সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিশ্ববিদ্যালয়গুলোর বিষয়ভিত্তিক র্যাংকিং-২০২৩ প্রকাশ করা হয়েছে। এই র্যাংকিংয়ে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এমন ৫৪টি বিষয়কে ৫ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এ বছর মোট ১ হাজার ৫৯৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫ হাজার ৭০০টির বেশি একাডেমিক প্রোগ্রামের মর্যাদা ও গবেষণাকে বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে র্যাংকিংয়ে স্থান দেওয়া হয়েছে।
এবারও র্যাংকিংয়ে আলাদা দুটি ক্যাটাগরি করা হয়েছে। প্রধান বিষয় (ব্রড সাবজেক্ট এরিয়া) ক্যাটাগরিতে পাঁচটি বিষয় রয়েছে। এর মধ্যে রয়েছে- ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সোশ্যাল সাইন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, আটর্স অ্যান্ড হিউমেনিটিস, লাইফ সাইন্স অ্যান্ড মেডিসিন ও ন্যাচার সাইন্স। তাছাড়া নির্দিষ্ট বিষয় (স্পেসিফিক সাবজেক্ট) ক্যাটাগরিতে ৫৪টি আলাদা আলাদা বিষয় রয়েছে।
নির্দিষ্ট বিষয় (স্পেসিফিক সাবজেক্ট) ক্যাটাগরিতে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এবারও স্থান পেয়েছে বাংলাদেশের তিনটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এগুলো হচ্ছে- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ)।
‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংস বাই সাবজেক্ট-২০২৩’ শীর্ষক এই র্যাংকিংয়ে এবার স্পেসিফিক সাবজেক্ট ক্যাটাগরিতে বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবার ৩৫১-৪০০তম স্থানের মধ্যে আছে। আর নর্থ সাউথের অবস্থান ৪০১-৪৫০তম এর মধ্যে। তবে সুনির্দিষ্টভাবে কত নম্বরে, তা উল্লেখ করেনি কিউএস। গতবারের চেয়ে এবার পিছিয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। ২০২২ সালের র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ৩৫১-৪০০তম স্থানের মধ্যে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান এবার অপরিবর্তিত রয়েছে।