Loading...
internship

প্রাথমিকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেলেন ২০২ জন


04 October 2023   ||  1 year ago

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্য থেকে প্রধান শিক্ষক পদে ২০২ জন পদোন্নতি পেলেন। টাঙ্গাইল জেলার মির্জাপুর, সখীপুর, ধনবাড়ি ও বাসাইল উপজেলা থেকে তাঁদের পদোন্নতি দেওয়া হয়েছে। সারা দেশে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির অংশ হিসেবে এ পদোন্নতি দেওয়া হয়েছে। আজ সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে তাঁদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পদোন্নতির এ অফিস আদেশ জারি করা হয়। প্রধান শিক্ষকেরা ২০১৫-এর গ্রেড-১১–এ (টাকা ১২৫০০-৩০২৩০ বেতনক্রমে) বেতন পাবেন।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, মির্জাপুর, সখীপুর, ধনবাড়ি ও বাসাইল উপজেলার ২০২ জন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হলো। পদোন্নতি পাওয়া প্রধান শিক্ষকদের ১৫ অক্টোবরের মধ্যে টাঙ্গাইল জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে হবে। এ তারিখের মধ্যে কেউ যোগাযোগে ব্যর্থ হলে তিনি পদোন্নতির যোগ্য নন বলে বিবেচিত হবেন। একই সঙ্গে পদোন্নতির আদেশ বাতিল হবে। যোগ দেওয়ার দুই কার্যদিবসের মধ্যে এসব শিক্ষককে পদায়ন করা হবে। চলতি দায়িত্ব বা ভারপ্রাপ্ত হিসেবে পদোন্নতি পাওয়া শিক্ষকদের কর্মরত বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদেই পদায়ন করতে হবে।

পদোন্নতি প্রাপ্তদের তালিকায় মির্জাপুর উপজেলার ৭৩ জন, সখিপুর উপজেলার ৫৫ জন, ধনবাড়ী উপজেলার ৩৭ ও বাসাইল উপজেলার ৩৮ জন সহকারী শিক্ষক রয়েছেন। 

গত ৩ আগস্ট লক্ষ্মীপুরের তিন উপজেলার ২০১ জন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতির মাধ্যমে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির দীর্ঘসূত্রতার অবসান হয়।

 

Courtesy: Prothom Alo