আগামী ৭  থেকে ১১ নভেম্বরের সকল পরীক্ষা ও ক্লাস অনলাইনে নেওয়ার ঘোষণা দিয়েছে বেসরকারি নর্দান ইউনিভার্সিটি। সোমবার (০৬ নভেম্বর) উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার এম মুনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের সকল বিভাগীয় প্রধান, প্রোগ্রাম কো-অর্ডিনেটর, ছাত্র-ছাত্রী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণ বশত, আগামী ০৭ নভেম্বর ২০২৩ইং হতে ১১ নভেম্বর ২০২৩ইং তারিখের সকল পরীক্ষা ও ক্লাস অন-লাইন-এ অনুষ্ঠিত হবে। সকল অনুষদের ডীন এবং বিভাগীয় প্রধানগণ ক্যাম্পাসে অবস্থান করবেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয়টির সকল বিভাগীয় প্রধান ও প্রোগ্রাম কো-অর্ডিনেটরদেরকে রুটিন অনুযায়ী স্ব স্ব প্রোগ্রাম বা বিভাগের উল্লিখিত তারিখের পরীক্ষা ও ক্লাস অনলাইনে নেওয়ার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার অনুরোধও জানানো হয়েছে একই বিজ্ঞপ্তিতে।
the daily campus