার জালে পা না দিয়ে নিবিড়ভাবে পড়াশুনায় মনোনিবেশ করে নিজ যোগ্যতা প্রদর্শনের জন্য উপদেশ দেওয়া যাচ্ছে।

প্রতারক চক্রের অনৈতিক প্রলোভনে সাড়া না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা যাচ্ছে। প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে তথ্যপ্রযুক্তি আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে। ভর্তিসংক্রান্ত যেকোনো বিষয়ে ভর্তি কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।

More notices
  • ব্র্যাক ব্যাংক স্নাতক পাসে নেবে ব্র্যাঞ্চ ইয়ং লিডারস, বেতন ৭০ হাজার

    বেসরকারি ব্র্যাক ব্যাংক পিএলসিতে ‘ব্র্যাঞ্চ ইয়ং লিডারস প্রোগ্রাম’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে ঠিক কতজন নিয়োগ পাবেন তা জানা যায়নি। আগ্রহীরা আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

    পদের নাম: ব্র্যাঞ্চ ইয়ং লিডারস প্রোগ্রাম
    পদসংখ্যা: নির্ধারিত নয়
    শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি থাকতে হবে।
    অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
    বেতন: ৭০,০০০ টাকা

    চাকরির ধরন: ফুল টাইম
    বয়স: নির্ধারিত নয়

    আবেদনের নিয়ম: আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের বিস্তারিত ও আবেদনের পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন।

    Courtesy: prothom alo


  • ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি, বেতন শুরু ২২,০০০, আবেদন করুন

    বেসরকারি ওয়ান ব্যাংক পিএলসিতে ‘কালেকশন অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে চাকরি পেলে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা (সাভার) পদায়ন হবে কর্মীর। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

    প্রতিষ্ঠানের নাম: ওয়ান ব্যাংক পিএলসি
    বিভাগের নাম: রিটেইল মনিটরিং অ্যান্ড রিকভারি ইউনিট
    পদের নাম: কালেকশন অফিসার
    পদসংখ্যা: ৪ জন

    শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তরে ডিগ্রি থাকলে আবেদন করা যাবে
    অভিজ্ঞতা: এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।
    বেতন: ২২,০০০ টাকা
    আবেদনের বয়স: সর্বনিম্ন ২৮ বছর
    কর্মস্থল: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা (সাভার)

    আবেদনের নিয়ম: আগ্রহীদের অনলাইনে আবেদনে করতে হবে। আবেদনের বিস্তারিত ও আবেদনের পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন

    আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৪

     

    Courtesy: prothom alo

     


  • ব্যাংক এশিয়া সিকিউরিটিজে টিবিও পদে চাকরি, দরকার নেই অভিজ্ঞতার

    ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ‘ট্রেইনি বিজনেস অফিসার (টিবিও)’ পদে জনবল নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

    পদের নাম: ট্রেইনি বিজনেস অফিসার (টিবিও)

    পদের সংখ্যা: নির্ধারিত নয়

    শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকল আবেদন করা যাবে। ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট বা মার্কেটিংয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। তৃতীয় বিভাগ বা সিজিপিএ ৩–এর নিচে থাকলে আবেদন করার প্রয়োজন নেই।

    অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

    বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে

    বয়স: ৩০ বছর। এ বছরের ৩০ সেপ্টেম্বরে বয়স ৩০ হতে হবে।

    কর্মস্থল: যেকোনো স্থান

    আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

     
    Courtesy : prothom alo

  • সেনাবাহিনী তত্ত্বাবধানে শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি, আবেদন ফি ৫০০ টাকা

    বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত ‘প্রয়াস’ বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

    পদের নাম: জুনিয়র শিক্ষক (প্রয়াস)

    পদসংখ্যা: প্রয়োজন অনুযায়ী

    যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সমমানসহ বিএসএড এবং প্রযোজ্য প্রতিবন্ধিতা বিষয়ে (দৃষ্টি/বাক্‌ ও শ্রবণ, বুদ্ধি/অটিস্টিক) প্রশিক্ষণ থাকতে হবে এবং অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

    বেতন: প্রয়াসের বেতনকাঠামো অনুসারে

    পদের নাম: জুনিয়র শিক্ষক প্রত্যয় একীভূত ইংরেজি মাধ্যম বিদ্যালয় (পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, গণিত ও সাধারণ বিষয়)

    পদসংখ্যা: প্রয়োজন অনুযায়ী

    যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি। ইংরেজি ভার্সনে/ইংলিশ মিডিয়ামে পাঠদানে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

    বেতন: প্রয়াসের বেতনকাঠামো অনুসারে

    পদের নাম: আইটি এক্সিকিউটিভ

    পদসংখ্যা: প্রয়োজন অনুযায়ী

    যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক, স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি বা প্রতিষ্ঠান থেকে তিন বছর মেয়াদি ডিপ্লোমা (ডিগ্রি) (কম্পিউটার, ইলেকট্রিক্যাল) থাকতে হবে। কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার বিষয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

    বেতন: প্রয়াসের বেতনকাঠামো অনুসারে

    পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

    পদসংখ্যা: প্রয়োজন অনুযায়ী

    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

    বেতন: প্রয়াসের বেতনকাঠামো অনুসারে

    পদের নামশিক্ষা সহায়ক (পুরুষ/নারী)

    পদসংখ্যা: প্রয়োজন অনুযায়ী

    যোগ্যতা: এসএসসি পাস

    বেতন: প্রয়াসের বেতনকাঠামো অনুসারে

    পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী (পুরুষ/নারী)

    পদসংখ্যা: প্রয়োজন অনুযায়ী

    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস

    বেতন: প্রয়াসের বেতনকাঠামো অনুসারে

    পদের নাম: প্রহরী/নৈশ প্রহরী (পুরুষ/নারী)

    পদসংখ্যা: প্রয়োজন অনুযায়ী

    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস

    বেতন: প্রয়াসের বেতনকাঠামো অনুসারে

    আবেদন ফি

    আবেদন ফি বাবদ ৫০০ টাকা মূল্যের পে-অর্ডার করতে হবে।

    আবেদনপত্র পাঠানোর ঠিকানা

    নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ, প্রয়াস, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬।

     

    Courtesy: Prothom alo


  • আইসিবি ইসলামিক ব্যাংকে চাকরি, ৭টি পদ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন

    বেসরকারি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি কাস্টমার সার্ভিস/ক্যাশ বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে একাধিক জনবল নিয়োগে এ বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদটির যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন আপনিও। আজ রোববার (৮ সেপ্টেম্বর) থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

    পদের নাম : অ্যাসিস্ট্যান্ট অফিসার

    বিভাগ : কাস্টমার সার্ভিস/ক্যাশ

    পদসংখ্যা : ৭টি

    শিক্ষাগত যোগ্যতা: ব্যাংকিংয়ে এমবিএ/মার্কেটিংয়ে বিবিএ/বিএসসি অন্যান্য

    আবেদনের যোগ্যতা: কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে

    অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

    বেতন: ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন পাবেন।

    অন্যান্য সুবিধা: টি/এ, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক দুদিন ছুটি, বিমা, গ্র্যাচুইটি, বছরে দুটি উৎসব বোনাস।

    আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আবেদনের বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

    আবেদনের শেষ সময়: ২১ সেপ্টেম্বর ২০২৪

     

    Courtesy: Prothom alo


  • বাংলাদেশ ক্রিকেট বোর্ডে স্নাতক পাসে ক্যারিয়ার গড়ার সুযোগ, নেই আবেদন ফি

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ‘ট্রেইনি কিউরেটর’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ১০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। বাংলা ও ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

    শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে প্রথম শ্রেণির ক্রিকেটার অথবা মৃত্তিকাবিজ্ঞানে স্নাতক হতে হবে। প্রথম শ্রেণির ক্রিকেট খেলোয়াড় ও মৃত্তিকাবিজ্ঞানে স্নাতক হলে অগ্রাধিকার পাবেন।

    চাকরির ধরন: ফুলটাইম

    আবেদনের বয়স: নির্ধারিত নয়

    আবেদনের ঠিকানা: চিফ এক্সিকিউটিভ অফিসার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর-২, ঢাকা-১২১৬।

     

    Courtesy: prothom alo