বই: আমাদের গল্প জানে
কবি: প্রিয়াংকা তেওয়ারী
কোন এক টার্মিনালে পঞ্চাশের পর আমাদের দেখা হবে
হাজার মানুষের ভিড়ে তোমার কাঁচাপাকা চুল
আর মোটা চশমায় আমার দৃষ্টি আটকাবে
এইতো কিছুদিন আগেই সম্পর্কের শিল্পবিপ্লব
শুরু হয়েছিল
মস্তিষ্কের রক্তপাতের বয়স বেড়েছে বৈকি
বারুদের ভটকা গন্ধ নাকে লাগে
জরায়ু ছিড়ে যে পৃথিবীতে এসেছে, সে
তোমার অস্তিত্ব ছিল
অথচ তুমি সংসারী
সমর্পণ আর বলপ্রয়োগের ভুলভাল সমীকরণ
মাথায় কাটাকুটি খেলে যায়,
তোমার বিরামহীন ব্যাস্ততা তোমায় ঝাপসা করে
দীর্ঘশ্বাস জানান দেয়...
তুমি একদিন কথা দিয়েছিলে!
...............♥♦♥...............
অর্ডার করুন দূরবীনে -