ঢাকার পাশে আশুলিয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় ক্লাস-পরীক্ষা আগামী শুক্রবার পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল সোমবার রাতে আশুলিয়ার চারাবাগ ও কুমকুমারি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৪ মার্চ) ক্লাস-পরীক্ষা শুক্রবার পর্যন্ত স্থগিতের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

এদিকে, সংঘর্ষের পর আজ বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকার মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিক্ষার্থীরা নিজেদের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজন করতে যাচ্ছেন বলে জানা গেছে।

বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শেখ আলেউর রহমান জানান, পরিস্থিতি বিবেচনা করে আগামী শুক্রবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। শনিবার থেকে যথারীতি চালু হবে। এখন সব বিভাগে মিড-টার্ম পরীক্ষা চলছে।
courtesy:CampusTimes.Press