স্নাতকে অনুষদভিত্তিক সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ৬টি অনুষদের বিভিন্ন বিভাগের ছয় শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯’- এর জন্য মনোনীত হয়েছেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আলমগীর চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত রোববার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গবেষণা, সহযোগিতা ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ এর জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭৮ শিক্ষার্থীর প্রাথমিকভাবে মনোনীত হওয়ার বিষয়টি জানানো হয়।
উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক দিয়ে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।