শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ১০ম গ্রেডভুক্ত জুনিয়র ইনস্ট্রাক্টর/ফিজিক্যাল এডুকেশন ইনস্ট্রাক্টর পদে এমসিকিউ পরীক্ষা আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুনিয়র ইনস্ট্রাক্টর/ফিজিক্যাল এডুকেশন ইনস্ট্রাক্টর পদে ২ ঘণ্টার ২০০ নম্বরের এমসিকিউ ধরনের বাছাই পরীক্ষা আগামী ১৮ মার্চ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার হল, আসনব্যবস্থা এবং পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলি পরবর্তী সময় এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।