আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইইউবি) ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে পুনরায় একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানে এআইইউবির ট্রেজারার প্রফেসর ড. নিসার আহমেদ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হক স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন এআইইউবি’র রেজিস্ট্রার পিউস কস্তা, পরিচালক (হিসাব ও অর্থ ) মো. খন্দকার সাব্বির কবির, চার্টার্ড লাইফের হেড অব কর্পোরেট বিজনেস রাজন চন্দ্র সাহাসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উক্ত চুক্তির আওতায় এআইইউবি’এর সব ব্যবস্থাপনা, শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারীকে গ্রুপ বীমা সুবিধা দেবে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।