বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস) এর স্প্রিং-২০২৩ সেশনের ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ এপ্রিল) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ইব্রাহিম মিলনায়তনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও বিইউএইচএস ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ফরিদুল আলমের সভাপতিত্বে অনষ্ঠানে ট্রেজারার, সকল অনুষদের ডীন, রেজিষ্ট্রার ও প্রক্টর বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নবীণ ও বর্তমান শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিইউএইচএস এর চলতি সেশনে অনার্স ও মাষ্টার্স প্রোগ্রামে ভর্তি হওয়া প্রায় ৩০০ শিক্ষার্থীকে অনুষ্ঠানে ফুল দিয়ে বরণ করা হয়।
courtesy : the daily campus